জনগণ থেকে কোনো প্রকার উপহার গ্রহণ করতে কর্মকর্তাদের নিষেধ করলেন আমীরুল মু’মিনীন

আফগানিস্তানের কান্দাহার প্রদেশে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে সরকারি নেতৃত্বস্থানীয় ব্যক্তি ও কর্মকর্তাদের ৩ দিন ব্যাপী আত্মশুদ্ধিমূলক সেমিনার। সেমিনারে দেশের ৩৪টি প্রদেশ ও আওতাধীন জেলাসমূহের গভর্নরবৃন্দ অংশগ্রহণ করেছেন। উপস্থিতদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন ইমারতে ইসলামিয়ার সর্বোচ্চ আমীর মৌলভী হিবাতুল্লাহ আখুন্দযাদা হাফিযাহুল্লাহ।
বক্তব্যে সরকারি দায়িত্বে থাকাকালীন জনগণ থেকে কোনও প্রকার উপহার গ্রহণ করা থেকে বিরতে থাকতে তিনি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তার বক্তব্যের মূল বিষয়গুলো ছিল দ্বীনি ব্যাপারে আত্মতুষ্টি পরিত্যাগ করা, প্রবীণদের প্রতি ভক্তি, পারস্পরিক আস্থা বাড়ানো ও অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা।
গভর্নরদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা দেশের সম্মানিত ব্যক্তি এবং আপনারাই ইমারতে ইসলামিয়া সরকারের প্রতিনিধিত্ব করছেন। তাই বিরক্তি জাগিয়ে তোলার পরিবর্তে জনগণের মধ্যে শরিয়ার প্রতি আগ্রহ তৈরি করুন।
তিনি ইমারতে ইসলামিয়া সরকারের নেতা ও কর্মকর্তাদের জন্য জনসেবার গুরুত্ব তুলে ধরেছেন। তিনি আরও বলেন, এখন আমাদের সময় দ্বীনে ইলাহির খেদমত করার। দ্বীন ইসলাম ও শরিয়তের পূর্ণাঙ্গ অনুশীলনের মধ্যেই এখন সামগ্রিক জিহাদ। দ্বীন ইসলাম ও শরিয়তের খাতিরে জনগণ আজ আপনাদের চারপাশে একত্রিত হয়েছে। তাই আপনাদের দায়িত্ব হল জনগণকে ইলম শিক্ষা দেয়া, হেদায়েতের পথ দেখানো, যেন তারা দুর্নীতি ও ভ্রষ্টতা থেকে দূরে থাকে।
এছাড়া আলেম-ওলামাদের প্রতি শ্রদ্ধাশীল হতে এবং তাদের থেকে পরামর্শ গ্রহণ করে কাজ করতে তিনি উপদেশ দেন। শরিয়ার বাস্তবায়ন, এর নিয়মকানুন ও শিক্ষা সর্বস্তরের জনগণের নিকট পৌঁছে দিতে তিনি উপস্থিত নেতৃত্ববৃন্দকে আহ্বান জানান।
তথ্যসূত্র:
1. Supreme Leader Addresses Seminar for Governors in Kandahar
– https://tinyurl.com/bddsat6w
2. Kandahar Seminar for governors and district heads ended with Address of supreme leader
– https://tinyurl.com/55yzx4z4
Comment