পাকিস্তানের বর্তমান শাসকগোষ্ঠী একটি কৃত্রিম কাঠামো: মাওলানা বিলাল

পাকিস্তানের বর্তমান শাসকগোষ্ঠী একটি কৃত্রিম কাঠামো বলে মন্তব্য করেছেন চীনে নিযুক্ত ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের রাষ্ট্রদূত মাওলানা বিলাল কারিমি হাফিযাহুল্লাহ।
তিনি বলেন, ‘পাকিস্তানের এই শাসকগোষ্ঠী একটি কৃত্রিম কাঠামো, যা এক প্রকার ক্যান্সারের মতো বেড়ে উঠেছে। তারা শুধু পাকিস্তানের অভ্যন্তরে নয়, পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে নষ্ট করছে।’
গত ১৪ অক্টোবর সামাজিক যোগামাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন। মাওলানা বিলাল কারিমি বলেন, পাকিস্তানসহ গোটা অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নির্ভর করছে পাকিস্তানের দুষ্ট শাসকগোষ্ঠীকে জবাবদিহির আওতায় আনার ওপর।
তিনি আরও বলেন, ‘এই গোষ্ঠী নিজেদের জনগণকে দমন করেছে এবং পাকিস্তানকে আইএসআইএস (দায়েশ), মাদক ও অন্যান্য বিপজ্জনক কর্মকাণ্ডের এক উর্বর ঘাঁটিতে পরিণত করেছে।’
তথ্যসূত্র:
1. Ruling elite in Pakistan have taken their own people hostage
– https://tinyurl.com/4fxzvvxy
Comment