বুরকিনায় ‘জেএনআইএম’ এর বৃহৎ পরিসরে সামরিক অভিযানে অন্তত ৯০ সৈন্য নিহত

পশ্চিম আফ্রিকা দেশ বুরকিনা ফাসোর সৌম প্রদেশে সম্প্রতি ‘জেএনআইএম’ মুজাহিদদের পরিচালিত এক অভিযানে দেশটির জান্তা বাহিনীর অন্তত ৯০ সৈন্য নিহত হয়েছে বলে জানা গেছে।
আয-যাল্লাকা মিডিয়ার তথ্যমতে, গত ৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে, বুরকিনা ফাসোর সৌম প্রদেশের জিবো এবং নামসিগুইয়ার মধ্যবর্তি গাসকেন্দি শহরে বৃহৎ পরিসরে একটি সামরিক অপারেশন চালিয়েছেন। প্রায় শতাধিক মুজাহিদ মোটরসাইকেল ও সামরিক যান নিয়ে এই অভিযানে অংশগ্রহণ করেন, যারা শত্রু সৈন্যদের টার্গেট করে বিভিন্ন অস্ত্র ব্যবহার করে তীব্র আক্রমণ চালান।
‘জেএনআইএম’ প্রথমিক এক রিপোর্টে নিশ্চিত করেছে যে, মুজাহিদদের কয়েক ঘন্টার উক্ত অভিযানে বুরকিনান জান্তা বাহিনীর অন্তত ৯০ সৈন্য নিহত হয়েছে। পরবর্তীতে স্থানীয় সূত্রগুলো যোগ করেছে যে, বৃহস্পতিবার মুজাহিদদের পরিচালিত অভিযানে জান্তা বাহিনীর ১২৫ সৈন্য নিহত এবং আরও কয়েক ডজন সৈন্য আহত হয়েছে। এসময় মুজাহিদিনরা গনিমত হিসাবে অর্জন করেছেন ২টি সামরিক যান, ১৩টি পিকে, ৪টি আরপিজি, ৭৮টি ক্লাশিনকোভ রাইফেল, ২১০টি ম্যাগাজিন, ৩৭টি মোটরসাইকেল, একটি ডিজেআই ড্রোন এবং অন্যান্য বিভিন্ন অস্ত্র।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/4u3u5c7e
Comment