Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ || ৮ রবিউল আখির, ১৪৪৭ হিজরি|| ০১লা অক্টোবর, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ || ৮ রবিউল আখির, ১৪৪৭ হিজরি|| ০১লা অক্টোবর, ২০২৫ ঈসায়ী

    আফগানিস্তানে কয়লা ও বায়োমাসভিত্তিক বিদ্যুৎ প্লান্টে বিনিয়োগের আহ্বান, ১৬৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রত্যাশা


    কয়লা ও বায়োমাস শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বেশ কয়েকটি প্রকল্প গ্রহণের উদ্যোগ গ্রহণ করেছে ইমারতে ইসলামিয়া সরকার। এই উদ্দেশ্যে সংশ্লিষ্ট প্রকল্পসমূহে বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছে ইমারতে ইসলামিয়ার অর্থনীতি বিষয়ক উপপ্রধানমন্ত্রীর কার্যালয়।

    এক বিবৃতিতে জানানো হয়, বাগলান প্রদেশের খিনজান ও খাজা আলওয়ান জেলা, বামিয়ান প্রদেশের কাহমার্দ ও সিঘান জেলা, বালখ প্রদেশের শুলগারা জেলা ও চেশমেহ-ই-শিফা এলাকা এবং হেরাত প্রদেশের কুর্খ জেলায় কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্লান্ট গড়ে তোলা হবে। এছাড়া কাবুল প্রদেশের বাগরামি জেলায় বায়োমাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্লান্ট চালু করা হবে।

    উক্ত প্রকল্পসমূহের মাধ্যমে মোট ১৬৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


    তথ্যসূত্র:
    1.https://tinyurl.com/3p79upnw
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    প্রকৌশল ও যোগাযোগ বিষয়ে প্রশিক্ষণ অর্জন করেছেন ইমারতে ইসলামিয়ার আরও ৬৬ জন সেনাসদস্য


    ইমারতে ইসলামিয়ার জাতীয় সেনাবাহিনী হতে ৬৬ জন মুজাহিদিন সম্প্রতি ৩ মাসের পেশাগত প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। প্রশিক্ষণে সদস্যগণ প্রকৌশল ও যোগাযোগ বিষয়ে দক্ষতা অর্জন করেছেন। হযরত আব্দুল্লাহ বিন মাসঊদ রাযিয়াল্লাহু আনহু যৌথ সামরিক ট্রেনিং কমান্ডে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল।

    গত ২৯ সেপ্টেম্বর আফগানিস্তানের রেডিও টেলিভিশন (আরটিএ) সংবাদমাধ্যম হতে এই তথ্য জানা গেছে। একটি অনুষ্ঠানের মাধ্যমে সদ্য প্রশিক্ষণ সম্পন্নকারী সেনাসদস্যদের সংবর্ধনা জানানো হয়।

    অনুষ্ঠানে দেশের স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা ও ইসলামী মূল্যবোধ রক্ষার্থে বীরত্বের সাথে নিবেদিত থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সেনাসদস্যগণ।

    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/5a87hc2p
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      আফগানিস্তানে ৪৮ ঘন্টা পর পুনরায় সচল নেটওয়ার্ক, ইন্টারনেট নিষিদ্ধের গুজব প্রত্যাখ্যান



      গত ২৯ সেপ্টেম্বর আফগানিস্তানে দেশজূড়ে ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা বন্ধ হয়ে গেলে বিশ্বব্যাপী গুজব ছড়ায় যে, ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা নিষিদ্ধ করেছে ইমারতে ইসলামিয়া সরকার। তবে প্রায় ৪৮ ঘণ্টার কাছাকাছি সময়ের পর ১ অক্টোবর বুধবার রাজধানী কাবুলসহ কয়েকটি প্রদেশে আবারও যোগাযোগ নেটওয়ার্ক সচল হয়েছে। কাবুল ছাড়াও কান্দাহার, খোস্ত, গজনি ও হেরাত প্রদেশে বিভিন্ন মোবাইল অপারেটরের সিগন্যাল পাওয়া গেছে।

      ইন্টারনেট ও টেলিযোগাযোগ নিষিদ্ধ হওয়া সংক্রান্ত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এই গুজবকে অস্বীকার করেছেন ইমারতে ইসলামিয়ার মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ।

      পাকিস্তানের সাংবাদিকদের সাথে একটি চ্যাট গ্রুপের মেসেজে তিনি নিশ্চিত করেছেন যে, দেশের ফাইবার অপটিক ক্যাবলগুলো জীর্ণ হয়ে গেছে, বর্তমানে তা মেরামত করা হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, দেশের কারিগরি টিম পুরোনো ক্যাবলগুলো মেরামতে কাজ করে যাচ্ছেন।

      উল্লেখ্য যে, বাংলাদেশের সহ অধিকাংশ আন্তর্জাতিক মিডিয়া এই গুজব প্রচারে অংশগ্রহণ করেছে। এমনকি অনেক মিডিয়া এটিকে ইসলামি শরিয়াহ’র আওতায় তালিবান সরকারের চরমপন্থি সিদ্ধান্ত বলে মিথ্যা ন্যারেটিভ তৈরি করেছে।


      তথ্যসূত্র:
      1. Afghanistan has denied reports about the disruption of internet and telecommunications services in the country.
      https://tinyurl.com/3v2wx5jx
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment

      Working...
      X