Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ || ২৭ মুহাররম, ১৪৪৭ হিজরী || ২৩ জুলাই, ২০২৫ ঈসায়ী​​

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ || ২৭ মুহাররম, ১৪৪৭ হিজরী || ২৩ জুলাই, ২০২৫ ঈসায়ী​​

    আফগানিস্তানে ৭,৭০০টি মৎস্য খামার প্রতিষ্ঠার উদ্যোগ, পূরণ হবে ৯০% চাহিদা


    আফগানিস্তানে মৎস্য খাতের উন্নয়নের লক্ষ্যে একটি পরিকল্পনা অনুমোদনের ঘোষণা জানিয়েছে ইমারতে ইসলামিয়ার অর্থনীতি বিষয়ক উপপ্রধানমন্ত্রী’র কার্যালয়। অর্থনৈতিক কমিশনের কারিগরি কমিটির নিয়মিত অধিবেশনে এই ঘোষণা জানানো হয়েছে।

    এই পরিকল্পনা অনুযায়ী, দেশব্যাপী ৭ হাজার ৭০০টি মৎস্য খামার প্রতিষ্ঠা করার উদ্যোগ নেয়া হয়েছে, যা দেশটিতে মাছের চাহিদা ৯০ শতাংশ পর্যন্তু পূরণ করবে। এর ফলে ৩ লক্ষ লোকের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

    এছাড়া দেশে কৃষি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নের নানাবিধ কৌশল নিয়ে উক্ত অধিবেশনে আলোচনা উপস্থাপিত হয়েছে।


    তথ্যসূত্র:
    1. 7700 Fish Farms being Established in Afghanistan
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    আফগান পুলিশে যোগ দিলেন আরও ৩৪৭ নবীন কর্মকর্তা


    আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশের একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র থেকে ৩৪৭ জন পুলিশ কর্মকর্তা প্রশিক্ষণ শেষ করেছেন। তারা এখন নিয়মিত বাহিনীতে যুক্ত হয়েছেন।

    গত ২২ জুলাই আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রতিবেদনে জানায়, প্রশিক্ষণকালে কর্মকর্তাদের আদর্শিক, পেশাদার ও নিরাপত্তাবিষয়ক বিভিন্ন বিষয়ের ওপর দীক্ষা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, স্নাতক হওয়া কর্মকর্তারা ইসলামি মূল্যবোধ, জনগণের প্রতি দায়বদ্ধতা এবং পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করবেন।

    স্নাতক সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারা নবীন পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তারা যেন আইনশৃঙ্খলা রক্ষা, জনগণের সেবায় নৈতিক আদর্শের আলোকে দায়িত্ব পালন করেন।

    তথ্যসূত্র:
    1. Over 340 Police Officers Graduate from Nangarhar Police Training Center
    https://tinyurl.com/wsvxcknu
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      আফগান স্বরাষ্ট্র মন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন উজবেকিস্তানের গোয়েন্দা প্রধান


      ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি হাফিযাহুল্লাহ ও প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মুহাম্মদ ইয়াকুব মুজাহিদ হাফিযাহুল্লার সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন উজবেকিস্তানের গোয়েন্দা প্রধান জেনারেল কোরবুনভ বাখোদির।

      গত ২২ জুলাই কাবুলে পৃথক পৃথক স্থানে বৈঠক দুটি অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের সম্প্রসারণ এবং উভয় দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা ধারাবাহিকতা ও জোরদারকরণের ওপর বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে উভয় পক্ষই নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন এবং সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন।

      এছাড়া, বৈঠকে প্রাকৃতিক এবং কৃত্রিম মাদকদ্রব্যের উৎপাদন এবং চাষ বন্ধ করার বিষয়ে আলোচনা হয়েছে। দুই দেশের শীর্ষ নেতারা মাদকব্যবসা রোধে একযোগভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

      এ সময় উজবেক গোয়েন্দা সংস্থার প্রধান আফগানিস্তানে উজবেকিস্তানের অর্থনৈতিক প্রকল্পগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রী হাক্কানি হাফিযাহুল্লাহকে ধন্যবাদ জানান। এছাড়া, উভয় পক্ষই নিজেদের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করার ব্যাপারে প্রতিশ্রুতি জানিয়েছেন।


      তথ্যসূত্র:
      1. Acting Minister of National Defense Meets with Uzbekistan’s Delegation
      https://tinyurl.com/yrmc94j3
      2. خلیفه سراج الدین حقاني د ازبکستان ملي امنیت له رئیس سره کتلي
      https://tinyurl.com/yhdxds3v
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        আফগান সীমান্ত পুরোপুরি নিরাপদ ও তদারকিতে রয়েছে: তালিবান সেনা প্রধান



        বিগত বছরে আফগান সীমান্ত ও বিতর্কিত ডুরাণ্ড লাইনে ১৫টি ব্রিগেড, ৩টি ব্যাটালিয়ন এবং ৭৬৫টি সীমান্ত পোস্ট স্থাপন করেছে ইমারতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। সংবাদ মাধ্যমে মন্ত্রণালয়ের গত এক বছরের অর্জিত সাফল্য উপস্থাপনের সময় এই তথ্য জানিয়েছেন তালিবান সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ ক্বারি ফাসিহউদ্দিন ফিতরাত হাফিযাহুল্লাহ।

        যে কোনও আগ্রাসন ও সম্ভাব্য হুমকি মোকাবেলায় তালিবান সেনাবাহিনীর প্রস্তুতি ও বীরত্বের তিনি প্রশংসা করেছেন। এছাড়া দেশের আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করা হলে এর দৃঢ় প্রতিক্রিয়া জানানোর ব্যাপারে তিনি প্রতিশ্রুতি জানিয়েছেন।

        সীমান্ত এলাকায়, বিশেষত কাল্পনিক ডুরান্ড লাইনের নিকটবর্তী চেকপয়েন্টসমূহে গমন সহজতর করতে ২০২৪ সালে ৩৪০ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে। সীমান্ত কার্যকরভাবে রক্ষায় সজ্জিত ১ লক্ষ ৫০ হাজার থেকে ২ লক্ষ সেনাকর্মী রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

        তিনি আরও জানান, বিগত বছরে ৮টি হেলিকপ্টার, ৪১ হাজার ৬৮৪টি যানবাহন, ৬ হাজার ৪৮০টি হালকা ও ভারী আগ্নেয়াস্ত্র এবং ৭২৪টি কমিউনিকেশন রেডিও সংস্কার ও প্রস্তুত করেছেন তালিবান বাহিনীর টেকনিক্যাল সদস্যগণ।


        তথ্যসূত্র:
        1. Our borders are fully secured and monitored
        https://tinyurl.com/4hdtbd7t
        2. National wealth taken to neighboring countries belong to Afghanistan
        https://tinyurl.com/3na2en9e
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          আফগানিস্তানে মূল্যতালিকা লঙ্ঘনের অভিযোগে আটটি কারখানা বন্ধ করল প্রশাসন


          আফগানিস্তানের বলখ প্রদেশের রাজধানী মাজার-ই-শরীফে বরফ উৎপাদনকারী আটটি কারখানা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, সরকার নির্ধারিত মূল্যতালিকা অমান্যের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

          গত ২২ জুলাই মাজার ই শরিফ পৌরসভার এক মুখপাত্র জানান, বাজার তদারকির সময় বরফ উৎপাদনকারী কারখানাগুলোর অনিয়ম ধরা পড়ে। এরপর পৌরসভার বাজার ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে এই আটটি কারখানা বন্ধ করে দেন।

          পৌরসভার কর্মকর্তারা আরও বলেন, এ সকল কারখানার মালিকদের পূর্বেও একাধিকবার নির্ধারিত মূল্যতালিকা অনুসরণের বিষয়ে সতর্ক করা হয়েছিল। তবে তারা তা মানেননি, ফলে নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

          তিনি জানান, মূল্যতালিকা বাস্তবায়ন নিশ্চিত করতে এবং ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ বজায় রাখতে পৌরসভা নিয়মিত বাজার মনিটরিং করে থাকে। খাদ্য এবং অন্যান্য দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে সময়ে সময়ে সরকারি তালিকা হালনাগাদ করে হাটবাজারে বিতরণ করা হয়। ব্যবসায়ীদের প্রতি এ তালিকা অনুসরণের নির্দেশনা রয়েছে।

          স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বরফের চাহিদা গরমে বেড়ে যায়, তাই কিছু উৎপাদক অতিরিক্ত লাভের আশায় মূল্যের তালিকা উপেক্ষা করেন। তবে পৌরসভার কঠোর নজরদারিতে এমন অনিয়ম নিয়ন্ত্রণে আসবে বলে তারা আশাবাদী।


          তথ্যসূত্র:
          1. بلخ کې د يخ اته تولیدي کارخونې وتړل شوې
          https://tinyurl.com/465s8ust
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            হযরত আব্দুল্লাহ বিন মাসউদ ট্রেনিং সেন্টার হতে প্রশিক্ষণ লাভ করেছেন ১০ হাজারের অধিক সেনাসদস্য


            বিগত বছরব্যাপী হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাযিয়াল্লাহু আনহু যৌথ সামরিক ট্রেনিং সেন্টার হতে ১০ হাজারের অধিক সেনাসদস্য প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

            সরকারি মিডিয়া ও তথ্যকেন্দ্রে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তথ্যসমূহ তুলে ধরেন তালিবান সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মুহাম্মদ ফাসিহউদ্দিন ফিতরাত হাফিযাহুল্লাহ। তিনি আরও জানান, ২৩ হাজারের অধিক সেনা কেন্দ্রীয় ও আঞ্চলিক ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ লাভ করেছেন।

            এছাড়া বিগত বছরে বিমান বাহিনীর ১,২৪৪ জন কর্মী বিশেষায়িত কোর্স থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। পাশাপাশি ৮টি হেলিকপ্টার সফলভাবে মেরামত করেছে বিমান বাহিনী।

            অপরদিকে চলতি বছরের মূল পরিকল্পনাসমূহের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে নিরাপত্তা অভিযান পরিচালনা, তালিবান বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং কৌশলগত অভিযান পরিকল্পনা বাস্তবায়ন।

            তথ্যসূত্র:
            1. https://tinyurl.com/4dczr4uv
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment


            • #7
              বিগত বছরব্যাপী হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাযিয়াল্লাহু আনহু যৌথ সামরিক ট্রেনিং সেন্টার হতে ১০ হাজারের অধিক সেনাসদস্য প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
              মাশাআল্লাহ, আল্লাহ্‌ তাআলা ইমারতে ইসলামিয়াকে শক্তিশালী করুন, আমীন
              বছর ফুরিয়ে যাবে এতো রিসোর্স আছে https://gazwah.net সাইটে

              Comment

              Working...
              X