পাকিস্তানে ব্রিগেডিয়ারের সদর দপ্তর লক্ষ্য করে ইত্তেহাদুল মুজাহিদিনের সফল ড্রোন হামলা

ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তানের (আইএমপি) মুজাহিদিনরা দেশটির বান্নু ক্যান্টনমেন্টে ব্রিগেডিয়ার নাভিদ আহমেদ মুখতারের সদর দপ্তর লক্ষ্য করে একটি সফল ড্রোন হামলা চালিয়েছে। এতে বহু সংখ্যক শত্রু সৈন্য হতাহত হয়েছে।
আইএমপি মুখপাত্র মাহমুদুল হাসান হাফিযাহুল্লাহ এক বিবৃতিতে জানান, গত ২১ জুলাই ২০২৫ তারিখ সোমবার, মুজাহিদিনরা বান্নু ক্যান্টনমেন্টে অবস্থিত ব্রিগেডিয়ার সদর দপ্তর লক্ষ্য করে অত্যন্ত সুসংগঠিত এবং গোয়েন্দা তথ্য-ভিত্তিক একটি সফল ড্রোন হামলা চালিয়েছেন।
মুজাহিদিনরা পরিকল্পনা অনুযায়ী, ব্রিগেডিয়ার নাভিদকে প্রথমে তার বাসার সামনে একটি মাঠে টার্গেট করার চেষ্টা করেন, যেখানে তুলনামূলকভাবে তাকে লক্ষ্যবস্তু করা অনেকটা সহজ ছিলো। কিন্তু সেখানে শিশুদের উপস্থিতির কারণে মুজাহিদিনরা আক্রমণ করা থেকে বিরত থাকেন। পরে মুজাহিদিনরা নাভিদকে তার বাড়ির কাছে লক্ষ্যবস্তু করার চেষ্টা করেন, কিন্তু জায়গাটি আবাসিক এলাকা হওয়ায় এবং ঘটনাস্থলে তার পরিবারের সদস্যদের উপস্থিতির ফলে মানবিক কারণে এবারও মুজাহিদিনরা হামলা করা থেকে এড়িয়ে যান।
সর্বশেষ এই জালিম ব্রিগেডিয়ারকে মুজাহিদিনরা আবাসিক এলাকা এবং তার পরিবারের সদস্যদের উপস্থিতির স্থান থেকে দূরে কোথাও লক্ষ্যবস্তু করার সিদ্ধান্ত নেন। এই লক্ষ্য মুজাহিদিনরা বিশেষ পরিকল্পনা অনুযায়ী, নাভিদকে তার অফিসের সামনে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেন।
হামলাটি এমন সময় চালানো হয়, যখন সে বিকাল ৪:৫০ মিনিটের সময় তার দেহরক্ষীদের নিয়ে গাড়িতে চড়ে অফিস থেকে বাড়ির উদ্দেশ্যে বের হচ্ছিল, আর তখনই মুজাহিদিনরা ড্রোন থেকে তার গাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটান। ফলশ্রুতিতে তার বেশ কয়েকজন দেহরক্ষী নিহত এবং আহত হয়।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/2u4nrffc
Comment