তিনজন এতিমকে সৎ মায়ের নির্যাতন থেকে উদ্ধার করল ইমারতে ইসলামিয়া প্রশাসন

আফগানিস্তানের হেরাত প্রদেশে তিনজন এতিম শিশুকে তাদের সৎ মায়ের শত্রুতা এবং পারিবারিক নির্যাতন থেকে উদ্ধার করেছে ইমারতে ইসলামিয়া প্রশাসন। এই শিশুরা দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হচ্ছিল।
গত ১৭ সেপ্টেম্বর ইমারতে ইসলামিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে, হেরাত প্রদেশের সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা শিশুগুলোকে উদ্ধার করে। এবং তাদেরকে নিরাপদ আশ্রয়ের জন্য এতিমখানায় হস্তান্তর করেছেন। কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে এখন শিশুরা সুস্থ ও সুরক্ষিত পরিবেশে লালন-পালনের সুযোগ পাবে।
মন্ত্রণালয় জানিয়েছে যে, আফগানিস্তানে কোনো ব্যক্তি কোনো অজুহাতে অন্যের আইনি অধিকার লঙ্ঘন করতে পারবে না। এর পূর্বে বহু অনুরূপ ঘটনা প্রতিরোধ করা হয়েছে, এবং এ পর্যন্ত শত শত নারী ও এতিমকে পারিবারিক নির্যাতন এবং সহিংসতার হাত থেকে রক্ষা করা হয়েছে।
তথ্যসূত্র:
1. هرات کې درې يتيمان له کورني بند او فزيکي ځورونې وژغورل شول
– https://tinyurl.com/erfhuw9h
Comment