গাজায় প্রতিরোধ বাহিনীর সমন্বিত আক্রমণে বিপর্যস্ত দখলদার বাহিনী

গাজায় চলমান ভয়াবহ যুদ্ধের মধ্যে প্রতিরোধ বাহিনী নতুন অভিযানের ঘোষণা দিয়েছে। ২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার আল-কাসসাম ব্রিগেড ও আল-কুদস ব্রিগেড একাধিক স্থানে দখলদার ইসরায়েলি সেনা ও সামরিক যানবাহনের ওপর হামলা চালিয়েছে। এসব অভিযানে মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস, ইসরায়েলি সৈন্য হতাহত এবং ঘনবসতিপূর্ণ এলাকায় গোলাবর্ষণের প্রতিক্রিয়া হিসেবে শক্তিশালী পাল্টা আঘাতের খবর নিশ্চিত করেছে প্রতিরোধ সংগঠনগুলো।
আল-কাসসাম ব্রিগেড জানায়, গাজা শহরের দক্ষিণে তাল আল-হাওয়া এলাকার আনবাশি হাসান মসজিদের কাছে তাদের যোদ্ধারা একটি মেরকাভা ট্যাঙ্ককে দু’টি দেশীয়ভাবে তৈরি ইয়াসিন–১০৫ অ্যান্টি-ট্যাঙ্ক রকেট দিয়ে লক্ষ্যবস্তু করে। প্রকাশিত ফুটেজে দেখা যায়, রকেট আঘাতের পরপরই ট্যাঙ্কটিতে প্রবল বিস্ফোরণ ঘটে।
একই দিনে, শহরের উত্তর অংশে শেখ রাদওয়ান পাড়া ঘিরে রাখা ইসরায়েলি সেনা ও সামরিক যানবাহনের ওপর হামলা চালায় আল-কাসসামের যোদ্ধারা। বিবৃতিতে বলা হয়, তারা সরাসরি কাছাকাছি যুদ্ধে জড়িয়ে পড়ে এবং এতে একাধিক ইসরায়েলি সেনা নিহত ও আহত হয়।
এছাড়া, গাজা শহরের দক্ষিণে সাবরা এলাকার আল-বারা মসজিদের কাছে রাস্তার পাশে পেতে রাখা শক্তিশালী বিস্ফোরক ব্যবহার করে আরও একটি মেরকাভা ট্যাঙ্ককে আঘাত করেছে প্রতিরোধ বাহিনী।
প্রতিরোধ বাহিনী আরও জানায়, তারা গাজার পূর্বাঞ্চলের কারনি স্থাপনা লক্ষ্য করে মর্টার শেল ও রাজুম ১১৪ মিমি রকেট ছুড়ে দখলদার সেনাদের ওপর ভারী আঘাত হেনেছে।
এদিকে, আল-কুদস ব্রিগেড ঘোষণা করেছে যে তারা তাল আল-হাওয়া এলাকায় ৬০ মিমি মর্টার শেল নিক্ষেপ করে ইসরায়েলি সেনাদের একটি ইউনিটকে লক্ষ্যবস্তু করেছে।
দখলদার সেনারা নিজেদের ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকার করতে বাধ্য হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজায় এক সৈন্য মারাত্মকভাবে আহত হয়েছে এবং মঙ্গলবার আরও দুই সেনা নিহত হয়েছে। দখলদার বাহিনীর মুখপাত্রের ভাষ্যমতে, এর মধ্যে একজন গাজা সিটিতে প্রতিরোধ বাহিনীর হামলায় এবং আরেকজন উত্তরাঞ্চলে যুদ্ধে নিহত হয়েছে।
এইসব ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠছে, যুক্তরাষ্ট্র-সমর্থিত দখলদার বাহিনীর ভয়াবহ হামলা ও অবরোধ সত্ত্বেও ফিলিস্তিনি প্রতিরোধ শক্তি কেবল টিকে নেই, বরং ক্রমাগতভাবে দখলদার সেনাদের ওপর প্রাণঘাতী আঘাত হানছে।
গাজার প্রতিরোধের এই ধারাবাহিক আক্রমণ প্রমাণ করে, ইসরায়েলের অগ্নিঝরা অভিযান ও পশ্চিমা সমর্থন সত্ত্বেও মাটি ছাড়ছে না প্রতিরোধযোদ্ধারা। মেরকাভা ট্যাঙ্ক ভস্মীভূত হওয়া কিংবা নিকট যুদ্ধের সংঘর্ষে দখলদার সেনাদের মৃত্যু—এসব দৃশ্য ইঙ্গিত দিচ্ছে, এই লড়াই শুধু অস্ত্রের নয়; এটি ন্যায় ও অন্যায়ের মুখোমুখি সংঘর্ষ। গাজার ধ্বংসস্তূপের মাঝেও প্রতিরোধের আগুন জ্বলছে, আর সেই শিখা দখলদারদের ভয়াবহ ক্ষতির সংবাদ বয়ে আনছে প্রতিদিন।
তথ্যসূত্র:
1. Hamas claims to have hit Israeli tank in Gaza City’s Tal al-Hawa area
-https://tinyurl.com/jtxnp8ez
2. Resistance fighters target Israeli occupation army
– https://tinyurl.com/yfhn43py
Comment