সকল নাগরিকের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ ইমারতে ইসলামিয়া: মৌলভী আব্দুস সালাম হানাফি

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের উপ-প্রধানমন্ত্রী মৌলভি আব্দুস সালাম হানাফি হাফিযাহুল্লাহ বলেছেন, আফগানিস্তানে বসবাসরত সকল নাগরিকের জীবন, সম্পদ ও অধিকার রক্ষায় ইমারতে ইসলামিয়া প্রতিশ্রুতিবদ্ধ।
গত ১৫ আগস্ট হুররিয়াত রেডিও জানায়, ইমারতে ইসলামিয়ার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে মৌলভি আব্দুস সালাম হানাফি এই কথা বলেন। তিনি বলেন, ‘আমরা দেশের ভেতরে শান্তি, নিরাপত্তা এবং সকল নাগরিকের অধিকার সংরক্ষণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। যারা বর্তমানে আফগানিস্তানে অবস্থান করছেন তাদের জীবন ও সম্পদ আমাদের সুরক্ষার আওতায় রয়েছে।’
এ সময় তিনি পূর্ববর্তী প্রশাসনের সময়কার সমাজের অবক্ষয় ও নীতিনৈতিকতা অবনতির প্রসঙ্গও উল্লেখ করেন। হানাফি জানান, গত দুই দশকে আফগানিস্তানে মাদকাসক্তি ও দুর্নীতি ব্যাপক আকার ধারণ করেছিল। তার ভাষায়, ‘সে সময় ৫০ লাখেরও বেশি নাগরিক মাদকাসক্তির শিকার হয়েছিলেন, যা ছিল দেশের ভবিষ্যতের জন্য গভীর উদ্বেগের বিষয়।’
তিনি জোর দিয়ে বলেন, ইমারতে ইসলামিয়া শুধু অভ্যন্তরীণ শান্তি নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতাও বজায় রাখতে চায়। তিনি বলেন, ‘আমরা কাউকে আফগানিস্তানের ভূখণ্ড অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেব না। এটি আমাদের কঠোর নীতির অংশ।’
উক্ত অনুষ্ঠানে দেশটির শান্তি, নিরাপত্তা ও জনগণের অধিকার নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ইমারতে ইসলামিয়া প্রশাসন।
তথ্যসূত্র:
1. اداري مرستیال: اسلامي امارت د ټولو افغانانو حقونو خوندیتوب ته ژمن دی
– https://tinyurl.com/3zstyu6t

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের উপ-প্রধানমন্ত্রী মৌলভি আব্দুস সালাম হানাফি হাফিযাহুল্লাহ বলেছেন, আফগানিস্তানে বসবাসরত সকল নাগরিকের জীবন, সম্পদ ও অধিকার রক্ষায় ইমারতে ইসলামিয়া প্রতিশ্রুতিবদ্ধ।
গত ১৫ আগস্ট হুররিয়াত রেডিও জানায়, ইমারতে ইসলামিয়ার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে মৌলভি আব্দুস সালাম হানাফি এই কথা বলেন। তিনি বলেন, ‘আমরা দেশের ভেতরে শান্তি, নিরাপত্তা এবং সকল নাগরিকের অধিকার সংরক্ষণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। যারা বর্তমানে আফগানিস্তানে অবস্থান করছেন তাদের জীবন ও সম্পদ আমাদের সুরক্ষার আওতায় রয়েছে।’
এ সময় তিনি পূর্ববর্তী প্রশাসনের সময়কার সমাজের অবক্ষয় ও নীতিনৈতিকতা অবনতির প্রসঙ্গও উল্লেখ করেন। হানাফি জানান, গত দুই দশকে আফগানিস্তানে মাদকাসক্তি ও দুর্নীতি ব্যাপক আকার ধারণ করেছিল। তার ভাষায়, ‘সে সময় ৫০ লাখেরও বেশি নাগরিক মাদকাসক্তির শিকার হয়েছিলেন, যা ছিল দেশের ভবিষ্যতের জন্য গভীর উদ্বেগের বিষয়।’
তিনি জোর দিয়ে বলেন, ইমারতে ইসলামিয়া শুধু অভ্যন্তরীণ শান্তি নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতাও বজায় রাখতে চায়। তিনি বলেন, ‘আমরা কাউকে আফগানিস্তানের ভূখণ্ড অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেব না। এটি আমাদের কঠোর নীতির অংশ।’
উক্ত অনুষ্ঠানে দেশটির শান্তি, নিরাপত্তা ও জনগণের অধিকার নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ইমারতে ইসলামিয়া প্রশাসন।
তথ্যসূত্র:
1. اداري مرستیال: اسلامي امارت د ټولو افغانانو حقونو خوندیتوب ته ژمن دی
– https://tinyurl.com/3zstyu6t
Comment