মুজাহিদদের দুর্দান্ত হামলায় ১১ দখলদার ইসরায়েলি সেনা হতাহত

ইহুদিবাদী দখলদার ইসরায়েলের নৃশংসতা ও অত্যাচারের বিরুদ্ধে ফিলিস্তিনি মুজাহিদদের লড়াই অব্যাহত রয়েছে। অবরুদ্ধ গাজায় মুজাহিদিনদের দুর্দান্ত হামলায় ২৯ সেপ্টেম্বর, সোমবার ২ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৯ সেনা। সোমবার ইসরায়েলি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তর গাজায় দখলদার ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে একটি অ্যান্টি-ট্যাংক মিসাইল নিক্ষেপ করা হয়। এতে দুই সেনা নিহত ও নয়জন আহত হয়েছে।
এ হামলায় একটি ট্যাংক ধ্বংস করা হয় এবং একটি বুলডোজার ক্ষতিগ্রস্ত হয়। প্রথম হামলার স্থানে দখলদার ইসরায়েলি উদ্ধারকারী বাহিনী পৌঁছালে আবারো বিস্ফোরণ ঘটানো হয়।
হিব্রু ভাষার সংবাদমাধ্যম জানিয়েছে, গাজায় ইসরায়েলি বাহিনীর ওপর সমন্বিত হামলা চালানো হয়। এতে কয়েকজন নিহত ও আহত হয়।
গণমাধ্যমটি আরও জানিয়েছে, আহত সৈন্যদের বহনকারী সামরিক হেলিকপ্টার ইয়াকভ হাসপাতালে অবতরণ করে।
তথ্যসূত্র:
1. Eleven IDF soldiers wounded in Hamas penetration of military position
– https://tinyurl.com/4y6ymnp6
2. Gaza: Fighters storm fortification, blow up tank; Israel admits 11 soldiers wounded, 5 seriously
-https://tinyurl.com/5aw4b52j
Comment