গাজায় প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ৪ ইসরায়েলি সেনা নিহত

গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে চলমান প্রতিরোধ লড়াইয়ে নতুন করে ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইহুদিবাদী দখলদার ইসরায়েল। ৮ সেপ্টেম্বর, সোমবার উত্তর গাজায় আগ্রাসন চালাতে গিয়ে চার দখলদার ইসরায়েলি সেনা নিহত হয়েছে। দখলদার বাহিনীর নিজস্ব ঘোষণাতেই এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মুক্তিকামী যোদ্ধাদের সাহসী প্রতিরোধে ইসরায়েলি সেনারা গাজা শহরের অভ্যন্তরে টিকতে না পেরে বারবার হতাহত হচ্ছে।
‘হাদাশোত বাজমান’ নামে একটি ইসরায়েলি সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, সোমবার ভোরের দিকে প্রতিরোধ যোদ্ধারা একটি ইসরায়েলি ট্যাংকের ওপর আইইডি বিস্ফোরণ ঘটায়। এরপর তারা ট্যাংকটিতে গুলি চালিয়ে আগুন ধরিয়ে দেয়, যার ফলে ট্যাংকের সব সদস্য নিহত হয়। ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, হেলিকপ্টার করে আহতদেরকে তেল আবিবের ইকোলভ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দখলদার ইসরায়েলি বাহিনী জানায়, নিহত চার সেনা সবাই ৪০১তম সাঁজোয়া ব্রিগেডের ৫২তম ব্যাটালিয়নের সদস্য ছিল। স্থানীয় সংবাদপত্র ইয়েদিয়থ আহরোনথ জানিয়েছে, গাজা শহরের একটি সুরক্ষিত অবস্থানে হামাসের আক্রমণে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় অক্টোবর ২০২৩ থেকে গাজায় নিহত ইসরায়েলি সেনাদের সংখ্যা দাঁড়ালো ৯০৪-এ।
যদিও হতাহতের প্রকৃত সংখ্যা এর চেয়ে বহুগুণ বেশি কিন্তু নিজেদের ব্যর্থতা ঢাকতে ইহুদিবাদী দখলদার পক্ষ বরাবরের মত এ সংক্রান্ত তথ্য গোপন করে আসছে।
দখলদার সেনারা বর্তমানে গাজা শহর সম্পূর্ণ দখলে নেওয়ার পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। তবে প্রতিরোধ যোদ্ধা এবং স্থানীয় জনগণের দৃঢ় অবস্থান ইসরায়েলের এই দখল পরিকল্পনাকে ব্যর্থ করে দিচ্ছে প্রতিনিয়ত। গাজার জনগণের ওপর দীর্ঘ অবরোধ ও ধারাবাহিক হত্যাযজ্ঞ চালিয়েও সন্ত্রাসী ইসরায়েল এখনো তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে ব্যর্থ।
তথ্যসূত্র:
1. 4 Israeli soldiers killed in fighting in northern Gaza, military says
– https://tinyurl.com/yjrp4zry
2. 4 Israeli soldiers killed in fighting in northern Gaza, military says
– https://tinyurl.com/49ht6v9y
Comment