Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ || ৩রা রবিউল আখির, ১৪৪৭ হিজরি|| ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ || ৩রা রবিউল আখির, ১৪৪৭ হিজরি|| ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ঈসায়ী

    বিশ্বের ৮০টিরও বেশি দেশে বাণিজ্য সম্প্রসারণ করেছে ইমারতে ইসলামিয়া সরকার



    ইমারতে ইসলামিয়া আফগানিস্তান বর্তমানে ৮০টিরও বেশি দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক প্রতিষ্ঠা করেছে এবং বিশ্ব বাজারে কৃষি, শিল্প ও খনিজ পণ্যের রপ্তানি সম্প্রসারণের জন্য দেশটি ব্যাপক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

    গত ২৫ সেপ্টেম্বর টোলো নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ইমারতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্যমন্ত্রী নূরউদ্দিন আজিজি হাফিযাহুল্লাহ জানিয়েছেন, উৎপাদন খাতে সরকারি সহায়তার ফলে দেশীয় উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং আফগানিস্তানে উৎপাদন কারখানার সংখ্যা ৩,৫০০ থেকে বেড়ে ৬,৫০০-এ পৌঁছেছে।

    তিনি আরও বলেন, আফগানিস্তানের বাণিজ্য কেবল কৃষি পণ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং শিল্প ও খনিজ পণ্যের রপ্তানিও বৃদ্ধি পেয়েছে। সরকারের লক্ষ্য এখন বিভিন্ন আন্তর্জাতিক বাজারে প্রবেশ করা এবং দেশীয় পণ্যের বৈশ্বিক চাহিদা বৃদ্ধির জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া। আফগানিস্তান সরকার তাদের নতুন অর্থনৈতিক নীতিতে কাঁচামাল রপ্তানি বন্ধ করার পাশাপাশি, পণ্যের প্রক্রিয়াকরণ ও ব্র্যান্ডিংয়ে মনোযোগ দিচ্ছে।

    এছাড়া, তিনি বেসরকারি খাতকে উৎপাদন ও রপ্তানির ক্ষেত্রে আরও বিনিয়োগ করার জন্য আহ্বান জানিয়েছেন। নূরউদ্দিন আজিজি আশ্বস্ত করেছেন যে, আফগান পণ্যগুলো একটি নির্দিষ্ট ব্র্যান্ডের অধীনে এবং প্রতিযোগিতামূলক পর্যায়ে বিশ্ব বাজারে প্রবেশ করতে পারবে, এবং এ জন্য বাণিজ্যিক কার্যক্রমে কঠোর নজরদারি রাখা হবে।


    তথ্যসূত্র:
    1. Afghanistan Expands Trade to Over 80 Countries
    https://tinyurl.com/yhba6xmj
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    প্রতিরোধ যোদ্ধাদের স্নাইপার হামলায় বিপর্যস্ত দখলদার বাহিনী


    ইহুদিবাদী ইসরায়েলের নৃশংসতা ও অত্যাচারের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সংগ্রাম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আল-কাসসাম ব্রিগেডস তাদের সর্বশেষ অপারেশনে ইসরায়েলি দখলদার বাহিনীর এক সেনাকে গুলি করে হত্যা করেছে। ২৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী স্বীকার করেছে যে, হামাসের স্নাইপার হামলায় তাদের আরেক তরুণ সেনা নিহত হয়েছে। আধুনিক প্রযুক্তি ও শক্তিশালী সামরিক সরঞ্জাম সত্ত্বেও শহুরে প্রতিরোধ যুদ্ধে দখলদার বাহিনী ক্রমেই অরক্ষিত হয়ে পড়ছে।

    নিহত সেনার নাম স্টাফ-সার্জেন্ট চালাচেও শিমন ডেমালাশ (২১)। সে দক্ষিণ ইসরায়েলের বিয়ারশেভা শহরের বাসিন্দা ছিল এবং নাহাল ব্রিগেডের ৯৩২তম ব্যাটালিয়নে দায়িত্ব পালন করছিল। স্থানীয় সংবাদপত্র মারিভ-এর বরাতে বলা হয়েছে, সে শেখ রাদওয়ান এলাকার এক সুরক্ষিত আউটপোস্টে পাহারায় ছিল। এ সময় হামাসের এক স্নাইপার হঠাৎ গুলি চালালে গুরুতর আহত হয়। মেডিকেল টিম ঘটনাস্থলেই তাকে চিকিৎসা দেওয়ার চেষ্টা চালায়, কিন্তু শেষ পর্যন্ত তাকে মৃত ঘোষণা করা হয়।

    ঘটনার পর অন্যান্য সৈন্যরা ইসরায়েলি বিমানবাহিনীর সহায়তায় স্নাইপারকে খুঁজে বের করার অভিযান চালায়। তবে এই প্রচেষ্টা ব্যর্থ হয়। আইডিএফের হিসাব অনুযায়ী, ডেমালাশের মৃত্যুর ফলে ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিহত সেনার সংখ্যা বেড়ে দাঁড়াল ৯১২ জনে। যদিও হতাহতের প্রকৃত সংখ্যা এর চেয়ে বহুগুণ বেশি কিন্তু নিজেদের ব্যর্থতা ঢাকতে ইহুদিবাদী দখলদার পক্ষ বরাবরের মত এ সংক্রান্ত তথ্য গোপন করে আসছে।

    এর আগে গত সপ্তাহেই মেজর শাহার নেতানেল বোজাগলো (২৭) গাজার একটি স্থল অভিযানে নিহত হয়। সে আর্মার্ড কর্পসের ৭৭তম ব্যাটালিয়নে কর্মরত ছিল। এছাড়া রাফাহ এলাকায় একটি হ্যামার সামরিক যান আইইডি বিস্ফোরণে উল্টে গেলে চারজন লেফটেন্যান্ট নিহত এবং তিনজন সৈন্য আহত হয়। নিহতদের মধ্যে ছিল লেফটেন্যান্ট রন এরিয়েলি, লেফটেন্যান্ট ইতান আভনার বেন ইৎঝাক ও লেফটেন্যান্ট এরান শেলেম। এক সপ্তাহে এই ধারাবাহিক প্রাণহানি ইঙ্গিত দিচ্ছে—গাজার সংকীর্ণ অলিগলি ও অপ্রচলিত যুদ্ধক্ষেত্রে ইসরায়েলি সেনারা প্রতিনিয়তই ভয়াবহ আঘাতের মুখোমুখি হচ্ছে।

    গাজায় শিমন ডেমালাশের মৃত্যু দখলদার ইসরায়েলি সেনাদের ক্রমবর্ধমান ক্ষয়ক্ষতির আরেকটি দৃষ্টান্ত। আকাশশক্তি, ট্যাংক ও সর্বাধুনিক অস্ত্র ব্যবহারের পরও শহুরে প্রতিরোধ যুদ্ধে দখলদারদের বারবার ব্যর্থতার স্বাদ পেতে হচ্ছে। প্রতিটি অলিগলি যেন পরিণত হয়েছে অদৃশ্য যুদ্ধক্ষেত্রে, প্রতিরোধযোদ্ধাদের কৌশলী আক্রমণ দখলদার বাহিনীকে অস্থির করে তুলছে। যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে—গাজার মাটিতে আগ্রাসন চালিয়ে যাওয়া দুর্বৃত্ত ইসরায়েলের জন্য এক রক্তক্ষয়ী ও ব্যর্থ কৌশল ছাড়া আর কিছু নয়।


    তথ্যসূত্র:
    1.IDF combat soldier Chalachew Shimon Demalash killed by sniper fire in Gaza City fighting
    https://tinyurl.com/5ywwy94k
    2. IDF soldier killed in Hamas sniper attack on Gaza City guard post
    https://tinyurl.com/59treuzu
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      গত বছরের তুলনায় আফগানিস্তানের বাণিজ্যের পরিমাণ ৩০% বৃদ্ধি পেয়েছে


      চলতি বছরের প্রথম ছয় মাসে (আফগান বর্ষ ১৪০৪) আফগানিস্তানের বাণিজ্যিক পরিমাণ ৬.৭৮৩

      বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা গত বছরের তুলনায় ৩০% বেশি। গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করেছে।

      মন্ত্রণালয়ের মুখপাত্র আখুন্দজাদা আব্দুস সালাম জাওয়াদ হাফিযাহুল্লাহ জানান, গত ছয় মাসে আফগানিস্তানের রপ্তানির পরিমাণ ছিল ৭৪৮ মিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৯% বৃদ্ধি পেয়েছে।

      তিনি আরও জানান, আফগানিস্তানের প্রধান রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে কিসমিস, আঞ্জির, তুলা, খেজুর, সাফরন, পিস্তাচিও, আঙ্গুর, পানীয় এবং অন্যান্য কৃষিপণ্য। এই পণ্যগুলো চীন, ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কাজাখস্তান, তুর্কমেনিস্তান এবং ইরাকসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে।

      অন্যদিকে, আফগানিস্তানের আমদানি পরিমাণও ২১% বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৬.০৩৫ বিলিয়ন ডলার, যা পূর্ববর্তী বছরের তুলনায় প্রায় ১.০৪২ বিলিয়ন ডলার বেশি।


      তথ্যসূত্র:
      1. Afghanistan’s Trade Volume Rises by 30% Compared to Last Year
      https://tinyurl.com/23bwpr2y
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        গাজায় জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে সক্রিয় মুজাহিদিনরা: লক্ষ্যবস্তু ৮টি সামরিক যানবাহন


        গাজায় যুদ্ধক্ষেত্রে অদম্য সাহসীকতা আর বীরত্বের সাথে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছেন মুজাহিদিনরা। এতে প্রতিনিয়ত হতাহত ও যান্ত্রিক ক্ষতির শিকার হচ্ছে দখলদার বাহিনী।

        সেই ধারাবাহিকতায় গত ২৪ ও ২৫ সেপ্টেম্বর, আল-কাসসাম ব্রিগেডের নেতৃত্ব গাজায় জায়োনিস্ট আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে সক্রিয় প্রতিরোধ দলগুলো নিশ্চিত করেছে যে, মুজাহিদিনরা গাজায় দখলদার বাহিনীর বিরুদ্ধে নতুন করে অন্তত ৮টি পৃথক অভিযান পরিচালনা করেছেন। মুজাহিদিনরা অভিযানগুলো গাজা সিটির শেখ রাদওয়ানে ৪টি, খান ইউনিসে ২টি এবং তাল আল-হাওয়ায় ২টি পরিচালনা করেছেন।

        প্রতিরোধ যোদ্ধাদের এসকল বীরত্বপূর্ণ অভিযানের জায়োনিস্ট বাহিনীর ২টি মারকাভা ট্যাংক, ৫টি বুলডোজার এবং ১টি এপিসি সাঁজোয়া যান ধ্বংস হয়েছে। এসময় মুজাহিদদের হামলার লক্ষ্যবস্তু সামরিক যানবাহনগুলোতে থাকা অসংখ্য দখলদার সৈন্য হতাহতের শিকার হয়েছে, যাদের দেহ পরিবহনে ইসরায়েলি সামরিক হেলিকপ্টারগুলো ঘটনাস্থলে অবতরণ করেছিল।
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          শত্রুর সামরিক চৌকি ও কনভয়ে ইত্তেহাদুল মুজাহিদিনের সফল অভিযান: হতাহত অসংখ্য



          পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান ও বান্নু জেলায় গত ২৪ সেপ্টেম্বর বুধবার, ৩টি পৃথক অপারেশন চালিয়েছেন ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তানের (আইএমপি) মুজাহিদিনরা। মুজাহিদদের পরিচালিত পৃথক এসকল অভিযানে শত্রু সেনাবাহিনীর অনির্দিষ্ট সংখ্যক সৈন্য হতাহতের শিকার হয়।

          প্রতিরোধ বাহিনী ‘আইএমপি’ মুখপাত্র মাহমুদুল হাসান (হাফিযাহুল্লাহ) জানান, গত ২৪ সেপ্টেম্বর বুধবার, পাকিস্তানের বান্নু জেলার মোহমান্দ খেইল এলাকায় মুজাহিদিনরা শত্রু বাহিনীর বিরুদ্ধে একটি অতর্কিত আক্রমণ পরিচালনা করেছেন। অভিযানটি উক্ত এলাকার পিপাল রোডে শত্রু সেনাবাহিনীর একটি সামরিক কনভয় লক্ষ্য করে চালানো হয়েছে। মুজাহিদদের অতর্কিত এই আক্রমণের তীব্রতার কারণে, শত্রু সৈন্যরা তাদের যানবাহন রাস্তায় ফেলে রেখেই পালিয়ে যায়। পরে সেনাবাহিনীর অন্য দলগুলো যানবাহন সরিয়ে নেওয়ার ব্যর্থ চেষ্টা করে কিন্তু মুজাহিদদের তীব্র আক্রমণে এই দলগুলোও ভারী হতাহতের শিকার হয়।

          এদিন বিকেলে, মুজাহিদিনরা উত্তর ওয়াজিরিস্তানের দত্তা খেইল সীমান্তের মানজার খেইল গ্রামে একটি অভিযান পরিচালনা করেন। উক্ত এলাকায় সেনাবাহিনী যখন নজরদারি ক্যামেরা স্থাপন করছিল, তখন মুজাহিদিনরা এলাকায় সেনাবাহিনীর বিরুদ্ধে সম্মুখভাগ যুদ্ধে অবতীর্ণ হন। মুজাহিদিনরা প্রথমে শত্রু বাহিনীর স্থাপন করা একটি বিশাল নিরাপত্তা ক্যামেরা ধ্বংস করেন। তারপরে স্নাইপার বন্দুক এবং ভারী অস্ত্র ব্যবহার করে মুজাহিদিনরা ভারী আক্রমণ চালান। মুজাহিদদের তীব্র এই আক্রমণে বহু সংখ্যক শত্রু সৈন্য হতাহত হয়।

          এদিকে রাতের বেলায় মুজাহিদিনরা উত্তর ওয়াজিরিস্তানের তেশাল স্পিন ওয়াম অঞ্চলে একটি সফল অভিযান পরিচালনা করেন। উক্ত অঞ্চলের হাসান খেইল এলাকায় অবস্থিত শত্রু সেনাবাহিনীর একটি চৌকি লক্ষ্য করে হালকা ও ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার করে মুজাহিদিনরা এই আক্রমণটি পরিচালনা করেন। এসময় শত্রু বাহিনীর সাথে মুজাহিদদের দেড় ঘন্টা ধরে তীব্র লড়াই চলে। অবশেষে মুজাহিদদের এই আক্রমণে শত্রু বাহিনীতে ব্যাপক হতাহত ও বস্তুগত ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।


          তথ্যসূত্র:
          https://tinyurl.com/3unx7n2b
          https://tinyurl.com/wfcvvuew
          https://tinyurl.com/262shhh2
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment

          Working...
          X