কাতারে হামাস কার্যালয়ে হামলায় সকল মানবিক নিয়মনীতি লঙ্ঘন করেছে ইসরায়েল: ইমারতে ইসলামিয়া

কাতারের রাজধানী দোহায় অবস্থিত ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন (হামাস) এর রাজনৈতিক কার্যালয়ে সন্ত্রাসী ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। বিবৃতিকে এই হামলাকে মানবিক মূল্যবোধ ও নিয়মনীতির লঙ্ঘন বলে বর্ণনা করা হয়েছে। এছাড়া এটি স্বাধীন কাতার রাষ্ট্রের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
বার্তায় আরও জানানো হয়, মানবিক আইন ও প্রতিষ্ঠিত রাজনৈতিক নিয়মকানুন বারবার নির্লজ্জভাবে লঙ্ঘন করছে ইহুদিবাদি ইসরায়েল। তারা ক্রমাগত অপরাধ করেই চলেছে। অথচ প্রভাবশালী দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলো বরাবরের মতই নীরব, যা অত্যন্ত দুঃখজনক।
গত ৯ই সেপ্টেম্বর সংঘটিত এই হামলায় হামাসের বেশ কয়েকজন সদস্য শহীদ হয়েছেন। বার্তায় শহীদ পরিবার ও ফিলিস্তিনি মুজাহিদিনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে ইমারতে ইসলামিয়া। এছাড়া শহীদদের জন্য সর্বোচ্চ জান্নাত ও তাদের প্রিয়জনদের জন্য ধৈর্য চেয়ে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়েছে।
ইসরায়েলের আগ্রাসন ও অপরাধ অবিলম্বে বন্ধ করতে বিবৃতিতে জোরালোভাবে দাবি জানানো হয়। একইসাথে ফিলিস্তিন রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে আহ্বান জানানো হয়।
বিবৃতিতে ইহুদিবাদী সন্ত্রাসীদের উপর মহান আল্লাহর গজব কামনা করা হয়। সর্বশক্তিমান আল্লাহ যেন এই সন্ত্রাসী জাতিকে ধ্বংস করেন, যা হবে পৃথিবীর জালেম গোষ্ঠীগুলোর জন্য একটি শিক্ষা ও সতর্কবার্তা।
তথ্যসূত্র:
1. Statement of the Islamic Emirate of Afghanistan Regarding the Israeli Attack on Qatar
– https://tinyurl.com/4br7zyut