Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ || ২২ মুহাররম, ১৪৪৭ হিজরী || ১৮ জুলাই, ২০২৫ ঈসায়ী​​

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ || ২২ মুহাররম, ১৪৪৭ হিজরী || ১৮ জুলাই, ২০২৫ ঈসায়ী​​

    আফগানিস্তানে শাতিমে রাসূল (ﷺ) কে মৃত্যুদণ্ড দিয়েছে ইমারতে ইসলামিয়ার আদালত



    আফগানিস্তানের পাকতিকা প্রদেশে নবী করিম (ﷺ) ও ইসলাম অবমাননার কারণে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইমারতে ইসলামিয়ার একটি স্থানীয় আদালত।

    গত ১৭ জুলাই স্থানীয় সূত্র জানায়, ইমারতে ইসলামিয়ার ‘আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার’ (সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ) মন্ত্রণালয় এ রায়ের সত্যতা নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফুল ইসলাম খায়বার হাফিযাহুল্লাহ জানান, অভিযুক্ত ব্যক্তির নাম আবদুল আলিম খামোশ, সে জানিখেল জেলার বাসিন্দা। ইসলাম ও নবী করিম (ﷺ)-এর প্রতি অবমাননাকর বক্তব্য প্রদানের অভিযোগে তাকে গ্রেফতার করা হয় এবং শরিয়াহ মোতাবেক বিচার করা হয়।

    তদন্ত ও বিচার শেষে প্রাদেশিক প্রাথমিক আদালত রায় দেয় যে, অভিযুক্ত ব্যক্তি ইসলাম ও রাসূলুল্লাহ (ﷺ)-এর পবিত্রতা লঙ্ঘন করেছে, যা শরিয়াহ আইন অনুযায়ী চরম অপরাধ। সে হিসেবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং এ শাস্তি শীঘ্রই কার্যকর করা হবে।

    মুখপাত্র আরও বলেন, ইসলাম ও নবী (ﷺ)-এর পবিত্রতা রক্ষা করা ইমারতে ইসলামিয়ার অঙ্গীকার। আফগানিস্তান ইসলামি প্রতীকের অবমাননার জায়গা নয়। যারা এইসব পবিত্র বিষয়ের অবমাননা করবে, তাদের বিরুদ্ধে শরিয়াহ অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।


    তথ্যসূত্র:
    1. The Taliban (IEA): Afghanistan Is Not a Place for Insults to Islamic Symbols
    https://tinyurl.com/54adm72t
    2. Blasphemy Charge Leads to Death Sentence in Eastern Afghanistan
    https://tinyurl.com/7cn7pff7
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    পাকিস্তানে সামরিক বাহিনীর উপর ইত্তেহাদুল মুজাহিদিনের ১৩টি পৃথক অভিযান: অসংখ্য শত্রু সৈন্য হতাহত


    পাকিস্তান ভিত্তিক ৩টি সশস্ত্র ইসলামি প্রতিরোধ বাহিনীর সামরিক জোট ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তান (আইএমপি)। গত ১২ থেকে ১৫ জুলাই পর্যন্ত এই জোটের মুজাহিদিনরা পাকিস্তান সামরিক বাহিনীর বিরুদ্ধে অন্তত ১৩টি পৃথক অপারেশন পরিচালনা করছেন। এতে পাক-সামরিক বাহিনীর অনেক সদস্য হতাহত হয়েছে।

    আইএমপি এর মুখপাত্র মাহমুদুল হাসান (হাফিযাহুল্লাহ) কর্তৃক জারি করা ১২টি পৃথক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে যে, দলটির মুজাহিদিনরা পাকিস্তানের ৩টি অঞ্চলে ১৩টি পৃথক অভিযান পরিচালনা করছেন। এরমধ্যে উত্তর ওয়াজিরিস্তানে ৫টি, খাইবার এজেন্সিতে ৪টি এবং দক্ষিণ ওয়াজিরিস্তানে ৪টি অভিযান চালানো হয়েছে।

    মুখপাত্রের জারি করা প্রাথমিক বিবৃতিগুলো অনুযায়ী, গত ১২ থেকে ১৫ জুলাই পর্যন্ত মুজাহিদদের পরিচালিত অ্যাম্বুশ, অতর্কিত আক্রমণ, গেরিলা আক্রমণ, স্নাইপার হামলা এবং আইইডি বিস্ফোরণে শত্রু বাহিনীর অসংখ্য সৈন্য হতাহত হয়েছে। এরমধ্যে মুজাহিদদের ৪টি স্নাইপার ও একটি লেজার গান হামলায় পাকিস্তান সামরিক বাহিনীর অন্তত ৬ সৈন্য নিহত হয়েছে।

    এছাড়াও শত্রু বাহিনীর ১টি সামরিক ঘাঁটি ও ৬টি সামরিক পোস্ট সহ বিভিন্ন সামরিক অবস্থানে মুজাহিদদের পরিচালিত অন্য ৮টি অভিযানেও কয়েক ডজন সৈন্য হতাহত হয়েছে। এই যুদ্ধগুলোর কোনো কোনোটি আড়াই থেকে তিন ঘন্টা যাবৎ স্থায়ী হয়েছিল।


    তথ্যসূত্র:
    https://tinyurl.com/3srrhhxf
    https://tinyurl.com/msnhmx7h
    https://tinyurl.com/3793kr6r
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      আফগানিস্তান-তাজিকিস্তান বাণিজ্য বাড়ল ৩১ শতাংশ


      ২০২৫ সালের ১ম ৫ মাসে আফগানিস্তান ও তাজিকিস্তানের মধ্যে বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ৪০ মিলিয়ন ডলারে পৌঁছেছে, যা বিগত বছরের একই সময়ের তুলনায় ৩১.১ শতাংশ বেশি।

      এর মধ্যে আফগানিস্তান রপ্তানি আয় করেছে ৮ মিলিয়ন ডলার এবং আমদানি করেছে প্রায় ৩২ মিলিয়ন ডলার মূল্যের সেবা-সামগ্রী। তাজিকিস্তানের পরিসংখ্যান সংস্থা এই সংক্রান্ত হালনাগাদ তথ্য জানিয়েছে।

      আফগানিস্তান হতে রপ্তানিকৃত পণ্যসমূহের মধ্যে উল্লেখযোগ্য হল বিভিন্ন কৃষিজাত পণ্য যেমন ডুমুর, কিসমিস ও তুলা। এছাড়াও রয়েছে কার্পেট এবং মূল্যবান ও আধা-মূল্যবান পাথর। একই সাথে তাজিকিস্তান হতে আফগানিস্তান আমদানি করেছে বিদ্যুৎ, নির্মাণ সামগ্রী, সিমেন্ট, কয়লা, খনিজ সার এবং খাদ্যদ্রব্য।

      উভয় দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নেও আলোচনা চলমান রয়েছে বলে জানিয়েছেন ইমারতে ইসলামিয়ার কর্মকর্তাগণ।


      তথ্যসূত্র:
      1. Afghanistan–Tajikistan trade grows by 31 percent
      https://tinyurl.com/3mbzset8
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        সিরিয়া ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইমারতে ইসলামিয়া



        সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি প্রদান করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। এই হামলায় অন্যান্য অঞ্চলের পাশাপাশি সিরিয়ার রাজধানী দামেস্কে আক্রমণ চালানো হয়েছে।

        বিবৃতিতে জানানো হয়, এই ধরনের আগ্রাসন একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বের লঙ্ঘন, পাশাপাশি তা সমগ্র অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তোলা এবং বিশৃঙ্খলা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে একটি পদ্ধতিগত অপরাধ।

        এই আগ্রাসন মোকাবেলায় উক্ত অঞ্চলের প্রভাবশালী দেশ ও সংস্থাসমূহকে কঠোর অবস্থান গ্রহণের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে ইমারতে ইসলামিয়া সরকার, যেন অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা নিশ্চিত হয়।

        এছাড়া সিরিয়ার জনগণ ও তাদের বৈধ সরকারের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সম্মান রক্ষায় এগিয়ে আসা উচিত বলেও বিবৃতিতে তুলে ধরা হয়েছে।


        তথ্যসূত্র:
        1. Islamic Emirate Condemns Israeli Airstrikes in Syria
        https://tinyurl.com/3jpbjmwb
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          নাইজারে ‘জেএনআইএম’ মুজাহিদদের পৃথক অভিযানে অন্তত ৪৭ শত্রু সেনা নিহত



          আল-কায়েদা পশ্চিম আফ্রিকা শাখা জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) নিশ্চিত করেছে যে, দলটির মুজাহিদিনরা ২০২৫ সালের ৪ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত নাইজারে শত্রু সামরিক বাহিনীর বিরুদ্ধে অন্তত ৬টি পৃথক অভিযান পরিচালনা করছেন। এতে দেশটির জান্তা বাহিনীর অন্তত ৪৭ সেনা সদস্য নিহত এবং আরও বহু সংখ্যক সৈন্য আহত হয়েছে।

          আঞ্চলিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, জেএনআইএম মুজাহিদিনরা সম্প্রতি নাইজারে তাদের পরিচালিত প্রথম অভিযানটি পরিচালনা করেন গত ৪ জুলাই শুক্রবার সকালে। অভিযানটি নাইজারের রাজধানী নিয়ামে থেকে মাত্র ৯৫ কিলোমিটার দূরে, সামিরা শহরে একটি শত্রু সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়। ‘জেএনআইএম’ এর দৃঢ়প্রতিজ্ঞ ও সুসংগঠিত শতাধিক মুজাহিদিন সুনির্দিষ্ট লক্ষ্য এবং পরিশীলিত কৌশলের উপর ভিত্তি করে জান্তা বাহিনীর বিরুদ্ধে অভিযানটি পরিচালনা করেন। এসময় জান্তা বাহিনী ও মুজাহিদদের মধ্যে সংক্ষিপ্ত সময়ের জন্য একটি তীব্র সংঘর্ষের শুরু হয়। এতে নাইজার জান্তা বাহিনীর ৩৯ সৈন্য নিহত এবং আরও অসংখ্য সৈন্য আহত হয়।

          শত্রু বাহিনীতে হতাহতের এই তালিকা ভারী হতে শুরু করলে এক পর্যায়ে জান্তা বাহিনী তাদের জীবন রক্ষায় সামরিক ঘাঁটি ছেড়ে পালিয়ে যেতে শুরু করে। শত্রুর এই পলায়নের পর মুজাহিদিনরা সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নেন। সেই সাথে গনিমত হিসাবে জব্দ করেন ৩টি সামরিক যান এবং বিপুল সংখ্যক অস্ত্র ও সামরিক সরঞ্জাম।

          একইদিন নাইজারের টিলাবেরি রাজ্যের বোলাগোঙ্গা এলাকায় একটি সামরিক পোস্টে হামলা চালান ‘জেএনআইএম’ মুজাহিদিনরা। অভিযানে নাইজার সেনাবাহিনীর ৩ সৈন্য নিহত হয় এবং অন্যরা সামরিক পোস্ট ছেড়ে পালিয়ে যায়।

          আয-যাল্লাকার রিপোর্ট অনুযায়ী, শত্রু বাহিনীর এই পলায়নের পর মুজাহিদিনরা সামরিক পোস্ট থেকে ২টি সামরিক যান, ২টি ডিএসএইচকে, ৭টি আরপিজি, ২টি ক্লাশিনকোভ অ্যাসল্ট রাইফেল এবং অন্যান্য অস্ত্র গনিমত হিসাবে জব্দ করেন।




          শুক্রবার রাজধানী থেকে কয়েক কিলোমিটার দূরে মুজাহিদদের অভূতপূর্ব ২টি অভিযানের পর, রাত ৮:৩০ মিনিটের সময় রাষ্ট্রীয় টেলিভিশন থেকে একটি বিবৃতি সম্প্রচার করে জান্তা বাহিনী। বিভ্রান্তিকর বিবৃতিটির মাধ্যমে জান্তা বাহিনী নিজেদের পরাজয় লুকানোর জন্য ঘোষণা করে যে, শুক্রবার মুজাহিদদের পরিচালিত অভিযানে মাত্র ১০ সৈন্য নিহত এবং ১৫ সৈন্য আহত হয়েছে। এই ঘোষণাটিকে জান্তা বাহিনী এমনভাবে উপস্থাপন করছিল, যেনো এটি ‘জেএনআইএম’ এর হামলায় হতাহতের একটি ন্যূনতম সংখ্যা এবং জান্তার জন্য একটি বড় বিজয়। জান্তা বাহিনী এই ঘোষণার মাধ্যমে হতাহতের প্রকৃত সংখ্যা এবং ক্ষয়ক্ষতির তীব্রতার মাত্রা ঢেকে রাখা চেষ্টা করে।

          অতঃপর ৮ জুলাই ফের, মুজাহিদিনরা টিলাবেরি রাজ্যের সামিরা শহরে নাইজার সেনাবাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে আইইডি হামলা চালান। শত্রু বাহিনীর একটি টহল দল যখন সামিরা থেকে বুলকাবো এলাকার দিকে অগ্রসর হচ্ছিল, ঠিক তখনই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নাইজার সেনাবাহিনীর একটি সাঁজোয়া যান সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এবং যানটিতে থাকা সমস্ত সৈন্য হতাহতের শিকার হয়।

          একদিন পরে একই এলাকায় নাইজার সেনাবাহিনীর আরও একটি গাড়ি লক্ষ্য করে বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটান মুজাহিদিনরা। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় এবং শত্রু বাহিনীতে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

          এমনিভাবে গত ১৪ ও ১৫ জুলাই, নাইজারের দোসো রাজ্যে ২টি পৃথক হামলা চালান মুজাহিদিনরা। এরমধ্যে রাজ্যের ডোডো এলাকায় শত্রু বাহিনীর একটি দলের উপর অতর্কিত আক্রমণ চালান মুজাহিদিনরা। এতে নাইজার সেনাবাহিনীর ৫ সৈন্য নিহত হয়। সেই সাথে মুজাহিদিনরা ১টি রাইফেল, ১টি আরপিজি, ৫টি ক্লাশিনকোভ অ্যাসল্ট রাইফেল, ১টি পিস্তল এবং অন্যান্য সরঞ্জাম গনিমত হিসাবে জব্দ করেন।

          মুজাহিদিনরা ১৫ জুলাইয়ে তাদের পরিচালিত অভিযানটি পরিচালনা করেন রাজ্যের কর্ডো এলাকায়। মুজাহিদিনরা অতর্কিত এই অভিযানটি জান্তা বাহিনীর একটি সামরিক টহল দলকে টার্গেট করে পরিচালনা করেন। ফলশ্রুতিতে শত্রু বাহিনীতে হতাহতের ও বস্তুগত ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।


          তধ্যসূত্র:
          https://tinyurl.com/4juefp4w
          https://tinyurl.com/2xkcwfek
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            ফটো রিপোর্ট ।। ইমারতে ইসলামিয়ার ২০৩ মনসুরী কোরে প্রশিক্ষণ সম্পন্ন করল ৫০০ জন যুবক সেনা


            ইমারতে ইসলামিয়া সেনাবাহিনীর ২০৩ তম মনসুরী কোর প্রশিক্ষণ কেন্দ্রে সম্প্রতি ৫০০ জন যুবক সেনা সফলভাবে তাদের সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। ৩ মাসের এই কর্মসূচিতে সদস্যগণ সামরিক, আদর্শ ও পেশাগত বিষয়ে জ্ঞান লাভ করেছেন।

            সেনাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২০৩ মনসুরী কোরের কমান্ডার ক্বারী মুহাম্মদ ইসমাঈল রাশিখি হাফিযাহুল্লাহ। এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক গণ্যমান্য আলেম ও কর্মকর্তা-কর্মচারীগণ অনুষ্ঠানের অংশগ্রহণ করেছেন।

            কর্মকর্তাগণ তাদের বক্তব্যে বলেন, ইসলামী ব্যবস্থা ঈমান, তাকওয়া, ইলম ও ন্যায়বিচারের ভিত্তিতে প্রতিষ্ঠিত। ইসলামী ব্যবস্থার বাস্তবায়ন, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার জন্য ইসলামী চেতনা ও বিশ্বাসের সাথে সাথে সম্পূর্ণ পেশাদার সেনাবাহিনীর প্রয়োজনীয়তা অনস্বীকার্য।

            নাগরিকদের সাথে ভালো আচরণ করতে এবং অর্জিত জ্ঞান অন্যান্যদের শিক্ষা দিতে তারা যুবক সেনাসদস্যদের নসিহত করেন। সনদ প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

            সেনাসদস্যদের দক্ষতা প্রদর্শনের কয়েকটি স্থিরচিত্র:

            তথ্যসূত্র:
            1. https://tinyurl.com/42vhcbtb
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment


            • #7
              গাজায় মুজাহিদিনদের সাহসী অভিযানে দখলদার বাহিনীর সামরিক যান ধ্বংস



              গাজার বিধ্বস্ত ভূমিতে যখন ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল গণহত্যার আগুন ছড়িয়ে চলেছে, তখন প্রতিরোধের আগুনও নিভে যায়নি। পবিত্র ভূমিতে ইহুদিবাদী সন্ত্রাসীদের নির্মম আগ্রাসনের জবাবে ফিলিস্তিনের বীর মুজাহিদরা তাদের ঈমানি দৃঢ়তায় প্রতিরোধের ইতিহাস গড়ে চলেছেন। তারই ধারাবাহিকতায় গাজা সিটির পূর্ব আল-তুফাহ এলাকায় একটি সাহসিকতাপূর্ণ অভিযানে ১৭ জুলাই, বৃহস্পতিবার মুজাহিদিনরা পূর্ব-স্থাপিত একটি বিস্ফোরক ফাঁদের মাধ্যমে দখলদার বাহিনীর একটি সামরিক যান ধ্বংস করেছে।

              গাজা শহরের পূর্বাঞ্চল, বিশেষ করে আল-তুফাহ এলাকা, সম্প্রতি ইহুদিবাদী দখলদার বাহিনীর ভারী আগ্রাসনের মুখে পড়েছে। তবে মজলুমদের রক্তে রঞ্জিত এই ভূমিতে প্রতিরোধ থেমে থাকেনি। স্থানীয় সূত্রগুলো নিশ্চিত করেছে যে, ফিলিস্তিনি মুজাহিদরা পূর্ব-স্থাপিত বোমা বিস্ফোরণের মাধ্যমে একটি দখলদার সামরিক যানকে সফলভাবে ধ্বংস করেছে। এই অভিযানে গাড়িটি সম্পূর্ণরূপে ধংস হয়ে গেছে, এবং ভেতরে থাকা সৈন্যরা ব্যাপক হতাহতের শিকার হয়েছে।

              ভিডিও ফুটেজে দেখা যায়, সামরিক যানটি যখন আল-তুফাহ এলাকার একটি নির্দিষ্ট পয়েন্ট অতিক্রম করছিল, ঠিক সেই মুহূর্তেই শক্তিশালী বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ গোটা এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা যায়।

              এই ঘটনাটি ইসরায়েলি সেনাবাহিনীর মনোবলে বড় ধরনের আঘাত হানে, যারা এতদিন ধরে নিরস্ত্র শিশু, নারী ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে বোমা বর্ষণ করে আসছিল। তাদের অহংকার যে গাজার পবিত্র ভূমিতে চূর্ণ হচ্ছে, তা এই অভিযানে আবারও প্রমাণিত হলো।

              ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সাম্রাজ্যবাদীদের সহায়তায় ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে যাচ্ছে। অথচ, পশ্চিমা গণমাধ্যমগুলো এ বর্বরতাকে নির্লজ্জভাবে “আত্মরক্ষা” বলে আখ্যায়িত করছে। একদিকে যখন পশ্চিমা দুনিয়া ইউক্রেনে একটি মিসাইল হামলায় ‘মানবাধিকার লঙ্ঘনের’ প্রশ্ন তোলে, সেখানে গাজার হাজার হাজার শিশুর দাফনের দৃশ্য তাদের বিবেক নাড়া দেয় না।


              তথ্যসূত্র:
              1. Al-Quds Brigades” ambushed idf Armored Vehicles in Al-Tuffah, #Gaza.
              https://tinyurl.com/y3xjvyxw
              নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

              Comment


              • #8
                একদিনে বুরকিনান জান্তা বাহিনীর ৫টি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছেন ‘জেএনআইএম’ মুজাহিদিনরা


                পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে জোরদার সামরিক অপারেশন পরিচালনা করছেন আল-কায়দা সংশ্লিষ্ট জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) মুজাহিদিনরা। সেই ধারাবাহিকতায় দলটির মুজাহিদিনরা বৃহস্পতিবার দেশের ৩টি রাজ্যে অর্ধডজন সামরিক অপারেশন পরিচালনা করেছেন।

                আয-যাল্লাকার রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার ১৭ জুলাই, বুরকিনা ফাসোর কায়া, দেদুগু এবং উয়াহিগুয়া রাজ্যে ৫টি পৃথক অপারেশন পরিচালনা করেছেন মুজাহিদিনরা। এরমধ্যে প্রথম ৩টি অভিযান চালানো হয় উয়াহিগুয়া রাজ্যের ল্যাঙ্গুয়ে অঞ্চলে। অভিযানগুলো বৃহস্পতিবার বিকালে উক্ত অঞ্চলের ৩টি এলাকায় জান্তা বাহিনীর ৩টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে একযোগে চালানো হয়।

                স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘জেএনআইএম’ এর শতাধিক মুজাহিদ ভারী ও মাঝারি অস্ত্র নিয়ে এই যুদ্ধগুলোতে অংশ নেন। তারা মোটরসাইকেল ও কয়েকটি সাঁজোয়া গাড়ি নিয়ে সামরিক ঘাঁটিগুলোর দিকে অগ্রসর হন। এসময় লক্ষ্যবস্তু সামরিক ঘাঁটিগুলোতে থাকা জান্তা বাহিনী ও মুজাহিদদের মধ্যে ভারী লড়াইয়ের সূচনা হয় এবং তা সন্ধ্যার আগ পর্যন্ত চলতে থাকে। তীব্র এই লড়াইয়ে ৩টি শত্রু অবস্থানে মুজাহিদদের হামলায় অনেক জান্তা সদস্য হতাহত হয়, ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে থাকলে জান্তা বাহিনীর সামরিক ঘাঁটিগুলো ছেড়ে পালাতে শুরু করে।

                বুরকিনান জান্তা বাহিনীর এই পলায়নের পর মুজাহিদিনরা লক্ষ্যবস্তু ৩টি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন। বিজিত এসকল সামরিক ঘাঁটি থেকে মুজাহিদিনরা অসংখ্য অস্ত্র ও সামরিক সরঞ্জাম গনিমত লাভ করেন।

                এদিন সন্ধ্যায় মুজাহিদিনরা কিয়া রাজ্যের বাগাসালোগো এবং দেদুগু রাজ্যের টোয়েনিতে আরও দুটি সামরিক অপারেশন পরিচালনা করেন। অভিযানগুলো উপরোক্ত এলাকাগুলোতে অবস্থিত জান্তা বাহিনীর ২টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়। এসময় মুজাহিদিনরা সংক্ষিপ্ত লড়াই শেষে সামরিক ঘাঁটিগুলোর নিয়ন্ত্রণ নেন এবং এসকল স্থান থেকে প্রচুর পরিমাণে গনিমত লাভ করেন।


                তথ্যসূত্র:
                https://tinyurl.com/4juefp4w
                নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                Comment

                Working...
                X