ভূমিকম্পে উদ্ধারকারী কর্মীদের প্রতি তালিবান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক সম্মাননা প্রদান

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্ধারে অবদান রাখার জন্য একাধিক উদ্ধারকারী টিমকে আনুষ্ঠানিক সম্মাননা প্রদান করেছে ইমারতে ইসলামিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই সকল টিমের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ৪০০ শয্যাবিশিষ্ট শহীদ সরদার মুহাম্মদ দাউদ খান হাসপাতালের মেডিক্যাল টিম, ২০১ তম খালিদ বিন ওয়ালিদ কোরের সেনাসদস্যগণ, তালিবান বিমান বাহিনীর উদ্ধারকারী টিম, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সংবাদ মাধ্যম ও অন্যান্য উদ্ধারকারী দল।
অনুষ্ঠানে উদ্ধারকারী দলগুলোর নিবেদিত প্রচেষ্টার প্রশংসা এবং তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিরক্ষা মন্ত্রী মৌলভী মুহাম্মদ ইয়াকুব মুজাহিদ হাফিযাহুল্লাহ। তিনি বলেন, আপনাদের অবদান ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, আমরা কখনও এই অবদান ভুলবো না। মহান আল্লাহ আপনাদের প্রতি সন্তুষ্ট হোন।
তিনি জনগণকে আশ্বস্ত করে বলেন, আমাদের বিমান ও পদাতিক বাহিনীর কর্মীগণ নাগরিকদের সেবায় নিয়োজিত রয়েছেন। যে কোনও পরিস্থিতিতে তারা জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে।
এছাড়া তিনি ইমারতে ইসলামিয়ার অন্যান্য সংস্থা ও ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়েছেন, যারা এই কঠিন দুর্যোগে দেশবাসীর সহায়তায় পাশে দাঁড়িয়েছেন।
তথ্যসূত্র:
1. Ministry of National Defense Lauds Rescue Teams for Earthquake Relief Efforts
– https://tinyurl.com/4t5fa8hr