Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ || ১০ ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি|| ৩রা সেপ্টেম্বর, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ || ১০ ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি|| ৩রা সেপ্টেম্বর, ২০২৫ ঈসায়ী

    পাকিস্তানের বান্নুতে ইত্তেহাদুল মুজাহিদিনের শক্তিশালী সামরিক অপারেশন: হতাহত ৮৪ শত্রু সেনা


    পাকিস্তান ভিত্তিক সশস্ত্র ইসলামি প্রতিরোধ বাহিনী ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তান (আইএমপি) গত ২ সেপ্টেম্বর মঙ্গলবার, পাকিস্তানের বান্নু জেলায় একটি বিস্তৃত সামরিক অপারেশন পরিচালনা করেছেন। এতে ৫৩ শত্রু সৈন্য নিহত এবং আরও ৩১ শত্রু সৈন্য আহত হয়েছে।

    আইএমপি মুখপাত্র মাহমুদুল হাসান (হাফিযাহুল্লাহ) জানান, বিস্তৃত এই অভিযানটি মঙ্গলবার ভোর ৫:১০ মিনিটের সময় বান্নু জেলায় এফসি ফোর্সের একটি গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র লক্ষ্য করে চালানো হয়। মুজাহিদিনরা প্রথমে শত্রু বাহিনীর সামরিক কেন্দ্রটি লক্ষ্য করে একটি শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণ ঘটান।

    এই বিস্ফোরণের পরপরই, ৪ জন ইস্তেশহাদী মুজাহিদ সামরিক ক্যাম্পে প্রবেশ করেন। তাদের মধ্যে একজন শহীদ হন এবং বাকি ৩ জন মুজাহিদ প্রায় ১২ ঘন্টা ধরে দীর্ঘ যুদ্ধের মাধ্যমে ক্যাম্পের বিভিন্ন অংশের নিয়ন্ত্রণ নেন। এসময় মুজাহিদিনরা শত্রু বাহিনীর একটি অংশকে এমন স্থানে অবরোধ করতে সক্ষম হন, যেখানে এফসি সদস্যদের কাছে প্রয়োজনীয় অস্ত্র পর্যাপ্ত পরিমাণ ছিল না এবং বাহির থেকে সাহায্য প্রবেশও কঠিন ছিলো। ফলে অভিযান চলাকালে দেশটির পুলিশ এবং সিটিডি কর্মীরা বাহির থেকে ক্যাম্পের ভিতরে প্রায় ৮ বার প্রবেশ করে অভিযান পরিচালনা চেষ্টা করে। কিন্তু প্রতিবারই মুজাহিদদের তীব্র আক্রমণে শত্রুর এই প্রচেষ্টা ব্যর্থ হয়।

    ফলশ্রুতিতে এই অভিযানের সময়, মুজাহিদদের হামলায় শত্রু বাহিনীর ৫৩ সদস্য নিহত এবং আরও ৩১ সৈন্য আহত হয়। সেই সাথে ক্যাম্পের বিভিন্ন অবকাঠামো এবং সামরিক সরঞ্জাম ধ্বংস হয়। অবশেষে, ১২ ঘন্টা দীর্ঘ যুদ্ধের পর, ইত্তেহাদুল মুজাহিদিনের ৫ জন মুজাহিদ শরিয়াহ বাস্তবায়নের এই লড়াইয়ে শত্রু বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত অবস্থায় শাহাদাত বরণ করেন।

    তথ্যসূত্র:
    https://tinyurl.com/5ajv4htb
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    গাজায় মুজাহিদদের অভিযানে জায়োনিস্ট বাহিনীর ৪টি সাঁজোয়া যান ধ্বংস: হতাহত অসংখ্য


    গাজায় জায়োনিস্ট বাহিনীর অবিরত ধ্বংসযজ্ঞের মধ্যেও আল-কাসসাম ব্রিগেডের নেতৃত্বে মুজাহিদিনরা প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় গত ৩০ ও ৩১ আগস্ট গাজায় মুজাহিদদের পরিচালিত আক্রমণে জায়োনিস্ট বাহিনীর ৪ ট্যাংক ও এপিসি ধ্বংস হয়েছে।

    আল-কাসসাম ব্রিগেডের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৩১ আগস্ট রবিবার সকালে, মুজাহিদিনরা গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শহরের পশ্চিমে একটি সফল অভিযান পরিচালনা করেছেন। অভিযানটি শহরের আল-নাজলা এলাকায় একটি উচ্চ-বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে জায়োনিস্ট সৈন্যদের বহনকারী একটি এপিসি লক্ষ্য করে চালানো হয়েছে। এতে শত্রুদের বহনকারী যানটি ধ্বংস হয়ে যায় এবং শত্রু বাহিনীতে হতাহতের ঘটনা ঘটে। পরে হতাহত সৈন্যদের সরিয়ে নিতে এলাকায় জায়োনিস্ট বাহিনীর ২টি হেলিকপ্টার অবতরণ করতে দেখা যায়।

    এদিন মুজাহিদিনরা গাজা শহরের দক্ষিণে আল-জায়তুন এলাকায়ও একটি সফল আক্রমণ চালিয়েছেন। এলাকার দক্ষিণে অনুপ্রবেশকারী জায়োনিস্ট বাহিনীর সৈন্য এবং যানবাহনগুলোর একটি সমাবেশ লক্ষ্য করে মুজাহিদিনরা মর্টার শেল ব্যবহার করে আক্রমণটি পরিচালনা করেন।

    এমনিভাবে শনিবার ৩০ আগস্ট, গাজা শহরের দক্ষিণে জায়তুন পাড়ার ৮ নম্বর স্ট্রিটে মুজাহিদিনরা শত্রু বাহিনীকে ২টি শেল দিয়ে সফলভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করেন। মুজাহিদিনরা প্রথমে একটি “আল-ইয়াসিন ১০৫” শেল দিয়ে একটি “মেরকাভা” ট্যাঙ্ক লক্ষ্যবস্তুতে পরিণত করেন, পরে একটি “শাওয়াজ” ইএফপি দিয়ে একটি D9 সামরিক বুলডোজার লক্ষ্যবস্তুতে পরিণত করেন।

    এর আগে ২৯ আগস্ট শুক্রবার, মুজাহিদিনরা গাজা শহরের দক্ষিণে, জায়তুন এলাকায় একটি শক্তিশালী স্থল বোমা ব্যবহার করে জায়োনিস্ট বাহিনীর উপর সফল আক্রমণ চালান। জায়তুন এলাকার দক্ষিণে একটি স্কুলের পাশে জায়োনিস্ট সৈন্যদের বহনকারী একটি এপিসি যান লক্ষ্য করে বিস্ফোরণটি ঘটানো হয়। এতে শত্রু সাঁজোয়া যানটি ধ্বংস হয়ে যায় এবং তাতে থাকা জায়োনিস্ট সৈন্যরা হতাহতের শিকার হয়। পরে হতাহত সৈন্যদের সরিয়ে নিতে ঘটনাস্থলে একটি হেলিকপ্টার অবতরণ করতে দেখা যায়।


    তথ্যসূত্র:
    https://tinyurl.com/jc9686f4
    https://tinyurl.com/34ausuev
    https://tinyurl.com/4c727tf6
    https://tinyurl.com/yahwa7bz
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment

    Working...
    X