Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ || ০৪ সফর, ১৪৪৭ হিজরী || ৩০ জুলাই, ২০২৫ ঈসায়ী​​

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ || ০৪ সফর, ১৪৪৭ হিজরী || ৩০ জুলাই, ২০২৫ ঈসায়ী​​

    বিগত অর্থবছরে ইমারতে ইসলামিয়ার রপ্তানি উপার্জন ১৭০ কোটি মার্কিন ডলার


    বিগত বছরব্যাপী প্রায় ১৭০ কোটি মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। রপ্তানিকৃত প্রধান প্রধান পণ্য সমূহের মধ্যে রয়েছে শুকনো ডুমুর, তুলা, কিসমিস, হিং ও কয়লা। এই সকল পণ্য রপ্তানি করে মোট রপ্তানির ৪১ শতাংশ আয় হয়েছে।

    কর্মকর্তাগণ জানান, অধিকাংশ রপ্তানি পাকিস্তান, ভারত, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান ও ইরানে পাঠানো হয়েছে। সর্বমোট রপ্তানির ৮৯ শতাংশ এই দেশগুলোতে পরিচালিত হয়েছে।

    উল্লেখ্য যে, একই সময়ের মধ্যে ইমারতে ইসলামিয়ার আমদানি ব্যয়ের পরিমাণ ছিল ১১৭০ কোটি মার্কিন ডলার।


    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/skvn8xcc
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    আফগানিস্তানে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের শান্তিপূর্ণ সমাধান করলো ইমারতে ইসলামিয়া



    আফগানিস্তানের দাইকন্দি প্রদেশের খোদির জেলার একটি গ্রামে দুই পরিবারের মধ্যে চলমান জমি সংক্রান্ত দীর্ঘস্থায়ী বিরোধ অবশেষে শান্তিপূর্ণভাবে সমাধান করেছে ইমারতে ইসলামিয়া প্রশাসন।

    গত ২৯ জুলাই ইমারতে ইসলামিয়া প্রশাসন এক প্রতিবেদনে জানায়, গত সপ্তাহে উক্ত অঞ্চলের ‘আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার’ (ভাল কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ) বিভাগের কর্মকর্তারা উভয় পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে বিষয়টি নিয়ে আলোচনা করেন। এ সময় স্থানীয় ধর্মীয় কর্মকর্তারা (মোতাসিব) এবং এলাকার প্রবীণ নেতাদের সহায়তায় দুই পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের একটি শান্তি চুক্তি সম্পাদিত হয়।

    এই বৈঠকে মোতাসিবরা শান্তির গুরুত্ব এবং শত্রুতার ক্ষতিকর প্রভাব নিয়ে উপদেশ প্রদান করেন। তারা রাসূল (ﷺ) এর নির্দেশনা অনুসারে দুই পক্ষকে ভ্রাতৃত্ব এবং ঐক্যের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘মুসলিমদের মধ্যে ঘৃণা ও বৈরিতা সমাজের উন্নতি এবং শান্তি ধ্বংস করে ফেলে।’

    এছাড়া ‘আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার’ বিভাগের কর্মকর্তারা দাইকন্দি প্রদেশের বাসিন্দাদের, বিশেষ করে সংঘাতের পক্ষগুলোর প্রতি উপদেশ দেন, যেন তারা নিজেদের মধ্যে শত্রুতা পরিহার করে, ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে একত্রে শান্তিপূর্ণভাবে বসবাস করেন এবং একে অপরকে ভালো কাজের প্রচার ও খারাপ কাজের বিরোধিতা করতে সহায়তা করেন।

    এই সময় দীর্ঘদিনের বিরোধের শান্তিপূর্ণ সমাধান হওয়ায় উল্লাসিত দুই পরিবারের নেতারা জানান, এই চুক্তি তাদের জন্য নতুন আশার সঞ্চার করেছে। তারা মনে করেন যে, এই শান্তি চুক্তি খোদির জেলার জন্য স্থিতিশীলতা এবং সহাবস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে।


    তথ্যসূত্র:
    1. اختلاف بزرگ میان دو خانواده بر سر زمین در ولایت دایکندی با رضایت طرفین حل و فصل گردید
    https://tinyurl.com/w5mjkpu8
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      পাকিস্তান কারাগার থেকে মুক্তি পেল ৪৬০ আফগান শরনার্থী, দুর্ব্যবহারের অভিযোগ




      গত সপ্তাহে পাকিস্তান কারাগার থেকে ৪৬০ জন আফগান শরনার্থীকে মুক্তি দেওয়া হয়েছে, এবং মুক্তির পর পাক প্রশাসন তাদের ইমারতে ইসলামিয়ার কাছে হস্তান্তর করেছে। এই বন্দীদের বেশিরভাগই পাকিস্তানের বিভিন্ন শহর থেকে গ্রেফতার হয়েছিলেন এবং ৫ দিন থেকে এক বছর পর্যন্ত পাকিস্তানি কারাগারে বন্দী ছিলেন।

      ইমারতে ইসলামিয়ার এক কর্মকর্তা জানান, মুক্তি পাওয়া বন্দীদের মধ্যে অনেক নারী ও শিশু ছিল, এবং তাদের অধিকাংশের কাছে বৈধ বসবাসের কাগজপত্রও ছিল। এছাড়া বন্দীদের মধ্যে কিছু ব্যক্তি পাকিস্তানি পুলিশের দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন।

      পাকিস্তান থেকে মুক্তি পাওয়া বন্দীদের মধ্যে মুহাম্মদ ইয়াসিন নামে একজন বলেন, ‘আমার কাছে একটি পিওআর কার্ড ছিল। তারা তা নিয়ে নেয় এবং বলে যে এটি ফেরত দেবে। কিন্তু আমাকে তিন রাত আটকে রাখার পর আঙুলের ছাপ নেওয়া হয় এবং তারপর নির্বাসিত করা হয়।’

      আরেক বন্দী তাজউদ্দিন জানান, ‘তারা আমাকে থানায় নিয়ে যায়। আমি সেখানে পাঁচ দিন ছিলাম, তারপর ছয় দিন হাজি ক্যাম্পে কাটিয়েছিলাম। সেখানে খুব একটা খাবার ছিল না, যদি তারা সকালে নাস্তা দিত, তাহলে দুপুরের খাবার ছিল না; যদি দুপুরের খাবার থাকত, তাহলে রাতের খাবারের জন্য কিছুই ছিল না।’

      এছাড়া, কুনার প্রদেশের বাসিন্দা জিয়াবত গুল জানান, ‘আমি নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলাম, তখন পাকিস্তানি পুলিশ আমাকে গ্রেফতার করে এবং আমার নগদ টাকা ছিনিয়ে নেয়। আমি তিন দিন একটি ক্যাম্পে ছিলাম, তারপর তোরখাম ক্রসিং দিয়ে আফগানিস্তানে ফিরে আসি।’

      এদিকে, এই মাসে পাকিস্তান ও ইরান থেকে আফগান অভিবাসীদের বহিষ্কারের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। ইসলাম কালা এবং তোরখাম ক্রসিং দিয়ে প্রতিদিন হাজার হাজার আফগানকে ফেরত পাঠানো হচ্ছে।


      তথ্যসূত্র:
      1. Pakistan Deports 460 Afghan Detainees in One Week
      https://tinyurl.com/3npj2h74
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        এক বছরে ২০০টিরও বেশি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে ইমারতে ইসলামিয়া কর্তৃপক্ষ



        আফগানিস্তানে গত এক বছরে ২০০টিরও বেশি প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করেছে ইমারতে ইসলামিয়া কর্তৃপক্ষ। এইসব প্রকল্পের মধ্যে রাস্তা, সেতু, টানেল এবং রেলপথের উন্নয়ন অন্তর্ভুক্ত ছিল।

        সম্প্রতি, দেশটির গণপূর্ত মন্ত্রণালয়ের বার্ষিক সাফল্য উপস্থাপনায় জানানো হয় যে, তাদের আওতায় বাস্তবায়িত প্রকল্পগুলির মধ্যে রয়েছে রাস্তা ও রেলপথ সম্পর্কিত ৫০টি প্রকল্প, রাস্তা নিরাপত্তার জন্য ১৬টি প্রকল্প, মসজিদ নির্মাণের জন্য ১৪টি প্রকল্প, এবং রাস্তা ও রেলপথের রক্ষণাবেক্ষণ ও সংস্কারের জন্য ৫০টি প্রকল্প। এইসব প্রকল্পের মাধ্যমে লাখ লাখ মানুষ উপকৃত হয়েছেন।

        গণপূর্ত মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ আশরাফ হকসেনাস হাফিযাহুল্লাহ জানান, গত বছরে তারা রাস্তা নির্মাণ, ট্রাফিক সাইন স্থাপন, রেলওয়ে উন্নয়ন এবং মসজিদ নির্মাণের জন্য ২০০টিরও বেশি প্রকল্পের জন্য চুক্তি স্বাক্ষর করেছে। বিশেষকরে রেলপথ খাতে আফগানিস্তানের সঙ্গে আফগানট্রান্স প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা চুক্তি স্বাক্ষর, আকিনা-আন্দখয় রুটের পুনর্বাসন, এবং হাইরতান-মাজার-ই-শরিফ রেললাইন পুনর্নির্মাণ প্রকল্প।

        এছাড়াও তোরঘুন্ডি-হেরাত রেলপথ প্রকল্পের জন্য ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ চূড়ান্ত করা হয়েছে। রাস্তা ও সেতু নির্মাণের ক্ষেত্রে, ১,০০০ কিলোমিটার রাস্তার সম্ভাব্যতা জরিপ এবং ১৭টি সেতুর নকশা চূড়ান্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে ৮০ কিলোমিটার সালাং মহাসড়ক এবং ৪৮০ কিলোমিটার কাবুল-কান্দাহার মহাসড়ক পুনর্বাসন কাজ।

        মন্ত্রণালয়ের জরিপ ও নকশা পরিচালক মুহাম্মদ রহিম সালেহজাই হাফিযাহুল্লাহ জানান, বর্তমানে ১,৩৯৫ কিলোমিটার রাস্তার জরিপের ৬৬% কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি ধাপগুলো চলমান রয়েছে।

        তথ্যসূত্র:
        1. MoPW: 200+ Projects Implemented in Past Year
        https://tinyurl.com/2xc44c5x
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          বুরকিনা ফাসোর পিবাওরি এলাকার কেন্দ্রস্থলে প্রবেশ করেছেন মুজাহিদিনরা



          আল-কায়েদা সংশ্লিষ্ট ‘জেএনআইএম’ মুজাহিদিনরা বুরকিনা ফাসোর কিয়া রাজ্যে একইদিনে দুটি শত্রু সামরিক অবস্থানের নিয়ন্ত্রণ নিয়েছেন বলে জানা যায়। এসময় মুজাহিদদের হামলায় বেশ কিছু শত্রু সৈন্য হতাহত হয়েছে।

          আয-যাল্লাকা মিডিয়ার সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই রবিবার ভোরে, মুজাহিদিনরা বুরকিনা ফাসোর কিয়া রাজ্যের পিবাওরি এলাকায় অবস্থিত জান্তা বাহিনীর একটি সামরিক অবস্থানে অতর্কিত আক্রমণ চালিয়েছেন। ফলে ঘটনাস্থলে জান্তা বাহিনী ও মুজাহিদদের মধ্যে একটি সংক্ষিপ্ত লড়াই শুরু হয়। এসময় মুজাহিদদের তীব্র আক্রমণে অন্তত ৩ জান্তা সদস্য নিহত হয় এবং অন্যরা ভয়ে সামরিক অবস্থান ছেড়ে পালাতে শুরু করে।

          মুজাহিদিনরা পলায়নপর শত্রুর এই দলটিকে পিবাওরি এলাকার শেষ সীমন্ত পর্যন্ত তাড়া করেন। শত্রু বাহিনীতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও পলায়নের পর মুজাহিদিনরা সামরিক অবস্থানের নিয়ন্ত্রণ নেন। সেই সাথে পিবাওরি এলাকার কেন্দ্রস্থল ও গোলচত্বর থেকে জান্তা সমর্থিত সরকারি পতাকা নামিয়ে ফেলেন।

          একই দিন সন্ধ্যায়, রাজ্যটির ফনসা গ্রামে জান্তা বাহিনীর আরও একটি সামরিক অবস্থানে আক্রমণ চালান মুজাহিদিনরা। এতে আরও কতক জান্তা সদস্য হতাহত হয় এবং অন্য সৈন্যরা জীবন বাঁচাতে পালিয়ে যায়। জান্তা বাহিনীর এই পলায়নের পর মুজাহিদিনরা সামরিক অবস্থানটির নিয়ন্ত্রণ নেন।

          উভয় এলাকায় অভিযান শেষে মুজাহিদিনরা শত্রু অবস্থান থেকে বেশ কিছু অস্ত্র এবং অসংখ্য সামরিক সরঞ্জাম গনিমত হিসাবে অর্জন করেছেন। এসবের মধ্যে রয়েছে ৪টি রাইফেল, ১টি আরপিজি, ৭টি ক্লাশিনকোভ, ১টি পিস্তল, ২টি মোটরসাইকেল এবং বিভিন্ন ধরণের অন্যান্য অস্ত্র সহ অসংখ্য গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম।


          তথ্যসূত্র:
          https://tinyurl.com/57v49s53
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            ইমারতে ইসলামিয়ায় বিগত ১ বছরে ৬১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সংশ্লিষ্ট চুক্তি স্বাক্ষর করেছে



            বিগত ১ বছরে সর্বমোট ৬১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদ করতে চুক্তি স্বাক্ষর করেছে ইমারতে ইসলামিয়া প্রশাসন। চুক্তিসমূহের সর্বমোট মূল্য ৫৯ কোটি ১৬ লক্ষ মার্কিন ডলার। এছাড়া ২০০০ কোটি আফগানি অর্থায়ন আকৃষ্ট করেছে ইমারতে ইসলামিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহের পরিচালনা বিভাগ।

            বিভাগটির সাধারণ পরিচালক মৌলভী আহমাদ জান বিলাল হাফিযাহুল্লাহ বলেন, বিগত ১ বছরে সরকারি বাজেটের মধ্যে ৮৪০ কোটি আফগানি অবদান রেখেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। এই সময়ের মধ্যে ২৭৭ কোটি আফগানি অর্থের দাবি নিষ্পত্তি করা হয়েছে, একই সাথে ৬১ কোটি ১০ লক্ষ আফগানি ঋণ প্রদান করেছে এই বিভাগ।

            বার্ষিক কর্মসম্পাদন প্রতিবেদন উপস্থাপনের সময় তথ্যসমূহ জানান ইমারতে ইসলামিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহের পরিচালনা বিভাগের কর্মকর্তাগণ।

            এছাড়া সিএএসএ-১০০০ প্রকল্পে অর্থায়নে বিশ্বব্যাংকের সাথে চুক্তি, তুরগন্দি-হেরাত ২২০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন প্রকল্পের সমাপ্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ চুক্তির বিষয়ে কর্মকর্তাগণ আলোকপাত করেছেন।


            তথ্যসূত্র:
            1. 619 MW of power generation contracts signed last year
            https://tinyurl.com/5n8bxpdn
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment


            • #7
              নাইজার || রাজধানী নিয়ামির নিকটতম জান্তার সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে জেএনআইএম


              পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে জান্তা বাহিনীর একটি সামরিক অবস্থানের নিয়ন্ত্রণ নিয়েছেন ‘জেএনআইএম’ মুজাহিদিনরা।

              আয-যাল্লাকা মিডিয়ার তথ্যমতে, গত ২৮ জুলাই সোমবার সকালে, জেএনআইএম মুজাহিদিনরা নাইজারের টিলাবেরি রাজ্যে একটি অতর্কিত আক্রমণ চালিয়েছেন। দেশটির রাজধানী নিয়ামি থেকে মাত্র ৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত নামারো গ্রামে হামলাটি চালানো হয়। এই অভিযানে অংশগ্রহণকারী মুজাহিদিনরা মোটরসাইকেলে চড়ে মাঝারি ও হালকা অস্ত্র ব্যবহার করে উক্ত এলাকায় অবস্থিত জান্তা বাহিনীর একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালান। এতে জান্তা বাহিনীতে হতাহতের ঘটনা ঘটতে থাকলে অন্য সৈন্যরা জীবন বাঁচাতে সামরিক ঘাঁটি ছেড়ে পালিয়ে যায়।

              শত্রু সৈন্যদের এই পলায়নের পর মুজাহিদিনরা সংক্ষিপ্তভাবে সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নেন। এসময় মুজাহিদিনরা ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্র ও সামরিক সরঞ্জাম গনিমত হিসাবে জব্দ করেন।


              তথ্যসূত্র:
              https://tinyurl.com/3v9srx4d
              নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

              Comment


              • #8
                পাকিস্তানের ২টি অঞ্চলে ইত্তেহাদুল মুজাহিদিন ও পাকিস্তান জালিম বাহিনীর মধ্যে তীব্র লড়াই


                পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান ও ওরাকজাই এজেন্সিতে ইত্তেহাদুল মুজাহিদিন (আইএমপি) ও দেশটির জালিম সামরিক বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শত্রু বাহিনীতে হতাহতের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

                আইএমপি মুখপাত্র মাহমুদুল হাসান (হাফিযাহুল্লাহ) কর্তৃক জারি এক বিবৃতি থেকে জানা যায়, দলটির মুজাহিদিনরা গত ২৮ জুলাই সোমবার রাতে পাকিস্তান সামরিক বাহিনীর বিরুদ্ধে ২টি অভিযান পরিচালনা করছেন। এদিন রাতে মুজাহিদিনরা তাদের প্রথম অভিযানটি পরিচালনা করেন ওরাকজাই এজেন্সির মামোজো এলাকায়, এই এলাকায় অবস্থিত শত্রু বাহিনীর একটি সামরিক পোস্ট লক্ষ্য করে মুজাহিদিনরা লেজার গান ব্যবহার করে আক্রমণটি পরিচালনা করেন। এতে পাকিস্তানের জালিম সেনাবাহিনীর এক সৈন্য নিহত হয়।

                মুজাহিদিনরা তাদের দ্বিতীয় অভিযানটি পরিচালনা করেন, উত্তর ওয়াজিরিস্তানের দোসলি এলাকায়। মুজাহিদিনরা এই এলাকায় অবস্থিত পাকিস্তান বাহিনীর একটি সামরিক পোস্ট লক্ষ্য করে স্নাইপার সহ হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে আক্রমণটি পরিচালনা করেন। এসময় উভয় বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে।

                আইএমপি মুখপাত্র মুজাহিদদের এই আক্রমণে নিষ্ঠুর পাকিস্তান সামরিক বাহিনীতে প্রাণহানি ও সম্পদের ক্ষতির প্রবল সম্ভাবনার কথা জানান।


                তথ্যসূত্র:
                https://tinyurl.com/46ppvtsm
                https://tinyurl.com/4sa892xc
                নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                Comment


                • #9
                  গাজায় আল-কুদসের প্রতিরোধ: দখলদার ইসরায়েলের সামরিক যান ধ্বংস



                  ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে প্রতিনিয়ত চলমান প্রতিরোধে আরও একটি নতুন মাত্রা যোগ করেছে আল-কুদস ব্রিগেড। দখলদার বাহিনীর আধুনিক প্রযুক্তিকে ব্যর্থ করে দিয়ে ফিলিস্তিনি মুজাহিদরা তাদের দেশীয় কৌশলে আবারও প্রমাণ করলেন, ঈমানী শক্তি আর ন্যায়ের লড়াই কখনও পরাজিত হয় না।

                  গাজার তুফাহ অঞ্চলের পূর্বাংশে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের অগ্রভাগে থাকা সরায়া আল-কুদস ব্রিগেড দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েলের একটি সামরিক যান বিস্ফোরণে ধ্বংস করেছে বলে নিশ্চিত করেছে।

                  এই অভিযানের ভিডিও ফুটেজ আল-কুদস ব্রিগেড তাদের মিডিয়া চ্যানেলে প্রকাশ করেছে। এতে দেখা যায়, পূর্ব তুফাহ এলাকার একটি রাস্তায় গোপনে পুঁতে রাখা শক্তিশালী বিস্ফোরক দ্বারা দখলদার বাহিনীর একটি সামরিক যান উড়িয়ে দেওয়া হয়। এই অপারেশনটি ইসরায়েলি সেনাবাহিনীর নিয়মিত গোয়েন্দা অভিযানের সময় সংঘটিত হয়, যা তাদের অবস্থানকে পূর্ব নির্ধারিত ফাঁদে ফেলে দেয়।

                  এর পাশাপাশি মুজাহিদিনরা দখল করে নেয় একটি ইসরায়েলি গোয়েন্দা ড্রোন, যা গাজার আকাশে নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহে নিয়োজিত ছিল। ভিডিও ফুটেজে দেখা গেছে, ড্রোনটি মুজাহিদিনদের দখলে চলে আসে এবং এর প্রযুক্তিগত অংশ বিশ্লেষণ করা হচ্ছে।

                  এই দুটি ঘটনাই ইহুদিবাদী সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের গোয়েন্দা ও সামরিক সক্ষমতার ওপর একটি গুরুতর চ্যালেঞ্জ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এটি শুধুই একটি সামরিক সাফল্য নয়, বরং এটি পশ্চিমা দুনিয়ার প্রযুক্তি-নির্ভর দখলদার নীতির বিরুদ্ধে ঈমানদারদের এক চেতনার বিজয়।

                  উল্লেখ্য, গাজার বিভিন্ন অঞ্চলে ইহুদিবাদী দখলদার পক্ষ প্রতিনিয়ত বিমান ও ড্রোন হামলার মাধ্যমে নারী-শিশু সহ নিরীহ মানুষের উপর বর্বরতা চালিয়ে আসছে। ফিলিস্তিনি প্রতিরোধ এসব বর্বরতার জবাব দিচ্ছে সুনির্দিষ্ট লক্ষ্যভেদী হামলার মাধ্যমে, যা প্রতিরক্ষা ও আত্মরক্ষার অংশ হিসেবেই গৃহীত।


                  তথ্যসূত্র:
                  1.Footage of the detonation of a Zionist military vehicle east of Tuffah neighborhood in Gaza City
                  https://tinyurl.com/5n6z2c99
                  নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                  Comment

                  Working...
                  X