দোহায় অনুষ্ঠিতব্য বৈঠকের সম্মানে পাল্টা সামরিক অভিযান থেকে বিরত থাকতে ইমারতে ইসলামিয়ার নির্দেশ

গত রাতে (১৭ অক্টোবর) আফগানিস্তানের পাকতিকা প্রদেশে নতুন করে আবারও বিমান হামলা চালিয়েছে পাকিস্তান সামরিক বাহিনী। তবে দোহায় অনুষ্ঠিতব্য শান্তি আলোচনার সম্মানে পাল্টা সামরিক অভিযান পরিচালনা করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে তালিবান প্রশাসন।
১৮ অক্টোবর এক বিবৃতিতে ইমারতে ইসলামিয়ার মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ বলেন, শান্তি আলোচনার উদ্দেশ্যে ইতোমধ্যে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন তালিবান সরকারের প্রতিনিধি দল। আফগানিস্তানের অধিকার রয়েছে পাকিস্তান সামরিক বাহিনীর সার্বভৌমত্ব লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার, তবে দোহায় আলোচক প্রতিনিধি দলের সম্মানে এই মুহুর্তে নতুন কোনও সামরিক অভিযান পরিচালনা করবে না ইমারতে ইসলামিয়া।
তিনি জোর দিয়ে বলেন, আমরা একটি শান্তিপূর্ণ সমাধান ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য আফগানিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।
তবে বিবৃতিতে তিনি পাকিস্তান বাহিনী কর্তৃক বারংবার সংঘটিত অপরাধ এবং আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছেন। এই ঘটনাগুলোকে উস্কানিমূলক এবং সংঘাত দীর্ঘায়িত করার ইচ্ছাকৃত প্রয়াস বলে তিনি অভিহিত করেছেন। বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি সম্পূর্ণরূপে পাকিস্তানের আগ্রাসনের ফল বলে তিনি উল্লেখ করেছেন।
উল্লেখ্য যে, গত রাতে আফগানিস্তানের পাকতিকা এলাকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী, যার ফলে বেশ কয়েকজন বেসামরিক লোক শহীদ এবং আরও অনেকে আহত হয়েছেন।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/46ms8vxy