আগামী ৫ বছরের জন্য দীর্ঘমেয়াদী উন্নয়ন কৌশল অনুমোদন করেছে ইমারতে ইসলামিয়া

দেশের অগ্রগতির ধারাবাহিকতা অটুট রাখতে আগামী ৫ বছরের জন্য একটি দীর্ঘমেয়াদী উন্নয়ন কৌশল অনুমোদন করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। সম্প্রতি সরকারি তথ্য ও মিডিয়া সেন্টারে এই সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করেছেন তালিবান মুখপাত্র মৌলভী জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ।
নতুন অনুমোদিত এই পরিকল্পনার একটি ব্যাপক, সমন্বিত এবং দীর্ঘমেয়াদী কাঠামো রয়েছে, ফলে সরকারি সকল অঙ্গের কার্যক্রম সুনির্দিষ্ট মৌলিক লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে একীভূত হবে।
এছাড়া প্রধানত দেশের অভ্যন্তরীণ সক্ষমতা ও সম্পদের উপর নির্ভর করেই এই কৌশল প্রণয়ন করা হয়েছে।
এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত বিষয়াদির মধ্যে রয়েছে:
– সুশাসন ও আন্তর্জাতিক সম্পর্ক;
– নিরাপত্তা ও জনশৃঙ্খলা;
– প্রাকৃতিক সম্পদের কার্যকর ব্যবস্থাপনা ও টেকসই ব্যবহার;
– শক্তিসম্পদ, কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়ন;
– উন্নত আর্থিক ব্যবস্থাপনা এবং ইলেকট্রনিক পেমেন্ট পদ্ধতি সম্প্রসারণ;
– স্বাস্থ্যসেবা ও খাদ্য নিরাপত্তা জোরদার করা;
– শিক্ষা, মানবসম্পদ ও সাংস্কৃতিক উন্নয়ন;
– টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির অগ্রগতি;
– পরিবহন ও ট্রানজিট অবকাঠামো সম্প্রসারণ ইত্যাদি
মুজাহিদ হাফিযাহুল্লাহ জোর দিয়ে বলেন, অনুমোদিত উন্নয়ন কৌশল দেশকে এগিয়ে নিতে একটি কাঠামোগত রোডম্যাপ প্রদান করবে। এটি ক্রমান্বয়ে এমন একটি কার্যকর ব্যবস্থা নিশ্চিত করবে, যা আফগান জনগণের জন্য দৃশ্যমান ফলাফল বয়ে আনবে।
তথ্যসূত্র:
1. IEA unveils five-year roadmap for Afghanistan’s development
– https://tinyurl.com/msaehmjd
Comment