চলতি বছর আফগানিস্তানের কান্দাহারে আনার উৎপাদন আনুমানিক ২ লক্ষ ৭৪ হাজার টন, ফলন বেড়েছে বালখ ও কাবুলেও

আফগান ভূমিতে উৎপাদিত আনার স্বাদ ও প্রিমিয়াম মানের জন্য বিশ্ব বাজারে অত্যন্ত প্রসিদ্ধ। আফগানিস্তানের কান্দাহার ও বালখ প্রদেশে চলতি বছর পূর্বের তুলনায় আনার ফলন বৃদ্ধি পেয়েছে। উল্লেখযোগ্য পরিমাণ আনার সংগ্রহ দেখা যাচ্ছে কাবুল প্রদেশের সুরুবি জেলায়ও।
চলতি বছর কান্দাহার প্রদেশের ১৫ হাজার হেক্টর জমিতে আনার চাষ করা হয়েছে। এতে আনুমানিক ২ লক্ষ ৭৪ হাজার টন আনার ফলন হয়েছে বলে জানিয়েছেন ইমারতে ইসলামিয়ার কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। উৎপাদিত আনার প্রদেশের বিভিন্ন জেলার বাগান থেকে ইতো মধ্যে সংগ্রহ করা আরম্ভ হয়েছে।
এছাড়া আনার উৎপাদন বেড়েছে আফগানিস্তানের বালখ প্রদেশেও। প্রদেশটির একজন অভিজ্ঞ বাগান চাষী মুমিন জানায়, চলতি বছরে বালখ প্রদেশে আনার উৎপাদন বিগত বছরের তুলনায় কয়েকগুণ বেড়েছে। তাই এবার স্থানীয় বাগান চাষীগণ অত্যন্ত উৎফুল্ল। অনুকূল আবহাওয়া ও ফল বাগানের সঠিক পরিচর্যা এই উৎপাদন বৃদ্ধির পেছনে মূল কারণ বলে তিনি অভিমত ব্যক্ত করেন। ফল সংগ্রহের সময়েও বাগানের সঠিক পরিচর্যা চালিয়ে যেতে তিনি কৃষক ও বাগান চাষীদের উৎসাহিত করেন।
চলতি বছর দেশের বাজারগুলোতে যথেষ্ট পরিমাণ আনার এসেছে। বাজারের অবস্থার প্রতি সন্তুষ্ট প্রকাশ করেছেন ফল বিক্রেতাগণ। মাজার-ই-শরীফের একজন ফল বিক্রেতা ফরহাদ বলেন, আল্লাহর অনুগ্রহে এই বছর দেশে আনারের ফলন বৃদ্ধি পেয়েছে। বিগত বছরের তুলনায় ফলের দাম ভাল পাওয়া যাচ্ছে, ফল বিক্রয়ও আগের তুলনায় বেড়েছে।
পাশাপাশি আনার রপ্তানি প্রসঙ্গে আনন্দ অনুভূতি প্রকাশ করেছেন ফল রপ্তানির সাথে জড়িত ব্যবসায়ীগণ। বালখ বাণিজ্যিক চেম্বারের একজন সদস্য মুস্তাফা মুহাম্মদ বলেন, দেশের বিভিন্ন প্রদেশে যারা বিনিয়োগকারী আছেন তাদের উচিত কৃষকদের ফসল সংরক্ষণের সুবিধার্থে এক বা একাধিক হিমাগার প্রতিষ্ঠা করা। উল্লেখ্য যে, কৃষি হিমাগার সুবিধা স্থাপনে কেউ বিনিয়োগ করলে আগামী ৫ বছরের জন্য সংশ্লিষ্ট বিনিয়োগকারীর কর ছাড় প্রদান করা হবে বলে সম্প্রতি ঘোষণা জানিয়েছিল ইমারতে ইসলামিয়া প্রশাসন।
কৃষি হিমাগার স্থাপন, পরিবহন ও আন্তর্জাতিক বাজারজাতকরণে সুবিধা বাড়লে আফগানিস্তানের ফল রপ্তানি আরও প্রসারিত হবে বলে মতামত জানান ব্যবসায়ী ও বাণিজ্যিক চেম্বারের সদস্যগণ, যা দেশটির অর্থনৈতিক উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ।
তথ্যসূত্র:
1. This Year Kandahar Pomegranate Harvest Estimated 274,000 Tons
– https://tinyurl.com/3hd3596j
2. https://tinyurl.com/y3dyebxc
3. https://tinyurl.com/yc3t98wd

আফগান ভূমিতে উৎপাদিত আনার স্বাদ ও প্রিমিয়াম মানের জন্য বিশ্ব বাজারে অত্যন্ত প্রসিদ্ধ। আফগানিস্তানের কান্দাহার ও বালখ প্রদেশে চলতি বছর পূর্বের তুলনায় আনার ফলন বৃদ্ধি পেয়েছে। উল্লেখযোগ্য পরিমাণ আনার সংগ্রহ দেখা যাচ্ছে কাবুল প্রদেশের সুরুবি জেলায়ও।
চলতি বছর কান্দাহার প্রদেশের ১৫ হাজার হেক্টর জমিতে আনার চাষ করা হয়েছে। এতে আনুমানিক ২ লক্ষ ৭৪ হাজার টন আনার ফলন হয়েছে বলে জানিয়েছেন ইমারতে ইসলামিয়ার কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। উৎপাদিত আনার প্রদেশের বিভিন্ন জেলার বাগান থেকে ইতো মধ্যে সংগ্রহ করা আরম্ভ হয়েছে।
এছাড়া আনার উৎপাদন বেড়েছে আফগানিস্তানের বালখ প্রদেশেও। প্রদেশটির একজন অভিজ্ঞ বাগান চাষী মুমিন জানায়, চলতি বছরে বালখ প্রদেশে আনার উৎপাদন বিগত বছরের তুলনায় কয়েকগুণ বেড়েছে। তাই এবার স্থানীয় বাগান চাষীগণ অত্যন্ত উৎফুল্ল। অনুকূল আবহাওয়া ও ফল বাগানের সঠিক পরিচর্যা এই উৎপাদন বৃদ্ধির পেছনে মূল কারণ বলে তিনি অভিমত ব্যক্ত করেন। ফল সংগ্রহের সময়েও বাগানের সঠিক পরিচর্যা চালিয়ে যেতে তিনি কৃষক ও বাগান চাষীদের উৎসাহিত করেন।
চলতি বছর দেশের বাজারগুলোতে যথেষ্ট পরিমাণ আনার এসেছে। বাজারের অবস্থার প্রতি সন্তুষ্ট প্রকাশ করেছেন ফল বিক্রেতাগণ। মাজার-ই-শরীফের একজন ফল বিক্রেতা ফরহাদ বলেন, আল্লাহর অনুগ্রহে এই বছর দেশে আনারের ফলন বৃদ্ধি পেয়েছে। বিগত বছরের তুলনায় ফলের দাম ভাল পাওয়া যাচ্ছে, ফল বিক্রয়ও আগের তুলনায় বেড়েছে।
পাশাপাশি আনার রপ্তানি প্রসঙ্গে আনন্দ অনুভূতি প্রকাশ করেছেন ফল রপ্তানির সাথে জড়িত ব্যবসায়ীগণ। বালখ বাণিজ্যিক চেম্বারের একজন সদস্য মুস্তাফা মুহাম্মদ বলেন, দেশের বিভিন্ন প্রদেশে যারা বিনিয়োগকারী আছেন তাদের উচিত কৃষকদের ফসল সংরক্ষণের সুবিধার্থে এক বা একাধিক হিমাগার প্রতিষ্ঠা করা। উল্লেখ্য যে, কৃষি হিমাগার সুবিধা স্থাপনে কেউ বিনিয়োগ করলে আগামী ৫ বছরের জন্য সংশ্লিষ্ট বিনিয়োগকারীর কর ছাড় প্রদান করা হবে বলে সম্প্রতি ঘোষণা জানিয়েছিল ইমারতে ইসলামিয়া প্রশাসন।
কৃষি হিমাগার স্থাপন, পরিবহন ও আন্তর্জাতিক বাজারজাতকরণে সুবিধা বাড়লে আফগানিস্তানের ফল রপ্তানি আরও প্রসারিত হবে বলে মতামত জানান ব্যবসায়ী ও বাণিজ্যিক চেম্বারের সদস্যগণ, যা দেশটির অর্থনৈতিক উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ।
তথ্যসূত্র:
1. This Year Kandahar Pomegranate Harvest Estimated 274,000 Tons
– https://tinyurl.com/3hd3596j
2. https://tinyurl.com/y3dyebxc
3. https://tinyurl.com/yc3t98wd
Comment