ইহুদিবাদী দখলদার বাহিনীর উপর ফিলিস্তিনি মুজাহিদদের সফল হামলা

ফিলিস্তিনের মুক্তিকামী প্রতিরোধ বাহিনী আল-কাসসাম ব্রিগেডস ও আল-কুদস ব্রিগেড ইহুদিবাদী দখলদার বাহিনীর বিরুদ্ধে একের পর এক সফল অপারেশন চালিয়ে যাচ্ছেন। সাম্প্রতিক সময়ে গাজার খান ইউনিস ও আল-জেইতুন এলাকায় দখলদার ইসরায়েলি সামরিক যানবাহনের উপর রকেট ও গ্রেনেড হামলা চালিয়ে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি সাধন করা হয়েছে। ইহুদিবাদী সেনাবাহিনীর ট্যাংক ও বুলডোজার ধ্বংসের পাশাপাশি গেরিলা কৌশলে ইসরায়েলি সেনাদের উপর অতর্কিত আক্রমণ চালানো হয়েছে।
আল-কাসসাম ব্রিগেডস গাজার খান ইউনিসের সালাহ আল-দিন স্ট্রিটে ইহুদিবাদী দখলদার বাহিনীর ট্যাংক ও সামরিক বুলডোজারের উপর রকেট-প্রোপেল্ড গ্রেনেড (আরপিজি) হামলা চালিয়েছে। তাদের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, ইসরায়েলি সেনাদের গাড়িবহর লক্ষ্য করে মুজাহিদরা সফলভাবে হামলা চালাচ্ছেন।
এদিকে, গাজা সিটির আল-জেইতুন এলাকায় আল-কাসসাম ব্রিগেডের যোদ্ধারা একটি ইসরায়েলি মারকাভা ট্যাংককে “ইয়াসিন-১০৫” শেল দিয়ে আঘাত হানেন। এছাড়াও, দখলদার সেনাদের আশ্রয় নেয়া ভবনগুলোর উপর “ট্যান্ডেম” ও “ইয়াসিন-১০৫” প্রজেক্টাইল নিক্ষেপ করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করা হয়েছে।
প্যালেস্টাইন ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড গাজা সিটির পূর্বাঞ্চলে ইসরায়েলি সেনাদের সমাবেশ ও সামরিক যানবাহনের উপর ভারী মর্টার হামলা চালিয়েছে। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, মুজাহিদরা সমন্বিতভাবে অপারেশন পরিকল্পনা করে ইহুদিবাদী দখলদার বাহিনীর উপর আঘাত হেনেছেন।
ফিলিস্তিনের মুক্তিকামী জনতার প্রতিরোধ বাহিনী ইহুদিবাদী দখলদার বাহিনীর বিরুদ্ধে তাদের গেরিলা কৌশল অব্যাহত রেখেছে। গাজায় ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে আল-কাসসাম ও আল-কুদস ব্রিগেডের এই সফল হামলা ফিলিস্তিনিদের সংগ্রামী চেতনাকে আরও শাণিত করছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা সত্ত্বেও ফিলিস্তিনিরা তাদের ভূমি ও সম্মান রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছে। পাশ্চাত্য ও ইসরায়েলের ইসলামবিদ্বেষী নীতির বিরুদ্ধে বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর একাত্মতা ও সমর্থন এই সংগ্রামকে আরও বেগবান করবে।
তথ্যসূত্র:
1. Qassam Brigades reports attacks on Israeli forces in Gaza
-https://tinyurl.com/5n6rwvnx
Comment