আফগানিস্তান ও আমেরিকার মধ্যে বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত

আফগানিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বন্দি বিনিময় সংক্রান্ত চুক্তি হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর কাবুলে অনুষ্ঠিত আলোচনায় মার্কিন বিশেষ দূত অ্যাডাম বোহলার, প্রাক্তন মার্কিন দূত জিলমেই খালিলজাদ এবং আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি হাফিযাহুল্লাহ অংশ নেন।
ইমারতে ইসলামিয়ার ডেপুটি মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত হাফিযাহুল্লাহ জানিয়েছেন, ‘আডাম বোহলার আফগানিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দিদের বিষয়ে উল্লেখ করে বলেছেন যে উভয় দেশ তাদের বন্দিদের বিনিময় করবে।’
রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, যত বেশি সংলাপ ও আলোচনা হবে, তত বেশি অবিশ্বাস দূর হবে এবং কূটনৈতিক সম্পর্ক ধীরে ধীরে অর্থনৈতিক ক্ষেত্রে রূপান্তরিত হবে। আফগানিস্তানে স্থিতিশীলতা ও নিরাপদ পরিবেশ তৈরি হওয়ায় এখন আমেরিকা, ইউরোপসহ বিভিন্ন দেশ ইমারতে ইসলামিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী।
এটি বছরের মধ্যে কাবুলে মার্কিন প্রতিনিধি দলের দ্বিতীয় সফর। গত ১৩ সেপ্টেম্বর তারা ইমারতে ইসলামিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে, যার মধ্যে ছিলেন অর্থনৈতিক বিষয়ক উপ-প্রধানমন্ত্রী মোল্লা আবদুল গণি বারাদার আখুন্দ হাফিযাহুল্লাহ এবং পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি হাফিযাহুল্লাহ।
তথ্যসূত্র:
1. Kabul and Washington Reportedly Reach Prisoner Exchange Agreement
– https://tinyurl.com/mryp3v9z
Comment