শিক্ষা কর্মকর্তাদেরকে নবী-রাসূলগণের অনুসরণে আদর্শবান হয়ে উঠার প্রতি আমীরুল মু’মিনীনের আহ্বান

নবী-রাসূলগণের তাকওয়ার শিক্ষা, আখলাক ও সুন্নাহর মানদণ্ডে অনুসরণীয় আদর্শ হয়ে উঠতে শিক্ষা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইমারতে ইসলামিয়ার সর্বোচ্চ আমির মৌলভী হিবাতুল্লাহ আখুন্দযাদা হাফিযাহুল্লাহ। গত ২৮ আগস্ট আফগানিস্তানের কান্দাহার প্রদেশে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ ও আলেম-ওলামাদের অংশগ্রহণে আয়োজিত ৩ দিনব্যাপী শুদ্ধাচারমূলক সেমিনারে তিনি এই মন্তব্য করেছেন।
সমাবেশে উজব পরিত্যাগ ও আন্তরিকতার সাথে নিজ দায়িত্ব পালন করতে তিনি শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, শিক্ষকদের উচিত শিক্ষার্থীদের প্রতি দয়া ও যত্ন বাড়ানো, ছাত্র-ছাত্রীদের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা, এছাড়া ছোট-খাটো বিচ্যুতি হলেও তা থেকে শিক্ষার্থীদের বিরত রাখতে চেষ্টা করা উচিত। এছাড়া শিক্ষা প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে এমন যে কোনও বিষয় রোধ করতে তিনি আহ্বান জানান।
সমাবেশে জাতি গঠনে আলেম-ওলামাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, দুনিয়া থেকে দুর্নীতি, অনৈতিকতা ও অশ্লীলতা দূর করতে ইলম ও আলেমগণ অন্যতম উসিলা। তাদের মাধ্যমে মহান আল্লাহ তার আযাব-গজব থেকে আমাদেরকে হেফাজত করেন।
তিনি বলেন, নবীগণ যেভাবে তাদের কওমকে পথ দেখিয়েছেন, আলেমগণ সেভাবেই জনগণকে হেদায়েতের পথ দেখাবেন। ফলে জনগণ দৈনন্দিন জীবনযাপনে নবী-রাসূলদের দেখানো আদর্শ অনুযায়ী চলতে উৎসাহিত হবে।
কর্মকর্তাদের দায়িত্ব পালনে অবহেলা করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এরূপ বৈশিষ্ট্য অত্যন্ত ধ্বংসাত্মক ব্যাধি। এছাড়া ক্ষমতার অপব্যবহার করা থেকে তিনি কর্মকর্তাদের সতর্ক করেন। জনগণের সাথে তাদের আচরণ হবে ন্যায় ও শ্রদ্ধার ভিত্তিতে, তাদেরকে অবশ্যই ইসলামী বিধান ও মূল্যবোধ মেনে কাজকর্ম চালিয়ে যেতে হবে বলে তিনি নসিহত করেন।
তথ্যসূত্র:
1. IEA leader urges officials to avoid negligence, promote responsible governance
– https://tinyurl.com/4z7zp5vm
2. Amir al-Mu’minin Addresses Education Officials in Kandahar
– https://tinyurl.com/yezms3pz
Comment