আফগানিস্তানের ঐতিহাসিক মেস আয়নাক অঞ্চলে আবিষ্কৃত প্রত্নতাত্ত্বিক নিদর্শন কাবুলে স্থানান্তর

আফগানিস্তানের লোগার প্রদেশের ঐতিহাসিক মেস আয়নাক অঞ্চলে ১৪৩০টি প্রাচীন নিদর্শনের সন্ধান পাওয়া গেছে। নিদর্শনগুলোর মধ্যে রয়েছে কুষাণ ও সাসানীয় যুগের তামার মুদ্রা, শিলালিপি, ছোট পাত্র, কাপ, বাটি, বিভিন্ন প্রদীপ, তামার ব্রেসলেট, অ্যাগেট ও ল্যাপিস লাজুলি রত্নপাথর, হাতির দাঁত, হাড়ের সিল, লাউ, টাকু এবং অন্যান্য সরঞ্জাম।
উদ্ধারকৃত এই সকল নিদর্শণ কাবুলে প্রত্নতত্ত্ব বিভাগের কেন্দ্রীয় পরীক্ষাগারে স্থানান্তর করা হয়েছে। এগুলো কাদামাটি, পাথর, ধাতু, কাচ, হাড় এবং কাঠের সমন্বয়ে তৈরি।
প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান সৈয়দ জাবিউল্লাহ সাদাত জানান, স্থানান্তর করার পর এই সকল নিদর্শণ নিখুঁতভাবে পরিষ্কার, পুনরুদ্ধার, সংরক্ষণ, সনাক্তকরণ এবং নথিভুক্ত করা হবে, যা স্থায়ী প্রদর্শনী ও নিরাপদে সংরক্ষণের জন্য পরবর্তীতে জাতীয় যাদুঘরে প্রেরণ করা হবে।
ইমারতে ইসলামিয়ার তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় জানায়, ৫ হাজার বছরের পুরনো এই নিদর্শনগুলো আমাদের সামনে অতীত ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতার প্রতিচ্ছবি বর্ণনা করছে।
উল্লেখ্য যে, মেস আয়নাক অঞ্চলটি প্রাচীন ধ্বংসাবশেষ ও নিদর্শনে সমৃদ্ধ। পাশাপাশি অঞ্চলটিতে প্রচুর খনিজ তামা বিদ্যমান রয়েছে। প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো স্থানান্তরের পর এটির বিস্তৃত তামার খনি সাইটে খনন কার্যক্রম শীঘ্রই শুরু হতে চলেছে।
তথ্যসূত্র:
1. 1,430 Mes Aynak Artifacts Moved to Kabul
– https://tinyurl.com/44up4uc2
Comment