আফগান সার্বভৌমত্বর প্রতি অন্যান্য দেশগুলো থেকে সম্মানের দাবি রাখে ইমারতে ইসলামিয়া: তালিবান স্বরাষ্ট্রমন্ত্রী

অন্য দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করে থাকে ইমারতে ইসলামিয়া সরকার। তাই আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতিও সকল দেশের সম্মানের দাবি রাখে ইমারতে ইসলামিয়া।
সম্প্রতি ইরান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অংশের প্রধান মুহাম্মদ রেজা বাহরামির সাথে এক বৈঠকে এই সব কথা বলেছেন ইমারতে ইসলামিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজ উদ্দিন হাক্কানি হাফিযাহুল্লাহ।
এছাড়া পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে অন্যান্য দেশ বিশেষত প্রতিবেশী দেশসমূহের সাথে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে আফগানিস্তানের লক্ষ্য তুলে ধরেছেন হাক্কানি হাফিযাহুল্লাহ।
উক্ত বৈঠকে আফগান-ইরান সীমান্ত সহযোগিতা সম্প্রসারণ এবং মাদক চোরাচালান রোধ সম্পর্কেও আলোচনা উত্থাপিত হয়েছে।
এছাড়া আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে উত্তেজনাকর পরিস্থিতি হ্রাসের গুরুত্ব প্রসঙ্গে উভয় পক্ষ একমত পোষণ করেছেন।
তথ্যসূত্র:
1. IEA Respects Sovereignty of other nations and Expects the Same from others
– https://tinyurl.com/yeyswyxh
Comment