Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ || ১লা রবিউল আখির, ১৪৪৭ হিজরি|| ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ || ১লা রবিউল আখির, ১৪৪৭ হিজরি|| ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ঈসায়ী

    আফগানিস্তানের নানগারহারে খ্রিস্টান মিশনারির সাথে জড়িত এক দম্পতির ইসলাম গ্রহণ


    ফগানিস্তানের নানগারহার প্রদেশে এক বিদেশি নারী ও তার আফগান স্বামী ইসলাম গ্রহণ করেছেন। আফগান ব্যক্তিটি মূলত আফগানিস্তানের কাপিসা প্রদেশের স্থানীয় বাসিন্দা।

    নানগারহার প্রাদেশিক মিডিয়া অফিস জানায়, এর আগে এই দম্পতি মিশনারিতে খ্রিস্টান ধর্ম প্রচারের সাথে জড়িত ছিলেন। পরবর্তীতে আফগান আলেমদের পরামর্শে তারা দ্বীন ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন শুরু করেন।

    জ্ঞান অর্জনের এই যাত্রা তাদেরকে দ্বীন ইসলাম গ্রহণের পথে পরিচালিত করেছে। ইমারতে ইসলামিয়ার প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি বিভাগের ব্যবস্থাপনায় এক বৈঠকে তারা আনুষ্ঠানিকভাবে কালেমা শাহাদাতের সাক্ষ্য ঘোষণা করেছেন।

    বৈঠকে নিজের ইসলাম গ্রহণের ঘটনা তুলে ধরেছেন উক্ত আফগান বাসিন্দা। তিনি বলেন, ২০১০ সালে আমি খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছিলাম। আমি ও আমার স্ত্রী লোকদেরকে খ্রিস্টান ধর্ম অনুসরণের দাওয়াত দিয়ে আসছিলাম। তবে সাম্প্রতিক বছরগুলোতে আলেমদের উৎসাহে আমরা ইসলামের সত্যতা উপলব্ধি করতে পেরেছি। আজ পূর্ণ বিশ্বাসের সাথে আমরা এই পবিত্র দ্বীন গ্রহণ করছি।

    বাকি জীবন দ্বীন ইসলাম অনুসারে চলতে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এই দম্পতি। এছাড়া নিজ সম্প্রদায়ের মধ্যে ইসলামী শিক্ষা ও মূল্যবোধ প্রচার-প্রসারে কাজ করতে তারা অভিপ্রায় ব্যক্ত করেছেন।


    তথ্যসূত্র:
    1. Foreign woman and Afghan husband embrace Islam after years of promoting Christianity in Nangarhar
    https://tinyurl.com/bdeyauab
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    আফগানিস্তানের হেরাত শিল্প নগরীতে আরও ১০টি নতুন শিল্প কারখানা উদ্বোধন



    আফগানিস্তানের হেরাত শিল্প নগরীতে ১০টি নতুন শিল্প কারখানা উদ্বোধন করা হয়েছে, এতে ৬ কোটি মার্কিন ডলারের অধিক বিনিয়োগ করা হয়েছে।

    কর্মকর্তাগণ জানায়, নতুন এই কারখানাগুলো ওষুধ, চিকিৎসা সরঞ্জামাদি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং তুলা উল উৎপাদনের সাথে সংশ্লিষ্ট।

    নতুন কারখানা স্থাপনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন হেরাত প্রদেশের গভর্নর শাইখ মাওলানা ইসলাম জার হাফিযাহুল্লাহ। তিনি বলেন, এই উদ্যোগের ফলে শত শত ব্যক্তির কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

    হেরাত কারখানা ও খনি সংক্রান্ত কার্যালয় ডেপুটি চেয়ারম্যান আব্দুল নাসের আমিন জানান, ইমারতে ইসলামিয়া সরকার ক্ষমতায় আসার পর হেরাত শিল্প নগরীতে কারখানার সংখ্যা ১২০ থেকে বেড়ে ১,১৭০টি এসে দাঁড়িয়েছে।


    তথ্যসূত্র:
    1. 10 New Factories Open in Herat with Investment of Over $60 Million
    https://tinyurl.com/5n7vv5jp
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      বাগরাম আফগান ভূখণ্ড, কারও সঙ্গে সমঝোতা নয়: জাবিহুল্লাহ মুজাহিদ


      আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইমারতে ইসলামিয়ার মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ। তিনি স্পষ্ট করে বলেছেন, “বাগরাম ঘাঁটি আফগান ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। দেশটির এক ইঞ্চি জমিও বিদেশিদের হাতে হস্তান্তর করা হবে না।”

      গত ২৩ সেপ্টেম্বর আরবি সংবাদমাধ্যম আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, “আফগানিস্তানের জনগণ তাদের দেশে কোনো বিদেশি বাহিনীর উপস্থিতি মেনে নেবে না। তিনি জানান, আমেরিকানদের উচিত আফগানদের সঙ্গে কূটনৈতিক ও যুক্তিসঙ্গতভাবে যোগাযোগ করা। সামরিক চাপ বা দখলদারিত্বের পথ ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও ব্যর্থ হবে।”

      সম্প্রতি ট্রাম্প দাবি করেছিল, বাগরাম বিমানঘাঁটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের জন্য আফগান সরকারের সঙ্গে আলোচনা চলছে। তার ভাষ্য অনুযায়ী, ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের প্রয়োজন কারণ এটি চীনের পারমাণবিক স্থাপনাগুলোর কাছাকাছি অবস্থিত।

      জাবিহুল্লাহ মুজাহিদ এই দাবি প্রত্যাখ্যান করে বলেন, বাগরাম নিয়ে কোনো আলোচনা হয়নি এবং হবেও না। বর্তমানে কেবল বন্দি বিনিময় ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে ওয়াশিংটনের সঙ্গে কথাবার্তা চলছে।

      তিনি সতর্ক করে বলেন, “আফগানরা দখলদারিত্ব নিয়ে অত্যন্ত সংবেদনশীল। যদি আবারও সামরিক চাপ বা দখলের চেষ্টা হয়, আফগান জনগণ অতীতের মতোই প্রতিরোধ গড়ে তুলবে।” তিনি জোর দিয়ে বলেন, “আমরা গত ২০ বছর আমাদের দেশ ও জাতীয় সম্মান রক্ষা করেছি, ভবিষ্যতেও প্রয়োজনে একইভাবে প্রতিরক্ষা করব।”

      তিনি আরও জানান, “ইমারতে ইসলামিয়া যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক চায়। তবে তার জন্য যুক্তরাষ্ট্রকে নমনীয়তা ও সদিচ্ছা প্রদর্শন করতে হবে।”

      সাক্ষাৎকারটি ইউটিউব থেকে দেখুন:
      https://youtu.be/liBsRxIZh40


      তথ্যসূত্র:
      1. Exclusive: Chief Taliban Spokesman Zabihullah Mujahid on Bagram Airfield
      https://tinyurl.com/2kmktvsh
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment

      Working...
      X