১ কোটি ডলার বিনিয়োগে আফগানিস্তানের হেরাতে বৈদ্যুতিক রিকশা ও মোটরসাইকেল কারখানা উদ্বোধন

আফগানিস্তানের হেরাত প্রদেশে প্রায় ১ কোটি মার্কিন ডলার বিনিয়োগে নতুন একটি বৈদ্যুতিক রিকশা ও মোটরসাইকেল তৈরি কারখানা উদ্বোধন করা হয়েছে। কারখানাটি হেরাত ইন্ডাস্ট্রিয়াল পার্কে গড়ে তোলা হয়েছে। পরিবেশ বান্ধব যানবাহন তৈরিতে এটি যুগোপযোগী পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
কারখানাটির বিভিন্ন বিভাগে বর্তমানে প্রায় ১০০ জন কর্মচারী কাজ করছেন। এটিতে দৈনিক কয়েক ডজন বৈদ্যুতিক মোটরসাইকেল ও রিকশা তৈরি হয়ে থাকে, যা উন্নত মানের এবং অল্প বিদ্যুৎ শক্তি দ্বারা চালনা করা যায়।
হেরাতের কারখানা ও খনি সংশ্লিষ্ট চেম্বারের প্রধান নাসির আমিন হাফিযাহুল্লাহ বলেন, শিল্পপতিদের প্রতি সুযোগ-সুবিধা দেশে শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ফলে শিল্পপার্কে মেশিন উৎপাদনেও উল্লেখযোগ্য অগ্রগতি প্রত্যক্ষ করা যাচ্ছে।
অপরদিকে, মেশিন তৈরির ক্ষেত্রে পরিবেশ সুরক্ষার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানিয়েছেন হেরাত পরিবেশ সংরক্ষণ বিভাগের প্রধান মৌলভী আব্দুল আলী মুত্তাকি হাফিযাহুল্লাহ। এই উদ্দেশ্যে বৈদ্যুতিক যানবাহন তৈরি মূল্যবান একটি উদ্যোগ বলে তিনি বর্ণনা করেছেন।
কারখানাটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, দেশজুড়ে সবুজ অর্থনীতি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে তাদের প্রচেষ্টা রয়েছে। এই লক্ষ্যে ভবিষ্যতে বৈদ্যুতিক কার উৎপাদন শুরুর পরিকল্পনাও তাদের রয়েছে।
তথ্যসূত্র:
1.Factory for Rickshaws and Electric Motorcycles Inaugurated in Herat
– https://tinyurl.com/yeshdkzc
Comment