আফগানিস্তানে শাতিমে রাসূল (ﷺ) কে মৃত্যুদণ্ড দিয়েছে ইমারতে ইসলামিয়ার আদালত

আফগানিস্তানের পাকতিকা প্রদেশে নবী করিম (ﷺ) ও ইসলাম অবমাননার কারণে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইমারতে ইসলামিয়ার একটি স্থানীয় আদালত।
গত ১৭ জুলাই স্থানীয় সূত্র জানায়, ইমারতে ইসলামিয়ার ‘আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার’ (সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ) মন্ত্রণালয় এ রায়ের সত্যতা নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফুল ইসলাম খায়বার হাফিযাহুল্লাহ জানান, অভিযুক্ত ব্যক্তির নাম আবদুল আলিম খামোশ, সে জানিখেল জেলার বাসিন্দা। ইসলাম ও নবী করিম (ﷺ)-এর প্রতি অবমাননাকর বক্তব্য প্রদানের অভিযোগে তাকে গ্রেফতার করা হয় এবং শরিয়াহ মোতাবেক বিচার করা হয়।
তদন্ত ও বিচার শেষে প্রাদেশিক প্রাথমিক আদালত রায় দেয় যে, অভিযুক্ত ব্যক্তি ইসলাম ও রাসূলুল্লাহ (ﷺ)-এর পবিত্রতা লঙ্ঘন করেছে, যা শরিয়াহ আইন অনুযায়ী চরম অপরাধ। সে হিসেবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং এ শাস্তি শীঘ্রই কার্যকর করা হবে।
মুখপাত্র আরও বলেন, ইসলাম ও নবী (ﷺ)-এর পবিত্রতা রক্ষা করা ইমারতে ইসলামিয়ার অঙ্গীকার। আফগানিস্তান ইসলামি প্রতীকের অবমাননার জায়গা নয়। যারা এইসব পবিত্র বিষয়ের অবমাননা করবে, তাদের বিরুদ্ধে শরিয়াহ অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
তথ্যসূত্র:
1. The Taliban (IEA): Afghanistan Is Not a Place for Insults to Islamic Symbols
– https://tinyurl.com/54adm72t
2. Blasphemy Charge Leads to Death Sentence in Eastern Afghanistan
– https://tinyurl.com/7cn7pff7
Comment