ভিডিও || আফগানিস্তানে প্রথমবারের মতো স্থানীয়ভাবে তৈরি বাসের উদ্বোধন

আফগানিস্তানে প্রথমবারের মতো স্থানীয়ভাবে নির্মিত একটি বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দেশটির ন্যাশনাল ডেভেলপমেন্ট কোম্পানি বাসটি তৈরি করেছে। গত ২১ জুলাই আফগান গণমাধ্যম হুররিয়াত রেডিও এই তথ্য জানিয়েছে।
জানা যায়, ন্যাশনাল ডেভেলপমেন্ট কোম্পানি সম্প্রতি একটি বহুমুখী ফ্যাক্টরি কমপ্লেক্স চালু করেছে, যেখানে প্রায় ১০৫ প্রকারের পণ্য উৎপাদন ও সরবরাহ করা হবে।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, কৃষি যন্ত্রপাতি ছাড়াও এ কারখানায় ফসল শুকানোর যন্ত্রসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্য উৎপাদন করা হবে। এসব পণ্য দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও রপ্তানির পরিকল্পনা রয়েছে। বিশেষ করে ফসল শুকানোর যন্ত্র বিদেশে কম দামে রপ্তানি করার সক্ষমতা অর্জনের কথা জানিয়েছে কোম্পানিটি।

ভিডিওটি আর্কাইভ থেকে দেখুন:
লিংক: https://archive.org/details/made-in-...tan-21-07-2025
তথ্যসূত্র:
1. افغانستان تازه تولید کړی ملي بس موټر!
– https://tinyurl.com/4a849wyn
2. د تولیدي فابریکو کمپلېکس پرانېستل شو
– https://tinyurl.com/4ddpr35z
Comment