Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ || ২৬ সফর, ১৪৪৭ হিজরী || ২১ আগস্ট, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ || ২৬ সফর, ১৪৪৭ হিজরী || ২১ আগস্ট, ২০২৫ ঈসায়ী

    মাউন্ট হারমনে বিস্ফোরণ, সাত দখলদার ইসরায়েলি সেনা আহত


    গোলান মালভূমির মাউন্ট হারমন এলাকায় ইহুদিবাদী দখলদার বাহিনীর সামরিক কার্যক্রম চলাকালে একটি বিস্ফোরণে ৭ সৈন্য আহত হয়েছে। এই ঘটনা সাম্প্রতিক মাসগুলিতে ইসরায়েলের সিরিয়ার দখলকৃত এলাকায় সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং অবৈধ বসতি স্থাপনের প্রচেষ্টাকে আরও উন্মোচিত করেছে।

    ২০ আগস্ট, বুধবার মাউন্ট হারমনে ইহুদিবাদী দখলদার বাহিনীর একটি সামরিক অভিযান চলাকালে একটি বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে ৭ জন সৈন্য আহত হয়, যাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। আহতদের উত্তর ইসরায়েলের সাফেদ হাসপাতালে নেওয়া হয়েছে, তবে ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষ এই ঘটনায় কোনো রকম বিবৃতি দেয়নি

    এই বিস্ফোরণ এমন এক সময়ে ঘটেছে যখন গত ছয় মাস ধরে ইসরায়েলি বাহিনী মাউন্ট হারমনে তাদের সামরিক উপস্থিতি ব্যাপকভাবে বৃদ্ধি করেছে। এই এলাকাটি কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি লেবানন, সিরিয়া এবং ইসরায়েলের সীমান্তবর্তী এবং দামেস্ক থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত।

    এই সামরিক সম্প্রসারণের পাশাপাশি ইসরায়েলি দখলদাররা অবৈধ বসতি স্থাপনের চেষ্টাও চালাচ্ছে। এই ধরনের কার্যক্রম আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং সিরিয়ার সার্বভৌমত্বের উপর সরাসরি আক্রমণ।

    গত দুই বছর ধরে ইসরায়েল আল-হামিদিয়াহ থেকে শুরু করে উম্ম আল-আজম, আল-কাহতানিয়াহ হয়ে মাউন্ট হারমনের ঢাল পর্যন্ত বিস্তৃত এলাকায় ঘাঁটি স্থাপন করেছে। আসাদ সরকারের পতনের পর থেকে দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি দখল আরও বিস্তৃত হয়েছে।


    তথ্যসূত্র:
    1. Israeli soldiers injured in explosion in occupied Syrian territory
    https://tinyurl.com/4k6f2phr
    2. 7 Israeli soldiers injured, 4 of them with serious wounds, due to the explosion at a military site on Mount Hermon at the border with Syria.
    https://tinyurl.com/e9prjbjk
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    আফগানরা এখন আর কারো দাসত্ব করে না: মোল্লা আব্দুল গনী বারাদার আখুন্দ হাফিযাহুল্লাহ



    আফগানিস্তান এখন আর কোনো দেশের প্রভাব বা দাসত্ব মেনে নেয় না বলে মন্তব্য করেছেন ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনী বারাদার আখুন্দ হাফিযাহুল্লাহ।

    স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘বর্তমানে আফগান জাতি কারও অধীন নয়। আমাদের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ আমরা নিজেরাই নির্ধারণ করছি। কেউ আমাদের মর্যাদা ও সম্পদের প্রতি হুমকি হিসেবে দাঁড়াতে পারছে না, এবং আমরা আর কারও নির্দেশে সিদ্ধান্ত গ্রহণ করি না। আফগানিস্তানে এখন একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী শাসনব্যবস্থা কার্যকর রয়েছে।’

    আফগানিস্তানের ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা অর্জনের ১০৬তম বার্ষিকী উপলক্ষে গত ১৯ আগস্ট আয়োজিত এ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    মোল্লা বারাদার আরও বলেন, ‘ইমারতে ইসলামিয়া ক্ষমতায় আসার পর স্বাধীনতার গুরুত্ব আগের যেকোনো সময়ের তুলনায় আরও স্পষ্ট হয়েছে। এখন ইসলাম ও আফগানিস্তানই আমাদের মূল অগ্রাধিকার, এখানে পক্ষপাত বা গোষ্ঠীগত স্বার্থের কোনো স্থান নেই।’

    তিনি জনগণের মধ্যে ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘আমাদের আরও সংহত ও ঐক্যবদ্ধ হতে হবে, যাতে এই স্বাধীনতা রক্ষা করা যায়।’

    বিদেশে বসবাসরত আফগানদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা দেশে ফিরে আসুন। ইমারতে ইসলামিয়ার কোল আপনাদের জন্য উন্মুক্ত।’


    তথ্যসূত্র:
    1. the Afghan nation is free from captivity, its political and economic destiny is determined solely by itself
    https://tinyurl.com/2k6zmy24
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ভিডিও || আফগানিস্তানের সেনাবাহিনী শক্তিশালী ও প্রভাবমুক্ত: মাওলানা ইয়াকুব মুজাহিদ




      ​ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী মাওলানা মুহাম্মাদ ইয়াকুব মুজাহিদ হাফিযাহুল্লাহ বলেছেন, ‘বর্তমানে আফগানিস্তানের একটি শক্তিশালী সেনাবাহিনী রয়েছে, যা মানসিক বা আর্থিকভাবে কোনো বিদেশি শক্তির প্রভাবাধীন নয়।’

      গত ১৯ আগস্ট ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে আফগানিস্তানের স্বাধীনতা অর্জনের ১০৬তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, ‘আফগানিস্তান কোনো দেশের প্রতি বিদ্বেষ পোষণ করে না। ইমারতে ইসলামিয়া আন্তর্জাতিক পরিসরে শরিয়তের সীমারেখার মধ্যে থেকে সুষ্ঠু ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার নীতিতে অটল।’

      আফগান প্রতিরক্ষামন্ত্রী এ সময় দেশটির জনগণের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, ‘দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনতা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অতীতের মতো আফগানিস্তানকে আর কোনো পরাশক্তির সংঘর্ষের ময়দান হতে দেওয়া যাবে না।’

      তিনি বলেন, ‘দেশের সেনাবাহিনীর পাশে দাঁড়াতে হবে। আফগান ইসলামি সেনাবাহিনী দেশকে অস্থিরতার দিকে ঠেলে দেওয়ার যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করবে।’

      ভবিষ্যৎ নিয়ে সতর্ক করে মাওলানা ইয়াকুব বলেন, ‘যে কেউ দেশের সিস্টেম ও অর্জিত অগ্রগতিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করলে, তাকে কোনোভাবেই অনুমতি দেওয়া হবে না। জনগণের মধ্যে বিভেদ সৃষ্টিকারীদের চিহ্নিত করতে হবে এবং তাদের ষড়যন্ত্রে প্রভাবিত হওয়া যাবে না।’

      তিনি আরও বলেন, ‘এখানে ইসলাম ও আফগানিস্তানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। পক্ষপাতিত্বের কোনো স্থান নেই।’

      ভিডিওটি আর্কাইভ থেকে দেখুন:


      https://archive.org/details/mawlawi-...hid-19-08-2025

      তথ্যসূত্র:
      1. Minister of National Defense Mawlawi Mohammad Yaqoob Mujahid: Afghanistan has no ill intentions towards any country.
      https://tinyurl.com/4546nhn4
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        মালি || সেগু রাজ্যে ৫টি শত্রু ঘাঁটিতে মুজাহিদদের সমন্বিত আক্রমণ: নিহত অন্তত ৫০ শত্রু সেনা


        পশ্চিম আফ্রিকার দেশ মালির সেগো রাজ্য, গত ১৯ আগস্ট মঙ্গলবার রাজ্যটিতে জান্তা বাহিনীর ৫টি সামরিক ঘাঁটিতে বৃহৎ পরিসরে একটি সমন্বিত আক্রমণের ঘটনা ঘটেছে। আল-কায়েদা পশ্চিম আফ্রিকা সংশ্লিষ্ট প্রতিরোধ বাহিনী জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) এক বিবৃতিতে এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছে।

        আয-যাল্লাকা মিডিয়া গত ২০ আগস্ট বুধবার, প্রতিরোধ বাহিনী ‘জেএনআইএম’ এর সামরিক কমান্ডোর জারি করা একটি বিবৃতি প্রকাশ করে। এতে উল্লেখ করা হয়েছে যে, মুজাহিদিনরা গত ১৯ আগস্ট, মালির সেগু প্রদেশের ডুগুফ্রি এবং নামপালা শহরের মধ্যবর্তী ফারাবুগু, টিডেল এবং গুমা এলাকায় জান্তা বাহিনীর ৫টি সামরিক ঘাঁটিতে বৃহৎ পরিসরে একটি সমন্বিত অপারেশন পরিচালনা করেছেন। এসময় মুজাহিদিনরা জান্তা বাহিনীকে হটিয়ে ৩টি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছেন। আর অন্য ২টি ঘাঁটিতে মুজাহিদদের হামলায় জান্তা বাহিনীতে অনেক হতাহত ও বস্তুগত ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

        ‘জেএনআইএম’ নিশ্চিত করেছে যে, মুজাহিদদের সমন্বিত অভিযানের সময় শুধু ফারাবুগু ঘাঁটিতেই অন্তত ২১ শত্রু সৈন্য নিহত হয়েছে। সেই সাথে আরও ২ জান্তা সদস্য মুজাহিদদের হাতে বন্দী হয়েছে। এছাড়াও আহত অবস্থায় অসংখ্য সৈন্য ঘাঁটি ছেড়ে পালিয়ে গেছে। শত্রু বাহিনীর এই পলায়নের পর মুজাহিদিনরা দ্রুত সময়ে সামরিক ঘাঁটিটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন।

        এদিকে মুজাহিদদের হামলার শিকার সামরিক ঘাঁটিতে জান্তা বাহিনীর সবধরনের সহায়তা পৌছানো আটকাতেও দ্রুত পদক্ষেপ নেয় ‘জেএনআইএম’। এই লক্ষ্য ফারাবুগু শহরের উপকণ্ঠে জাকুবি ও টিডেল শহরে অবস্থিত জান্তা বাহিনীর ব্যারাকগুলো লক্ষ্য করে কামানের গোলাবর্ষণ করেন মুজাহিদিনরা। সেই সাথে বিভিন্ন স্থানে শত্রু সামরিক কনভয় ও টহল দলগুলোকে টার্গেট করে গাইডেড বোমা বিস্ফোরণ ঘটান মুজাহিদিনরা।

        আয-যাল্লাকা মিডিয়ার তথ্য অনুযায়ী, ফারাবুগুতে সমন্বিত এই অভিযানের সময় শত্রু ঘাঁটিতে বেশ কিছু সাঁজোয়া যান, লজিস্টিক ট্রাক, ভারী অস্ত্র এবং প্রচুর পরিমাণ গোলাবারুদ মজুদ ছিল। অভিযান শেষে এসব মজুদের মধ্য থেকে মুজাহিদিনরা ৬টি সাঁজোয়া যান সহ মোট ১৫টি সামরিক যানবাহন, ১৪টি ডিএসএইচকে, চারটি ১৪.৫ মিমি মেশিনগান, ৩৫টি ক্লাশিনকোভ, ১৩টি পিকে, ২টি মর্টার, ২টি এসপিজি, ৩টি আরপিজি, ৩টি পিস্তল, ১৫৭টি ম্যাগাজিন, ৩০০টি গ্রেনেড সহ ২৯৭টি গোলাবারুদ বাক্স এবং অন্যান্য বহু সামরিক সরঞ্জাম গনিমত হিসাবে জব্দ করেন। এছাড়াও শত্রুর কয়েক ডজন সামরিক যান এবং সরঞ্জামও মুজাহিদিনরা ধ্বংস করেছেন, যার মধ্যে ৪টি সাঁজোয়া যান এবং সেনাদের বহনকারী গাড়িও রয়েছে।

        স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এদিন সেগো রাজ্যে জান্তা বাহিনীর অবস্থানগুলিতে মুজাহিদদের সমন্বিত আক্রমণে রাশিয়ার আফ্রিকা-কর্পস ও মালির জান্তা বাহিনীর সম্মিলিত নিহত সৈন্য সংখ্যা ৫০ ছাড়িয়ে গেছে। আহত হয়েছে আরও কয়েক ডজন সৈন্য। স্থানীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত বেশ কয়েকটি ভিডিওতে সামরিক শিবিরের অভ্যন্তরে সৈন্যদের মৃতদেহ, মাটিতে পড়ে থাকা আহত সৈন্য এবং পুড়ে যাওয়া অসংখ্য যানবাহন দেখানো হয়েছে। এই আক্রমণটি জান্তা বাহিনীর কৌশলগত এলাকার গভীরে ‘জেএনআইএম’ এর আঘাত করার সক্ষমতাকে চিত্রিত করে।

        সেগো রাজ্যে শত্রু সামরিক ঘাঁটি থেকে মুজাহিদদের অর্জিত গনিমতের কিছু স্থির চিত্র দেখুন…




























        তথ্যসূত্র:
        https://tinyurl.com/4b35kek3
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment

        Working...
        X