৭ম মস্কো ফরম্যাট বৈঠকে অংশ নিবে তালিবান পররাষ্ট্রমন্ত্রী, আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণের নয়া সম্ভাবনা

৭ম মস্কো ফরম্যাট সমাবেশে অংশগ্রহণের উদ্দেশ্যে আগামী সপ্তাহে রাশিয়ায় সরকারি সফরে যাবার কথা রয়েছে ইমারতে ইসলামিয়ার পররাষ্ট্রমন্ত্রীর। উক্ত সমাবেশে আফগানিস্তান ছাড়াও ভারত, ইরান, কাজাখিস্তান, চীন, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের বিশেষ প্রতিনিধি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা একত্রিত হবে।
এই প্রসঙ্গে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানায়, সমাবেশের অন্যতম উদ্দেশ্যে হবে আঞ্চলিক দেশসমূহে ও কাবুলের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণ। উক্ত ফরম্যাটের একজন সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানকে স্বীকৃতি জানিয়েছে রাশিয়ে ফেডারেশন। এছাড়া সমাবেশে অংশগ্রহণের জন্য রাশিয়ার পক্ষ থেক তালিবান পররাষ্ট্রমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় দপ্তর জানায়, উক্ত সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাথেও বৈঠক করবেন ইমারতে ইসলামিয়ার পররাষ্ট্রমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকি। উক্ত বৈঠকে কাবুল ও মস্কোর বর্তমান দ্বিপক্ষীয় সহযোগিতার উপর গুরুত্বারোপ করা হবে।
তথ্যসূত্র:
1. Foreign Minister to Attend 7th Moscow Format Meeting
– https://tinyurl.com/mwrapyf7
2. Afghan FM Muttaqi to meet Russia’s Lavrov on sidelines of Moscow Format talks
– https://tinyurl.com/46w4ab5h
Comment