মাউন্ট হারমনে বিস্ফোরণ, সাত দখলদার ইসরায়েলি সেনা আহত

গোলান মালভূমির মাউন্ট হারমন এলাকায় ইহুদিবাদী দখলদার বাহিনীর সামরিক কার্যক্রম চলাকালে একটি বিস্ফোরণে ৭ সৈন্য আহত হয়েছে। এই ঘটনা সাম্প্রতিক মাসগুলিতে ইসরায়েলের সিরিয়ার দখলকৃত এলাকায় সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং অবৈধ বসতি স্থাপনের প্রচেষ্টাকে আরও উন্মোচিত করেছে।
২০ আগস্ট, বুধবার মাউন্ট হারমনে ইহুদিবাদী দখলদার বাহিনীর একটি সামরিক অভিযান চলাকালে একটি বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে ৭ জন সৈন্য আহত হয়, যাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। আহতদের উত্তর ইসরায়েলের সাফেদ হাসপাতালে নেওয়া হয়েছে, তবে ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষ এই ঘটনায় কোনো রকম বিবৃতি দেয়নি
এই বিস্ফোরণ এমন এক সময়ে ঘটেছে যখন গত ছয় মাস ধরে ইসরায়েলি বাহিনী মাউন্ট হারমনে তাদের সামরিক উপস্থিতি ব্যাপকভাবে বৃদ্ধি করেছে। এই এলাকাটি কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি লেবানন, সিরিয়া এবং ইসরায়েলের সীমান্তবর্তী এবং দামেস্ক থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত।
এই সামরিক সম্প্রসারণের পাশাপাশি ইসরায়েলি দখলদাররা অবৈধ বসতি স্থাপনের চেষ্টাও চালাচ্ছে। এই ধরনের কার্যক্রম আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং সিরিয়ার সার্বভৌমত্বের উপর সরাসরি আক্রমণ।
গত দুই বছর ধরে ইসরায়েল আল-হামিদিয়াহ থেকে শুরু করে উম্ম আল-আজম, আল-কাহতানিয়াহ হয়ে মাউন্ট হারমনের ঢাল পর্যন্ত বিস্তৃত এলাকায় ঘাঁটি স্থাপন করেছে। আসাদ সরকারের পতনের পর থেকে দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি দখল আরও বিস্তৃত হয়েছে।
তথ্যসূত্র:
1. Israeli soldiers injured in explosion in occupied Syrian territory
– https://tinyurl.com/4k6f2phr
2. 7 Israeli soldiers injured, 4 of them with serious wounds, due to the explosion at a military site on Mount Hermon at the border with Syria.
– https://tinyurl.com/e9prjbjk
Comment