মালিতে ‘জেএনআইএম’ মুজাহিদদের সামরিক কার্যকলাপের মানচিত্র

আফ্রিকার সাহেল অঞ্চলের ভূ-স্থানিক বিশ্লেষক এবং সশস্ত্র সংঘাত ও রাজনৈতিক সহিংসতার উপর মানচিত্র প্রস্তুতকারী জার্নাল “জুলস দুহামেল”। সম্প্রতি জার্নালটি মালিতে সশস্ত্র সংঘাতের উপর একটি মানচিত্র প্রকাশ করেছে। এতে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মালিতে আল-কায়েদা সংশ্লিষ্ট ‘জেএনআইএম’ মুজাহিদদের সামরিক কার্যকলাপের স্থানগুলো মানচিত্র আকারে তুলে ধরা হয়েছে।
জার্নালটির প্রকাশিত মানচিত্রে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে, মালির প্রায় সমস্ত অঞ্চলই মুজাহিদদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তবে দেশের কেন্দ্রস্থল ও রাজধানী বামাকোর উপকন্ঠে মুজাহিদদের হামলা ছিলো উল্লেখযোগ্য। বিশেষ করে রাজধানী বামাকো, দেশের পশ্চিমাঞ্চল ও বুরকিনা ফাসোর সীমান্ত অঞ্চলগুলো মুজাহিদদের হামলার সবচাইতে বেশি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এমনকি বর্তমানে দেশের পশ্চিমাঞ্চলের ৩টি শহর মুজাহিদদের অবরোধের মধ্যে রয়েছে। এর মাধ্যমে ‘জেএনআইএম’ মুজাহিদিনরা রাজধানী বামাকোর উপর ধীরে ধীরে চাপ বৃদ্ধি করছেন এবং রাজধানীকে ঘিরে ধারার কৌশল অবলম্বন করছেন।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/nyduc9rt
Comment