পাকিস্তানের ৩টি অঞ্চলে শত্রু বাহিনীর উপর ইত্তেহাদুল মুজাহিদিনের ৪টি পৃথক অভিযান

পাকিস্তানের উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তান এবং বান্নু জেলায় গত ১২ আগস্ট মঙ্গলবার, ৪টি পৃথক হামলা চালিয়েছেন ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তানের (আইএমপি) মুজাহিদিনরা।
আইএমপি মুখপাত্র মাহমুদুল হাসান (হাফিযাহুল্লাহ) এর দেওয়া তথ্য অনুযায়ী, মুজাহিদিনরা ১২ আগস্ট মঙ্গলবার, প্রথম অভিযানটি পরিচালনা করেন দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা সীমান্ত এলাকায়। এই এলাকায় অবস্থিত পাকিস্তান সামরিক বাহিনীর একটি চেকপয়েন্ট লক্ষ্য করে হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে মুজাহিদিনরা হামলাটি পরিচালনা করেন। ফলশ্রুতিতে শত্রু বাহিনীতে হতাহতের পাশাপাশি বস্তুগত ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।
এদিন মুজাহিদিনরা তাদের দ্বিতীয় সফল অভিযানটি পরিচালনা করেন উত্তর ওয়াজিরিস্তানের মুহাম্মদ খেইল এলাকায়। এই এলাকায় একটি সামরিক ঘাঁটিতে অবস্থানরত শত্রু সৈন্যদের লক্ষ্য করে মুজাহিদিনরা হালকা ও ভারী অস্ত্রের পাশাপাশি স্নাইপার ব্যবহার করে অভিযানটি পরিচালনা করেন। মুজাহিদদের এই আক্রমণের ফলে ঘটনাস্থলেই ১ শত্রু সৈন্য নিহত এবং আরও বেশ কিছু সৈন্য আহত হয়।
মুজাহিদিনরা মঙ্গলবার রাতে, উত্তর ওয়াজিরিস্তানের দত্তা খেইল সীমান্তের খারসিন এলাকায় অবস্থিত স্পিন কুশ নামক একটি শত্রু ফাঁড়ি লক্ষ্য করে বিশেষ অভিযান পরিচালনা করেছেন। এই অভিযানের সময় মুজাহিদিনরা শত্রু ফাঁড়িতে অবস্থানরত সৈন্যদের লক্ষ্য করে লেজার ব্যবহার করে তীব্র আক্রমণ চালান। এই আক্রমণের ফলে, ফাঁড়িতে থাকা একটি বড় নজরদারি ক্যামেরা ধ্বংস হয়ে যায়, সেই সাথে শত্রু সৈন্যদের অন্যান্য আসবাব এবং আর্থিক সম্পদের ক্ষতি হয়।
মুজাহিদিনরা মঙ্গলবার রাত ১১:০০ টায়, বান্নু জেলার বাকাখেল এলাকায়ও একটি সফল অভিযান পরিচালনা করেছেন। অভিযানটি উক্ত এলাকায় অবস্থিত সিপিইসি ঘাঁটি লক্ষ্য করে জিএল ব্যবহার করে একটি শক্তিশালী বোমা নিক্ষেপ করেন মুজাহিদিনরা, যা ঘাঁটির ঠিক মাঝখানে বিস্ফোরিত হয়। এতে শত্রু বাহিনীতে প্রাণহানির ঘটনা ঘটে।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/32chsdkf
– https://tinyurl.com/ycwkvnyp
– https://tinyurl.com/yc6zsfz7
– https://tinyurl.com/3h7bzx9h
Comment