আফগান রাষ্ট্রদূতের সঙ্গে ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের জাকার্তাস্থ রাষ্ট্রদূত মৌলভি সাদুল্লাহ বালুচ (হাফিযাহুল্লাহ) ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ আনিস মাতারের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।
২৩ সেপ্টেম্বর ইমারতে ইসলামিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, বৈঠকে উভয় পক্ষ কাবুল ও জাকার্তার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং বিভিন্ন খাতে বিশেষকরে রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষাগত ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
রাষ্ট্রদূত মৌলভি সাদুল্লাহ বালুচ বৈঠকে উল্লেখ করেন, কাবুল ও জাকার্তার মধ্যে অব্যাহত সহযোগিতা আফগানিস্তান ও ইন্দোনেশিয়ার সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। তিনি দ্বিপাক্ষিক সহযোগিতা এগিয়ে নিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও, বৈঠকে উভয় পক্ষ মুসলিম দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব এবং উন্নয়নমূলক সম্পর্ক প্রতিষ্ঠায় যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তথ্যসূত্র:
1. IEA Ambassador in Jakarta Meets Indonesian Deputy Foreign Minister
– https://tinyurl.com/4jhsvv2e
Comment