পশ্চিম আফ্রিকায় এক মাসে ‘জেএনআইএম’ এর ৬৮টি সামরিক অপারেশন

আল-কায়েদা পশ্চিম আফ্রিকা শাখা জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) এক রিপোর্টে নিশ্চিত করেছে যে, দলটির মুজাহিদিনরা গত রবিউল আউয়াল মাসে ৬৮টি পৃথক অভিযান পরিচালনা করেছেন।
দলটির অফিসিয়াল আয-যাল্লাকা মিডিয়া কর্তৃক সম্প্রতি প্রচারিত এক ইনফোগ্রাফি রিপোর্ট থেকে জানা যায়, ‘জেএনআইএম’ মুজাহিদিনরা চলতি ১৪৩৮ হিজরি সনের রবিউল আউয়াল মাসে পশ্চিম আফ্রিকার ৩টি দেশে অন্তত ৬৮টি পৃথক সামরিক অপারেশন চালিয়েছেন। পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলের মালি, বুরকিনা ফাসো ও নাইজারের জান্তা বাহিনীর বিরুদ্ধে পরিচালিত এসকল সামরিক অপারেশনের মধ্যে রয়েছে ২৭টিরও বেশি সম্মুখ যুদ্ধ, অন্তত ১৪টি অ্যাম্বুশ, ২১টির অধিক আইইডি বিস্ফোরণ, ৫টি ড্রোন হামলা এবং ১টি ইনগিমাসী অপারেশন।
রিপোর্ট অনুযায়ী মুজাহিদদের এসকল অভিযানের কয়েকটিতে জান্তা বাহিনীগুলোর অন্তত ৯৬ সৈন্য নিহত হয়েছে। এছাড়াও মুজাহিদদের পরিচালিত অভিযানগুলোতে শত্রু বাহিনীর অন্তত ৫৪টি সামরিক যানবাহন এবং অসংখ্য মোটরসাইকেল ধ্বংস হয়েছে। অপরদিকে মুজাহিদিনরা গনিমত হিসাবে জব্দ করেছেন শত্রু বাহিনীর ১৬টি সামরিক যানবাহন, ৪০টি মোটরসাইকেল, ১৪টি আরপিজি, ২২৯ এরও বেশি বিভিন্ন অস্ত্র এবং অসংখ্য সামরিক সরঞ্জাম। এসময় মুজাহিদদের হাতে ২ শত্রু সেনা বন্দী হয়েছে।
উল্লেখ্য যে, মালির উত্তরাঞ্চলের পর সাম্প্রতিক সময়ে দেশের পশ্চিম এবং দক্ষিণে ‘জেএনআইএম’ এর তীব্র তৎপরতা সত্ত্বেও গত মাসে দলটির কার্যক্রমের সংখ্যা লক্ষণীয়ভাবে হ্রাস পেয়েছে। ফলে গত মাসে বিপুল সংখ্যক হতাহতের ঘটনাও ঘটেনি, তবে মালির জান্তা সরকারের অর্থনৈতিক ক্ষতি ছিলো ব্যাপক। সেই সাথে পূর্বেকার মাসগুলোর তুলনায় গত মাসে জান্তা বাহিনী থেকে সবচাইতে বেশি এলাকা হাত ছাড়া হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ সড়ক এবং শহর ‘জেএনআইএম’ এর অবরোধের মধ্যে রয়েছে।
এটি স্পষ্ট যে, ‘জেএনআইএম’ এখন জান্তার বিরুদ্ধে যুদ্ধের পাশাপাশি স্থানীয় প্রবীনদের নিজেদের দিকে আকৃষ্ট করার প্রতি মনযোগী হয়েছে। ফলে যুদ্ধ আর হতাহতের সংখ্যা কমে এসেছে এবং রক্তপাত ছাড়াই অনেক এলাকা মুজাহিদদের নিয়ন্ত্রণে চলে আসছে।
Comment