আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের ইতিহাসে ‘সবচেয়ে লজ্জাজনক মুহূর্ত’: ট্রাম্প

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘটনাকে ‘যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক মুহূর্ত’ বলে আখ্যায়িত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ৪ জুলাই হোয়াইট হাউজে এক অনুষ্ঠানে সে এ মন্তব্য করে।
এছাড়া সে বিগত ৪ বছরকে আমেরিকার জন্য একটি ‘ভয়াবহ ও অপমানজনক’ অধ্যায় হিসেবে বর্ণনা করেছে। সে আরও বলেছে, যুক্তরাষ্ট্রের জন্য এই সময়গুলো অতিবাহিত করা যেন বাস্তবের চেয়ে অনেক বেশি দীর্ঘ অনুভব হয়েছিল।
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘটনাকে বারবার সমালোচনা করে এসেছে ডোনাল্ড ট্রাম্প। বিশেষত বাগরাম বিমান ঘাঁটি ছেড়ে আসাকে সে “দুঃখজনক” বলে অভিহিত করেছে। এর আগে আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি চীনের নিয়ন্ত্রণে রয়েছে বলে সে দাবি করেছিল।
কিন্তু বিগত মার্চ মাসে এক বিবৃতিতে এই দাবিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছিলেন ইমারতে ইসলামিয়ার মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ। তিনি জোর দিয়ে বলেন, বাগরাম বিমান ঘাঁটি ইমারতে ইসলামিয়ার পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে, এখানে চীনা সেনার উপস্থিতি নেই। এছাড়া অন্য দেশের সাথে এমন কোনও চুক্তি নেই বলে তিনি বিবৃতিতে স্পষ্ট করেন। তিনি ট্রাম্পকে সতর্ক করে বলেন, মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে আবেগঘন কথাবার্তা বলা থেকে ট্রাম্পের বিরত থাকা উচিত।
তথ্যসূত্র:
1. Trump calls US withdrawal from Afghanistan ‘most shameful moment’ in American history
– https://tinyurl.com/3tu92yhm
Comment