বিদেশি পর্যটকদের হয়রানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ইমারতে ইসলামিয়ার কুন্দুজ পুলিশ

বিদেশি পর্যটকদের হয়রানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইমারতে ইসলামিয়ার কুন্দুজ প্রদেশের পুলিশ বিভাগ। প্রদেশটির পুলিশ কমান্ড জানায়, উক্ত ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের সন্ত্রাসবিরোধী বিভাগ দ্রুত সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে সে নিজের এই কৃতকর্মের কথা স্বীকার করে। এটিকে তার অজ্ঞতামূলক আচরণ বলে দুঃখ প্রকাশ করে। পরবর্তীতে তাকে বিচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।
জাতীয় মূল্যবোধ বজায় রাখা, নাগরিকদের সম্মান রক্ষা ও বিদেশি অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করা মৌলিক অগ্রাধিকারপূর্ণ কাজের অন্তর্ভুক্ত বলে তুলে ধরেছেন কুন্দুজ প্রদেশের পুলিশ কমান্ড।
তারা সতর্ক করেছেন যে, কেউ জননিরাপত্তা ও শৃঙ্খলা বিঘ্ন করলে আইনের আওতায় তার বিরুদ্ধে মামলা করা হবে। তারা আশ্বস্ত করেছেন, জনগণের জীবন, সম্পদ ও সম্মান রক্ষার প্রচেষ্টা অব্যাহত থাকবে। কাউকে কোনও সম্প্রদায়ের নিরাপত্তা ও মর্যাদা বিঘ্নিত করতে দেয়া হবে না।
উল্লেখ্য যে, দিন দিন বিদেশি নাগরিকদের জন্য ইমারতে ইসলামিয়া একটি নিরাপদ রাষ্ট্র হিসেবে নিজেকে প্রমাণ করছে। ফলে সেখানে ট্যুরিজম ব্যবসা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এবং টুরিস্ট সমাগম বাড়ছে।
তথ্যসূত্র:
1. Kunduz police arrest man for harassing foreign tourists
– https://tinyurl.com/3hwzju6u
Comment