Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ || ৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি|| ২৯শে আগস্ট, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ || ৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি|| ২৯শে আগস্ট, ২০২৫ ঈসায়ী

    শিক্ষা কর্মকর্তাদেরকে নবী-রাসূলগণের অনুসরণে আদর্শবান হয়ে উঠার প্রতি আমীরুল মু’মিনীনের আহ্বান



    নবী-রাসূলগণের তাকওয়ার শিক্ষা, আখলাক ও সুন্নাহর মানদণ্ডে অনুসরণীয় আদর্শ হয়ে উঠতে শিক্ষা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইমারতে ইসলামিয়ার সর্বোচ্চ আমির মৌলভী হিবাতুল্লাহ আখুন্দযাদা হাফিযাহুল্লাহ। গত ২৮ আগস্ট আফগানিস্তানের কান্দাহার প্রদেশে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ ও আলেম-ওলামাদের অংশগ্রহণে আয়োজিত ৩ দিনব্যাপী শুদ্ধাচারমূলক সেমিনারে তিনি এই মন্তব্য করেছেন।

    সমাবেশে উজব পরিত্যাগ ও আন্তরিকতার সাথে নিজ দায়িত্ব পালন করতে তিনি শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, শিক্ষকদের উচিত শিক্ষার্থীদের প্রতি দয়া ও যত্ন বাড়ানো, ছাত্র-ছাত্রীদের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা, এছাড়া ছোট-খাটো বিচ্যুতি হলেও তা থেকে শিক্ষার্থীদের বিরত রাখতে চেষ্টা করা উচিত। এছাড়া শিক্ষা প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে এমন যে কোনও বিষয় রোধ করতে তিনি আহ্বান জানান।

    সমাবেশে জাতি গঠনে আলেম-ওলামাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, দুনিয়া থেকে দুর্নীতি, অনৈতিকতা ও অশ্লীলতা দূর করতে ইলম ও আলেমগণ অন্যতম উসিলা। তাদের মাধ্যমে মহান আল্লাহ তার আযাব-গজব থেকে আমাদেরকে হেফাজত করেন।

    তিনি বলেন, নবীগণ যেভাবে তাদের কওমকে পথ দেখিয়েছেন, আলেমগণ সেভাবেই জনগণকে হেদায়েতের পথ দেখাবেন। ফলে জনগণ দৈনন্দিন জীবনযাপনে নবী-রাসূলদের দেখানো আদর্শ অনুযায়ী চলতে উৎসাহিত হবে।

    কর্মকর্তাদের দায়িত্ব পালনে অবহেলা করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এরূপ বৈশিষ্ট্য অত্যন্ত ধ্বংসাত্মক ব্যাধি। এছাড়া ক্ষমতার অপব্যবহার করা থেকে তিনি কর্মকর্তাদের সতর্ক করেন। জনগণের সাথে তাদের আচরণ হবে ন্যায় ও শ্রদ্ধার ভিত্তিতে, তাদেরকে অবশ্যই ইসলামী বিধান ও মূল্যবোধ মেনে কাজকর্ম চালিয়ে যেতে হবে বলে তিনি নসিহত করেন।


    তথ্যসূত্র:
    1. IEA leader urges officials to avoid negligence, promote responsible governance
    https://tinyurl.com/4z7zp5vm
    2. Amir al-Mu’minin Addresses Education Officials in Kandahar
    https://tinyurl.com/yezms3pz
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    ইমারতে ইসলামিয়ায় বিগত ৬ মাসে চিকিৎসা পেয়েছে ৪২ হাজারের অধিক মাদকসেবী


    বিগত ৬ মাসে আফগানিস্তানজুড়ে ৪২ হাজার ৬৮৩ জন মাদকাসক্ত ব্যক্তি চিকিৎসা লাভ করেছে। এর মধ্যে ৯৫৭ জন নারীও অন্তর্ভুক্ত আছে। চিকিৎসা শেষে তারা নিজ নিজ পরিবারে পুনরায় ফিরে এসেছে।

    ইমারতে ইসলামিয়ার জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডাঃ শরাফত জামান আমারখেল হাফিযাহুল্লাহ এই তথ্য প্রদান করেছেন।

    তিনি বলেন, মাদকাসক্তদের সামাজিক জীবনে পুনরায় একত্রিত করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে ইমারতে ইসলামিয়া সরকার। এই উদ্দেশ্যে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র সম্প্রসারণ ও মাদক বিরোধী সচেতনতা কর্মসূচি চলমান রয়েছে।

    তিনি আরও উল্লেখ করেন, মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য সারাদেশে প্রায় ৭০টি হাসপাতাল বর্তমানে সক্রিয় রয়েছে।

    উল্লেখ্য যে, বিগত ২ দশকে মার্কিন আগ্রাসন ও তাদের মদদপুষ্ট পুতুল সরকারের আমলে আফগানিস্তান বিশ্বের অন্যতম মাদক উৎপাদনকারী দেশে পরিণত হয়েছিল। ফলে দারিদ্র্যপীড়িত আফগানিস্তান একটি মারাত্নক সামাজিক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল।

    পক্ষান্তরে ইমারতে ইসলামিয়া সরকারের আমলে আফগানিস্তানে মাদক উৎপাদন পরিপূর্ণভাবে নিষিদ্ধ হয়েছে। এছাড়া মাদকসক্ত ব্যাক্তিরা চিকিৎসা লাভ করে স্বাভাবিক জীবনে ফিরে আসছে।


    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/248r685r
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      আফগানিস্তানের বাগলান প্রদেশে বাঙ্গি ও তরমুজ উৎপাদন বেড়েছে ১৫ শতাংশ


      চলতি বছর আফগানিস্তানের উত্তর বাগলান প্রদেশে বাঙ্গি ও তরমুজের ফলন ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চলতি মৌসুমকে একটি সফল মৌসুম হিসেবে তুলে ধরেছেন স্থানীয় কৃষকগণ।

      প্রদেশের কৃষি কর্মকর্তাগণ জানান, উন্নত বীজ, আধুনিক চাষ পদ্ধতি ও বিশেষজ্ঞদের প্রদানকৃত টেকনিক্যাল নির্দেশনার ফলে এই কৃতিত্ব অর্জন হয়েছে।

      তারা আরও জানান, এই বছরে ২ হাজার ২১০ হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়েছে, এতে প্রায় ৩৩ হাজার ১৫০ মেট্রিক টন তরমুজ উৎপাদিত হয়েছে। যা গত বছরের তুলনায় ১৫ শতাংশ বেশি।

      এছাড়া সারের মূল্য হ্রাস ও উন্নত মানের কৃষি উপকরণ সহজলভ্য হওয়ায় ইমারতে ইসলামিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় কৃষক সমাজ।

      উল্লেখ্য যে, ইমারতে ইসলামিয়ায় অবৈধ পপি চাষের পরিবর্তে তরমুজ, গম ও জাফরানের মতো বিকল্প ফসলের দিকে উৎসাহিত করতে কর্মসূচি চলমান রয়েছে। বাগলান কৃষি খাতের এই সাফল্য বৈধ ফসল চাষে ইমারতে ইসলামিয়ার বৃহত্তর প্রচেষ্টার একটি অংশ। এর মাধ্যমে একদিকে অবৈধ পপি চাষ নির্মূল হচ্ছে অপরদিকে খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ জীবনযাত্রার মান উন্নত হচ্ছে।

      ভিডিও লিংক:
      https://x.com/i/status/1959820467017293895

      তথ্যসূত্র:
      1. Melon and watermelon harvests rise 15% in Baghlan, farmers see fruitful season
      https://tinyurl.com/5ryyarwf
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        পাকিস্তানে শত্রু সেনা ক্যাম্পে ইত্তেহাদুল মুজাহিদিনের বীরত্বপূর্ণ ইস্তেশহাদী হামলা



        পাকিস্তানের খাইবার এজেন্সির তিরাহ উপত্যকায় দেশটির সামরিক বাহিনীর একটি ক্যাম্পে শক্তিশালী ইস্তেশহাদী হামলার ঘটনা ঘটেছে। প্রতিরোধ বাহিনী “ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তান” এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

        ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তানের (আইএমপি) কেন্দ্রীয় মুখপাত্র মাহমুদুল হাসান হাফিযাহুল্লাহ তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিশ্চিত করেছেন যে, শুক্রবার ২৯ আগস্ট ২০২৫ তারিখ সকাল ১০:২৫ মিনিটের সময়, (আইএমপি) এর সাহসী মুজাহিদ ক্বারী উমর আফ্রিদি, শত্রু সেনাবাহিনীকে লক্ষ্য বীরত্বপূর্ণ একটি ইস্তেশহাদী হামলা চালিয়েছেন।

        পাকিস্তানের খাইবার এজেন্সির তিরাহ উপত্যকায় অবস্থিত সেনাবাহিনীর একটি ঘাঁটি লক্ষ্য করে অভিযানটি চালানো হয়। এই আক্রমণের সময়, ঘাঁটির ভিতরে কয়েক ডজন শত্রু সৈন্য এবং একটি কনভয়ও সেখানে উপস্থিত ছিল। ইস্তেশহাদী মুজাহিদের উক্ত শক্তিশালী বিস্ফোরণের ফলে শত্রু সামরিক ঘাঁটির অর্ধেক অংশ ধসে পড়ে। ফলশ্রুতিতে শত্রু বাহিনীর ২টি ইউনিটে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে এবং বস্তুগত ক্ষতি হয়।

        ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তানের মুখপাত্র নিশ্চিত করেছেন যে, এই হামলায় শত্রু বাহিনীতে হতাহতের সংখ্যা এবং ক্ষয়ক্ষতির সম্পূর্ণ বিবরণ পারে বিস্তারিত জানানো হবে।

        তথ্যসূত্র:
        https://tinyurl.com/25k4fs9v
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          আফগান ভূখণ্ডে পাকিস্তানি ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তালিবান প্রতিরক্ষা মন্ত্রণালয়



          আফগান ভূখণ্ডে পাকিস্তানের ড্রোন ও বিমান হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে ইমারতে ইসলামিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই ঘটনা আফগানিস্তানের সার্বভৌমত্বের উপর আক্রমণ বলে বার্তায় উল্লেখ করা হয়েছে।

          এতে নারী ও শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।

          বার্তায় আরও জানানো হয়, এই ধরনের বর্বর ও নৃশংস কর্মকান্ডে কোনও পক্ষের উপকার নেই, বরং এতে দুই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে দূরত্ব ও ঘৃণা বৃদ্ধি পাবে। এমন দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের পরিণতি ভোগ করতে হবে বলেও বিবৃতিতে তুলে ধরা হয়েছে।

          তথ্যসূত্র:
          1. IEA-MoD Statement Regarding Pakistani Forces’ Attack on Afghanistan Sovereignty
          https://tinyurl.com/326hzbtn
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            সীমান্ত রক্ষায় কোনও প্রকার আপোষ করা হবে না: ড্রোন হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানকে ইমারতে ইসলামিয়া



            আফগানিস্তানে নানগারহার ও খোস্ত প্রদেশে পাকিস্তান সেনাবাহিনীর ড্রোন হামলার ঘটনার প্রতিক্রিয়ায় কাবুলে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতকে তলব করেছে ইমারতে ইসলামিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এই হামলার জবাবে প্রাথমিকভাবে পাকিস্তান প্রশাসনকে আনুষ্ঠানিক প্রতিবাদপত্র পাঠিয়েছে ইমারতে ইসলামিয়া।

            আফগান আকাশসীমা লঙ্ঘন ও ডুরান্ড লাইনের নিকটে বেসামরিক নাগরিকদের উপর পাকিস্তানি সামরিক বাহিনীর এমন হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইমারতে ইসলামিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। উক্ত হামলায় ৩ জন শহীদ ও আরও ৭ জন আহত হয়েছেন।

            এই হামলাকে আফগানিস্তানের সার্বভৌমত্বের বিরুদ্ধে সরাসরি অবমাননা এবং একটি উস্কানিমূলক ঘটনা হিসেবে বিবেচনা করছে ইমারতে ইসলামিয়া।

            প্রতিবাদ বার্তায় পাকিস্তান কর্তৃপক্ষকে সতর্ক করে বলা হয়, সীমান্ত রক্ষা করতে কোনও ধরনের আপোষ করবে না ইমারতে ইসলামিয়া সরকার। এই ধরনের বেপরোয়া কর্মকাণ্ডের বিরুদ্ধে তালিবান সরকার অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে।

            উল্লেখ্য যে, এর আগেও নানা অজুহাতে আফগান ভূখণ্ডকে লক্ষ্যবস্তু করেছিল পাকিস্তান সরকার, তবে এই ধরনের হামলার বিরুদ্ধে শক্তিশালী প্রতিক্রিয়া জানিয়ে এসেছে তালিবান প্রশাসন।

            তথ্যসূত্র:
            1. Kabul summons Pakistani ambassador
            https://tinyurl.com/yupp4z3m
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment


            • #7
              পাকিস্তানের বর্বরতা: আফগানিস্তানের খোস্ত ও নানগারহার প্রদেশে ড্রোন হামলায় ৩ শিশু শহীদ


              আফগানিস্তানের নানগারহার ও খোস্ত প্রদেশে ২৭ আগস্ট রাতে বেসামরিক নাগরিকদের উপর পাকিস্তানি ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

              খোস্ত প্রদেশের প্রাদেশিক মুখপাত্র মুস্তাগফার গুরবাজ হাফিযাহুল্লাহ বলেন, প্রদেশের ডুরান্ড লাইনের নিকটে সুরখাক এলাকায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে পাকিস্তানি ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে ৩ জন শিশু শহীদ ও ৫ জন আহত হয়। আহতদের মধ্যে নারী, শিশুও রয়েছে। গত ২৮ আগস্ট রাতে হাজি নাঈম গুল নামে এক স্থানীয় ব্যক্তির বাড়ির উপর এই হামলাটি ঘটে।

              অপরদিকে নানগারহার প্রদেশের শিনওয়ার জেলায় ২৮ তম উপত্যকা এলাকায় ২টি পাকিস্তানি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে ৩ শিশু ও এক মহিলা আহত হয়েছেন। আহতদের শারীরিক অবস্থা বর্তমানে স্বাভাবিক রয়েছে। স্থানীয় শাহ সাওয়ার নামে একজন বেসামরিক নাগরিকের বাড়ির উপর এই হামলার ঘটনা ঘটে।

              এই ঘটনায় ইমারতে ইসলামিয়ার নানগারহার প্রদেশের উপগভর্নর মৌলভী আজিজুল্লাহ মুস্তাফা হাফিযাহুল্লাহ উদ্বেগ প্রকাশ করেছেন। এই ধরনের পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে তিনি বর্ণনা করেছেন।


              তথ্যসূত্র:
              1. Innocent Civilians Targeted in Nangarhar and Khost
              https://tinyurl.com/w9a2fsky
              নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

              Comment

              Working...
              X