খাইবার এজেন্সি ও উত্তর ওয়াজিরিস্তানে ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তানের হামলা

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান ও খাইবার এজেন্সিতে দেশটির সামরিক বাহিনীকে লক্ষ্য করে ২টি পৃথক হামলা চালিয়েছেন সশস্ত্র ইসলামি প্রতিরোধ বাহিনী ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তান (আইএমপি)। এতে শত্রু সামরিক বাহিনীতে জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা গেছে।
ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তান (আইএমপি) এর মুখপাত্র মাহমুদুল হাসান (হাফিযাহুল্লাহ) জানান, মুজাহিদিনরা গত ১০ সেপ্টেম্বর সকাল ৬:১৫ মিনিটে, খাইবার এজেন্সির তিরাহ উপত্যকায় একটি অভিযান চালিয়েছেন। অভিযানটি উপত্যকার ছ-চক এলাকায় অবস্থিত পাকিস্তান সেনাবাহিনীর একটি চেকপয়েন্ট লক্ষ্য করে হ্যান্ড গ্রেনেড ব্যবহার করে চালানো হয়েছে। এতে চেকপয়েন্টের ভিতরে হ্যান্ড গ্রেনেডটি বিস্ফোরিত হয়, এরপর পরই মুজাহিদিনরা হালকা অস্ত্র নিয়ে চেকপয়েন্টে থাকা সৈন্যদের উপর আক্রমণ চালান। মুজাহিদদের এই আক্রমণে শত্রু বাহিনীতে ব্যাপক হতাহত বা বস্তুগত ক্ষতি হয়।
একইদিন সকালে, ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তানের (আইএমপি) মুজাহিদিনরা উত্তর ওয়াজিরিস্তানের মীর আলী সীমান্তে শত্রু সেনবাহিনীকে লক্ষ্য করে একটি অভিযান পরিচালনা করেন। এই অভিযানটি মীর আলী সীমান্তের হাসোখেল সেতুতে অবস্থিত পাকিস্তান সামরিক বাহিনীর একটি নিরাপত্তা পোস্ট লক্ষ্য করে স্নাইপার দ্বারা চালানো হয়। ফলশ্রুতিতে এলাকায় নজরদারির জন্য স্থাপন করা সেনাবাহিনীর বিশাল আকারের একটি নিরাপত্তা ক্যামেরা ধ্বংস হয় যায়।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/3ap3mx8s
– https://tinyurl.com/2ncckc9b
Comment