শাসক ও আলেমরা দুর্নীতিগ্রস্ত হলে সমাজ ধ্বংস হয়ে যায় : আমীরুল মু’মিনীন

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের সর্বোচ্চ নেতা আমীরুল মু’মিনীন মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা হাফিযাহুল্লাহ বলেছেন, শাসক ও আলেমরা যদি সৎ ও নীতিবান হন, তাহলে সমাজও সৎ পথে পরিচালিত হয়। কিন্তু তারা যদি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে, তাহলে সাধারণ মানুষও বিপথে চলে যায়। তাই সমাজ সংস্কারের জন্য প্রথমে শাসক ও আলেমদের নিজেদের সংশোধন জরুরি।
গত ৭ আগস্ট কান্দাহার প্রদেশের গভর্নরের কার্যালয়ে আয়োজিত এক সমাবেশে তিনি এইসব কথা বলেন। এতে কান্দাহারের ১৫টি জেলার আলেম ও দায়ীগণ উপস্থিত ছিলেন।
সমাবেশে আলেমদের মর্যাদা ও দায়িত্বের গুরুত্ব তুলে ধরে আমীরুল মু’মিনীন বলেন, ‘আলেমরা আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত বান্দা। তাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তা যথাযথভাবে পালনের আহ্বান জানাচ্ছি।’
তিনি বলেন, শুধু ধর্মীয় বিষয়ে নয়, সামাজিক সচেতনতার ক্ষেত্রেও আলেমদের ভূমিকা রাখতে হবে। বিশেষ করে ট্রাফিক দুর্ঘটনার মতো জনসচেতনতা-ভিত্তিক বিষয়েও মানুষকে সচেতন করতে হবে যেন অসচেতনতা কারও জীবন বিপন্ন না করে।
পূর্ববর্তী শাসকদের সমালোচনা করে তিনি বলেন, ‘তারা দুর্নীতি ও নৈতিক অবক্ষয়কে প্রশ্রয় দিয়েছিল, যার ফলে জনগণ ইসলামি শিক্ষা থেকে দূরে সরে যায়। এমনকি আজও অনেক মানুষ শরিয়াহর মৌলিক বিধানও চিনে না।’
তিনি জোর দিয়ে বলেন, ‘বর্তমানে ইমারতে ইসলামিয়ার অধীনে কার্যকর সব আইন শরিয়াহভিত্তিক। প্রতিটি আইনই আলেম ও বিশেষজ্ঞদের পর্যালোচনার মাধ্যমে প্রণয়ন করা হয়।’
বক্তব্যের শেষ দিকে তিনি বলেন, ‘সমাজ সংস্কারে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। ইসলামি শিক্ষা প্রচার, জনগণকে সঠিক দিক নির্দেশনা দেওয়া এবং নৈতিকতা রক্ষার জন্য ‘আমর বিল মা‘রুফ ও নাহি আনিল মুনকার’-এর পুনর্জাগরণ অত্যন্ত জরুরি।’
তিনি আলেমদের উদ্দেশ্যে বলেন, মানুষকে সুন্নতের পথে আহ্বান জানান এবং তাদের জীবনধারা যেন শরিয়াহ অনুযায়ী গড়ে ওঠে সে বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করুন।
তথ্যসূত্র:
1. IEA’s Supreme Leader: If scholars and rulers become corrupt, society will follow
– https://tinyurl.com/bdedzfpf
Comment