আফগানিস্তানের কুনার প্রদেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ক্বাবা টাউনের ভিত্তিপ্রস্তর স্থাপন

আফগানিস্তানে কুনার প্রদেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ক্বাবা টাউন নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে আরম্ভ করা হয়েছে। এটি প্রদেশটির নূরগাল জেলার দারা-ই-মাজার এলাকায় গড়ে তোলা হচ্ছে। হেরাত প্রদেশের একজন প্রসিদ্ধ ব্যবসায়ী এই প্রকল্পে অর্থায়ন করছেন।
১২ জেরিব (প্রায় ৬ একর) জমির উপর এই আবাসিক শহরটি নির্মিত হচ্ছে। এটিতে ৮০টি ২ রুমবিশিষ্ট বাড়ি নির্মাণ করা হবে, পাশাপাশি একটি মসজিদ, স্কুল ও স্বাস্থ্যসেবা সুবিধাদি স্থাপন করা হবে।
উদ্বোধনকালে কুনারের গভর্নর মৌলভী কুদরাতুল্লাহ আবু হামজা হাফিযাহুল্লাহ উক্ত প্রকল্পের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন। তিনি আসন্ন শীত মৌসুম আসার পূর্বেই ক্ষতিগ্রস্তদের জন্য আবাসনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এছাড়া ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য দেশের অন্যান্য ব্যবসায়ীদেরও এগিয়ে আসতে তিনি আহ্বান জানান।
নূরগাল জেলা গভর্নর মৌলভী আব্দুল জহির উল্লেখ করেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রাথমিক সহায়তা ইতোমধ্যে প্রদান করা হয়েছে। তবে মজবুত বাড়ি নির্মাণের দিকে অধিক মনোনিবেশ করা হচ্ছে বলে তিনি জানান। স্থানীয় বাসিন্দাগণ এই উদ্যোগের প্রশংসা করেছেন, প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবার যেন পর্যায়ক্রমে এই আবাসন সুবিধা লাভ করতে পারে তারা সেই প্রত্যাশা ব্যক্ত করেন।
তথ্যসূত্র:
1. Foundation of Qaba Town Laid for Earthquake Victims in Dara-e-Mazar, Noorgal District, Kuna
– https://tinyurl.com/wnvb4hzj
Comment