আফগানিস্তানের নানগারহারে খ্রিস্টান মিশনারির সাথে জড়িত এক দম্পতির ইসলাম গ্রহণ

ফগানিস্তানের নানগারহার প্রদেশে এক বিদেশি নারী ও তার আফগান স্বামী ইসলাম গ্রহণ করেছেন। আফগান ব্যক্তিটি মূলত আফগানিস্তানের কাপিসা প্রদেশের স্থানীয় বাসিন্দা।
নানগারহার প্রাদেশিক মিডিয়া অফিস জানায়, এর আগে এই দম্পতি মিশনারিতে খ্রিস্টান ধর্ম প্রচারের সাথে জড়িত ছিলেন। পরবর্তীতে আফগান আলেমদের পরামর্শে তারা দ্বীন ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন শুরু করেন।
জ্ঞান অর্জনের এই যাত্রা তাদেরকে দ্বীন ইসলাম গ্রহণের পথে পরিচালিত করেছে। ইমারতে ইসলামিয়ার প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি বিভাগের ব্যবস্থাপনায় এক বৈঠকে তারা আনুষ্ঠানিকভাবে কালেমা শাহাদাতের সাক্ষ্য ঘোষণা করেছেন।
বৈঠকে নিজের ইসলাম গ্রহণের ঘটনা তুলে ধরেছেন উক্ত আফগান বাসিন্দা। তিনি বলেন, ২০১০ সালে আমি খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছিলাম। আমি ও আমার স্ত্রী লোকদেরকে খ্রিস্টান ধর্ম অনুসরণের দাওয়াত দিয়ে আসছিলাম। তবে সাম্প্রতিক বছরগুলোতে আলেমদের উৎসাহে আমরা ইসলামের সত্যতা উপলব্ধি করতে পেরেছি। আজ পূর্ণ বিশ্বাসের সাথে আমরা এই পবিত্র দ্বীন গ্রহণ করছি।
বাকি জীবন দ্বীন ইসলাম অনুসারে চলতে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এই দম্পতি। এছাড়া নিজ সম্প্রদায়ের মধ্যে ইসলামী শিক্ষা ও মূল্যবোধ প্রচার-প্রসারে কাজ করতে তারা অভিপ্রায় ব্যক্ত করেছেন।
তথ্যসূত্র:
1. Foreign woman and Afghan husband embrace Islam after years of promoting Christianity in Nangarhar
– https://tinyurl.com/bdeyauab
Comment