খোরাসান | তালিবান কর্তৃক জলরেজ জেলা বিজয় এবং ১৫০ সেনার আত্মসমর্পণ
জলরেজ জেলার আঞ্চলিক জেলা সদর, পুলিশ সদর দফতর, সামরিক দফতর এবং সমস্ত সরকারী অধিদফতর বিজয় করে নিয়েছেন তালিবান মুজাহিদিন। এছাড়াও কয়েক ডজন সেনা তাদের অস্ত্র ও গোলাবারুদ সহ তালিবানের কাছে আত্মসমর্পণ করেছে।
ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের কেন্দ্রীয় একজন তালিবান মুখপাত্র, মুহতারাম জবিহুল্লাহ মুজাহিদ (হা.) সাংবাদিকদের সাথে টেলিফোন সাক্ষাৎকারে বলেছেন যে, আজ (২১ মে) সকালেই তালিবানরা জলরেজ জেলা কেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়েছেন।
এদিকে জলরেজ জেলার স্থানীয় একটি তালিবান সূত্র টোল নিউজকে বলেছে যে, মুজাহিদিনরা গতরাতে জলরেজ জেলার জাতীয় সুরক্ষা অধিদপ্তর (এনডিএস) ভবন অবরোধ করে রেখেছেন। আর মুজাহিদগণ যখন হামলার প্রস্তুতি নিচ্ছিলেন তখন জেলা সদরের দুটি প্রতিরক্ষামূলক পোস্টের ১৫০ সেনা সদস্যসহ ৩ কমান্ডার সামরিক বাহিনীর জন্য থাকা ১৬টি রেঞ্জার গাড়ি, ৬টি ট্যাঙ্ক, ৩টি গাড়ি ও তাদের সমস্ত সরঞ্জাম নিয়ে তালিবান মুজাহিদদের কাছে আত্মসমর্পণ করেছে।
এটি গত দু'দিনে তালেবানদের কর্তৃক বিজয় করা দ্বিতীয় জেলা। গত বৃহস্পতিবার সকালে সংক্ষিপ্ত সংঘর্ষের পরে তালেবান মুজাহিদিন লগমন প্রদেশের দৌওলত-শাহ জেলা দখল করে নিয়েছেন। এদিকে আলিশাং জেলা কেন্দ্রেও এখন তুমুল লড়াই চলছে।
জলরেজ জেলার আঞ্চলিক জেলা সদর, পুলিশ সদর দফতর, সামরিক দফতর এবং সমস্ত সরকারী অধিদফতর বিজয় করে নিয়েছেন তালিবান মুজাহিদিন। এছাড়াও কয়েক ডজন সেনা তাদের অস্ত্র ও গোলাবারুদ সহ তালিবানের কাছে আত্মসমর্পণ করেছে।
ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের কেন্দ্রীয় একজন তালিবান মুখপাত্র, মুহতারাম জবিহুল্লাহ মুজাহিদ (হা.) সাংবাদিকদের সাথে টেলিফোন সাক্ষাৎকারে বলেছেন যে, আজ (২১ মে) সকালেই তালিবানরা জলরেজ জেলা কেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়েছেন।
এদিকে জলরেজ জেলার স্থানীয় একটি তালিবান সূত্র টোল নিউজকে বলেছে যে, মুজাহিদিনরা গতরাতে জলরেজ জেলার জাতীয় সুরক্ষা অধিদপ্তর (এনডিএস) ভবন অবরোধ করে রেখেছেন। আর মুজাহিদগণ যখন হামলার প্রস্তুতি নিচ্ছিলেন তখন জেলা সদরের দুটি প্রতিরক্ষামূলক পোস্টের ১৫০ সেনা সদস্যসহ ৩ কমান্ডার সামরিক বাহিনীর জন্য থাকা ১৬টি রেঞ্জার গাড়ি, ৬টি ট্যাঙ্ক, ৩টি গাড়ি ও তাদের সমস্ত সরঞ্জাম নিয়ে তালিবান মুজাহিদদের কাছে আত্মসমর্পণ করেছে।
এটি গত দু'দিনে তালেবানদের কর্তৃক বিজয় করা দ্বিতীয় জেলা। গত বৃহস্পতিবার সকালে সংক্ষিপ্ত সংঘর্ষের পরে তালেবান মুজাহিদিন লগমন প্রদেশের দৌওলত-শাহ জেলা দখল করে নিয়েছেন। এদিকে আলিশাং জেলা কেন্দ্রেও এখন তুমুল লড়াই চলছে।
Comment