আফগানিস্তানে কয়লা ও বায়োমাসভিত্তিক বিদ্যুৎ প্লান্টে বিনিয়োগের আহ্বান, ১৬৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রত্যাশা

কয়লা ও বায়োমাস শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বেশ কয়েকটি প্রকল্প গ্রহণের উদ্যোগ গ্রহণ করেছে ইমারতে ইসলামিয়া সরকার। এই উদ্দেশ্যে সংশ্লিষ্ট প্রকল্পসমূহে বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছে ইমারতে ইসলামিয়ার অর্থনীতি বিষয়ক উপপ্রধানমন্ত্রীর কার্যালয়।
এক বিবৃতিতে জানানো হয়, বাগলান প্রদেশের খিনজান ও খাজা আলওয়ান জেলা, বামিয়ান প্রদেশের কাহমার্দ ও সিঘান জেলা, বালখ প্রদেশের শুলগারা জেলা ও চেশমেহ-ই-শিফা এলাকা এবং হেরাত প্রদেশের কুর্খ জেলায় কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্লান্ট গড়ে তোলা হবে। এছাড়া কাবুল প্রদেশের বাগরামি জেলায় বায়োমাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্লান্ট চালু করা হবে।
উক্ত প্রকল্পসমূহের মাধ্যমে মোট ১৬৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
তথ্যসূত্র:
1.https://tinyurl.com/3p79upnw
Comment