সোমালিয়ায় আশ-শাবাবের অগ্রযাত্রা অব্যাহত: বিনা যুদ্ধে আরও ২টি এলাকা বিজয়

সোমালিয়ায় মোগাদিশু সরকারি বাহিনীর পশ্চাদপসরণের পর আশ-শাবাব মুজাহিদিনরা কোনও প্রতিরোধ ছাড়াই জালফুলি এবং গুবো এলাকার নিয়ন্ত্রণ নিয়েছেন।
আঞ্চলিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিনরা, ৭ আগস্ট বৃহস্পতিবার ভোরে, হিরান এবং মধ্য শাবেলি রাজ্যের সংযোগস্থলে অবস্থিত একটি কৌশলগত জালফুলি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছেন।
জানা যায়, মুজাহিদিনরা বুধবার রাতে এলাকাটির দিকে অগ্রসর হওয়ার প্রস্তুতি নিতে শুরু করেন। মুজাহিদদের এই প্রস্তুতির সংবাদ পেয়েই ভীতসন্ত্রস্ত মোগাদিশু বাহিনী নিজেদের জীবন বাঁচানোর পথ খুঁজতে শুরু করে। ফলে মুজাহিদদের আগমনের আগেই শত্রু বাহিনী এলাকাটি থেকে তাদের সমস্ত সৈন্য প্রত্যাহার করে নেয়। এমন পরিস্থিতিতে হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা শান্তিপূর্ণভাবে এলাকায় প্রবেশ করেন এবং এর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন।
এমনিভাবে গত ৪ আগস্ট, হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা কৌশলগত গুবো এলাকার নিয়ন্ত্রণ নেন। এলাকাটি মাহাস জেলা থেকে প্রায় ১৫ কিলোমিটার এবং ওয়াবক্সো থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত।
হিরান এবং জালাজদুদ রাজ্যের সংযোগকারী এলাকাগুলোর মধ্যে হওয়ায় গুবোর কৌশলগত গুরুত্ব উল্লেখযোগ্য। বিশেষ করে, এটি জালাজদুদ রাজ্যের গুরিসিল শহরে যাওয়ার সহজ পথ হিসেবে কাজ করে, যা গুবো এলাকাটিকে দুটি অঞ্চলের মধ্যে চলাচলের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান করে তোলে।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/y9f2c6vy
– https://tinyurl.com/54sa5f3k
Comment