আফগানিস্তানে আরও ৪টি জোরপূর্বক বিবাহ রোধ, নারী অধিকার রক্ষায় প্রশাসনের সক্রিয় ভূমিকা

আফগানিস্তানের গজনি প্রদেশে সম্প্রতি ৪টি জোরপূর্বক বিয়ে বন্ধ করতে হস্তক্ষেপ করেছে প্রদেশটির ‘সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ’ বিভাগ। ঘটনাগুলো প্রদেশটির আন্দার ও কারাবাগ জেলায় ঘটতে যাচ্ছিল।
আন্দার জেলার কমল খেল গ্রামে ৩ নাবালিকা কন্যাকে জোর করে বিয়ে দিতে যাচ্ছিল তার পিতা। ঋণ পরিশোধের বিনিময়ে সে এই কাজে অগ্রসর হয়েছিল।
কিন্তু প্রদেশের ‘সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ’ বিভাগের কর্মীদের সময়োপযোগী হস্তক্ষেপের কারণে এই অন্যায় বিবাহ রোধ করা সম্ভব হয়েছে। কন্যাদের পিতাকে প্রয়োজনীয় দ্বীনি নসিহত ও দিকনির্দেশনা প্রদান করেছেন সংশ্লিষ্ট কর্মীগণ। ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন বলে সে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
অপরদিকে কারাবাগ জেলার গোডলু গ্রামে ১টি মেয়েকে ইচ্ছার বিরুদ্ধে বিবাহ দিতে যাচ্ছিল তার পিতা। ‘সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ’ বিভাগের কর্মীগণ দ্রুত হস্তক্ষেপ করার ফলে এই জোরপূর্বক বিবাহ রোধ করা সম্ভব হয়। কর্মীগণ উক্ত কন্যার পিতাকে এমন অন্যায় কাজ থেকে বিরত থাকতে প্রয়োজনীয় ইসলামী নসিহত ও দিক-নির্দেশনা প্রদান করেছেন।
ইসলামী ইলম ও আইন, উভয়টি প্রয়োগের মাধ্যমে এই ধরনের ঘটনাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছেন ইমারতে ইসলামিয়ার ‘সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ’ বিভাগ। নারীদের ইসলামী অধিকার সংরক্ষণ ও নিশ্চিত করতে তারা প্রশাসনের প্রতিশ্রুতি তুলে ধরেছেন।
তথ্যসূত্র:
1. Ombudsman Prevents Forced Marriages of Four Girls in Ghazni
– https://tinyurl.com/4cnxbpz5
Comment