গাজায় প্রতিরোধের মুখোমুখি জায়োনিস্ট বাহিনী: লক্ষ্যবস্তু ৬টি সাঁজোয়া যান

অবরুদ্ধ গাজার ধ্বংসস্তুপ থেকে প্রতিরোধের অগ্নিস্ফুলিঙ্গ প্রতিনিয়ত দখলদার বাহিনীকে তাড়া করে চলছে। সেই ধারাবাহিকতায় প্রতিরোধ বাহিনী আল-কাসসাম ব্রিগেডের নেতৃত্বে স্বাধীনতাকামী সশস্ত্র দলগুলোর সাম্প্রতিক কয়েকটি অভিযানে জায়োনিস্ট বাহিনীর অন্তত ৬টি সামরিক যানবাহন ধ্বংস এবং অনির্দিষ্ট সংখ্যক সৈন্য হতাহত হয়েছে।
গত ২৬ সেপ্টেম্বর আঞ্চলিক গণমাধ্যম সূত্রে প্রচারিত তথ্য অনুযায়ী, যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসার পর প্রতিরোধ বাহিনী আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদিনরা নিশ্চিত করেছেন যে, তারা ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ তারিখে গাজা শহরের পশ্চিমে আল-শাতি শরণার্থী শিবিরের ওসামা মসজিদের কাছে একটি সফল অভিযান পরিচালনা করেছেন। এই অভিযানে মুজাহিদিনরা জায়োনিস্ট বাহিনীর একটি মেরকাভা ট্যাংককে লক্ষ্য করে প্রথমে শক্তিশালী বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটান, দ্বিতীয়বার ট্যাংকটি ধ্বংস করতে মুজাহিদিনরা আল-ইয়াসিন ১০৫ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেন। একই সময় মুজাহিদিনরা ট্যান্ডেম ক্ষেপণাস্ত্র দিয়ে জায়োনিস্ট বাহিনীর একটি D9 সামরিক বুলডোজারকে লক্ষ্যবস্তুতে পরিণত করেন। ফলে ওসামা মসজিদের কাছে মুজাহিদদের হামলায় বেশ কিছু দখলদার সৈন্য হতাহতের শিকার হয়।
এদিন আন-নাসের সালাহউদ্দিন ব্রিগেডস নিশ্চিত করেছে যে, তাদের মুজাহিদিনরা গত ২৫শে সেপ্টেম্বর, দক্ষিণ গাজা শহরের তাল আল-হাওয়ার আল-দাহদৌহ গোলচত্বরের কাছে একটি সফল অভিযান পরিচালনা করেছেন। এই অভিযানে মুজাহিদিনরা দখলদার সৈন্য এবং তাদের যানবাহনের একটি সমাবেশস্থল লক্ষ্য করে 60mm মর্টার ব্যবহার করে তীব্র বোমা বিস্ফোরণ ঘটান। এতে ঘটনাস্থলে আগুনের ফুলকি ও ধোঁয়া উড়তে দেখা যায়।
এদিকে সারায়া আল-কুদস ব্রিগেড নিশ্চিত করেছে যে, গত ২৬শে সেপ্টেম্বর সকাল ১০:৩৩ মিনিটের সময়, প্রতিরোধ যোদ্ধারা নূর শামস শরণার্থী শিবিরে দখলদার বাহিনীর একটি সামরিক বুলডোজারকে পূর্ব-প্রস্তুত করে রাখা “শুজা ১” বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণের মাধ্যমে লক্ষ্যবস্তুতে পরিণত করেছেন। এই বিস্ফোরণে ঘটনায় বুলডোজারটি অকার্যকর হয়ে পড়ে, ফলে শত্রু বাহিনীতে নিশ্চিত হতাহতের ঘটনা ঘটে।
সারায়া আল-কুদস ব্রিগেড এদিন আরও নিশ্চিত করেছে যে, দলটির যোদ্ধারা অধিকৃত আশদোদ এবং আশকেলন শহরগুলিকে বদর-৩ ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তুতে পরিণত করেছেন। এমনিভাবে গাজা শহরের শেখ রাদওয়ান এলাকার আল-ওয়ুন স্ট্রিটে জায়োনিস্ট বাহিনীর একটি মেরকাভা ট্যাংকে ট্যান্ডেম ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করতে সক্ষম হয়েছেন।
গত ২৬ সেপ্টেম্বর প্রকাশিত অন্য একটি বিবৃতিতে সারায়া আল-কুদস নিশ্চিত করেছে যে, তাদের যোদ্ধারা এবং আন-নাসের সালাহউদ্দিন ব্রিগেডের মুজাহিদিনরা একটি যৌথ অভিযান পরিচালনা করেছেন। গাজা শহরের শেখ রাদওয়ান পাড়ার সেতু পাশে দখলদার বাহিনীর একটি মেরকাভা ট্যাংককে মুজাহিদিনরা তাদের হামলার লক্ষ্যবস্তু করেন। ফলে ট্যাংকটি ক্ষতিগ্রস্ত হয় এবং শত্রু বাহিনীতে হতাহতের ঘটনা ঘটে।
এদিন অন্য এক বিবৃতিতে সারায়া আল-কুদস আরও নিশ্চিত করেছে যে, যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসার পর প্রতিরোধ যোদ্ধারা নিশ্চিত করেছেন যে, তারা গত ২৩শে সেপ্টেম্বর, গাজা শহরের শেখ রাদওয়ান এলাকার সংযোগস্থলের কাছে একটি অভিযান পরিচালনা করেছেন। এই অভিযানে প্রতিরোধ যোদ্ধারা উচ্চ-বিস্ফোরক “সাকিব” ব্যবহার করে দখলদার বাহিনীর একটি সামরিক যান ধ্বংস করেছেন।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/yc8pvp5w
– https://tinyurl.com/vcddbkab
– https://tinyurl.com/yuydurdt
Comment