খাইবার ও উত্তর ওয়াজিরিস্তানে ৩টি সামরিক পোস্টে ইত্তেহাদুল মুজাহিদিনের সফল অভিযান

পাকিস্তান ভিত্তিক সশস্ত্র ইসলামি প্রতিরোধ বাহিনী ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তান (আইএমপি)। দলটি নিশ্চিত করেছে যে, মুজাহিদিনরা পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান ও খাইবার এজেন্সিতে শত্রু সেনাবাহিনীকে লক্ষ্য করে ৩টি সফল অভিযান পরিচালনা করেছেন।
আইএমপি মুখপাত্র মাহমুদুল হাসান (হাফিযাহুল্লাহ) কর্তৃক জারি করা বিবৃতি অনুযায়ী, মুজাহিদিনরা গত ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার, পাকিস্তানের খাইবার এজেন্সির তিরাহ উপত্যকায় একটি অভিযান পরিচালনা করেছেন। অভিযানটি উপত্যকায় অবস্থিত সেনাবাহিনীর একটি পোস্ট লক্ষ্য করে স্নাইপার দিয়ে চালানো হয়। ফলে এক শত্রু সৈন্য নিহত হয়। পরে মুজাহিদিনরা উক্ত পোস্টের জল সরবরাহ লাইনও ধ্বংস করে দেন।
এদিকে গত ১৯ সেপ্টেম্বর শুক্রবার, মুজাহিদিনরা উত্তর ওয়াজিরিস্তানের হাসান খেইল এলাকায় একটি অভিযান পরিচালনা করেন। উক্ত এলাকার শেমিরি টাওয়ারে অবস্থানরত শত্রু সৈন্যদের টার্গেট করে স্নাইপার ব্যবহার করে মুজাহিদিনরা আক্রমণটি পরিচালনা করেন। মুজাহিদদের সফল এই অভিযানে নৃশংস ২ শত্রু সৈন্য নিহত হয়।
এমনিভাবে গত ২০ সেপ্টেম্বর শনিবার, মুজাহিদিনরা খাইবার এজেন্সির তিরাহ উপত্যকায় অবস্থিত শত্রু বাহিনীর বদর পোস্টে একটি গ্রেনেড ব্যবহার করে আক্রমণ চালান। মুজাহিদদের নিক্ষিপ্ত গ্রেনেডটি পোস্টের ভিতরে বিকট শব্দে বিস্ফোরিত হয়। ‘আইএমপি’ মুখপাত্র এই আক্রমণে শত্রু বাহিনীতে জানমালের ক্ষয়ক্ষতির প্রবল সম্ভাবনা কথা জানান।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/yc5nex4a
– https://tinyurl.com/ykcmwmbv
– https://tinyurl.com/hxtknenk
Comment