Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ || ২৬ রবিউল আখির, ১৪৪৭ হিজরি|| ১৯ অক্টোবর, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ || ২৬ রবিউল আখির, ১৪৪৭ হিজরি|| ১৯ অক্টোবর, ২০২৫ ঈসায়ী

    পাকিস্তানের সামরিক কর্মকাণ্ড ট্রাম্পের নির্দেশে চলে: তালিবান স্বরাষ্ট্র উপমন্ত্রী


    পাকিস্তানের সামরিক শাসকগোষ্ঠী স্বাধীনভাবে কাজ করে না, বরং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় তাদের কর্মকাণ্ড পরিচালিত হয়।

    সম্প্রতি আফগানিস্তানের খোস্ত প্রদেশে নতুন গভর্নরের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে এই সব কথা বলেন ইমারতে ইসলামিয়ার স্বরাষ্ট্র উপমন্ত্রী মৌলভী মুহাম্মদ নবী ওমারি হাফিযাহুল্লাহ।

    তিনি আরও বলেন, ঐতিহাসিকভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, ডুরাণ্ড লাইনের নিকটে একসময় আফগানিস্তানের অধীনে থাকা কিছু ভূমি ছিল, যা হাতছাড়া হয়ে পাকিস্তান ভূখণ্ডের অংশ হয়ে গিয়েছিল। তবে বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দেয় যে, মহান আল্লাহ উক্ত অঞ্চলগুলো পুনরায় আফগান ভূখণ্ডে ফিরে আনার একটি সুযোগ তৈরি করে দিতে পারেন।

    তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ইমারতে ইসলামিয়া দ্বারা তৈরি করা হয়নি বলেও বক্তব্যে তিনি জোরালোভাবে তুলে ধরেন।

    তথ্যসূত্র:
    1. Nabi Omari hopes that areas beyond Durand Line return to Afghanistan’s control
    https://tinyurl.com/53f5bnba
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের প্রশাসনিক ও সামরিক কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন



    আমীরুল মু’মিনীন শাইখুল হাদিস মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা হাফিযাহুল্লাহ ইমারতে ইসলামিয়ার প্রশাসন ও সামরিক কাঠামোয় একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এক ফরমান জারি করেছেন। নতুনভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা দেশের প্রাদেশিক প্রশাসন ও সামরিক কমান্ড কাঠামোর কেন্দ্রবিন্দুতে দায়িত্ব পালন করবেন। এই নিয়োগগুলো ইমারাতে ইসলামিয়ার প্রশাসনিক পুনর্গঠন, নেতৃত্বের পুনর্বিন্যাস এবং রাষ্ট্র পরিচালনায় আরও সমন্বিত কাঠামো গড়ে তোলার এক কৌশলগত পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

    নবঘোষিত নিয়োগ অনুযায়ী, বাদাখশন প্রদেশের সাবেক গভর্নর ক্বারি মোহাম্মদ আয়ুব খালিদ এখন ২১৫ “আল-আমজ” সেনা কর্পসের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন।

    হেলমান্দ প্রদেশে এই কর্পসের পূর্বতন কমান্ডার মাওলানা শরাফুদ্দিন তাকী-কে পদোন্নতি দিয়ে ২১৭ “উমরী” সেনা কর্পসের কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

    একই সঙ্গে, ২১৭ উমরী কর্পসের সাবেক কমান্ডার মাওলানা আমানুদ্দিন মানসুর-কে হেলমান্দ প্রদেশের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

    এ ছাড়া, সীমানা ও উপজাতি বিষয়ক মন্ত্রণালয়ের পরিদর্শন বিভাগের সাবেক উপপরিদর্শক মৌলভী মোহাম্মদ ইসমাইল বাদাখশন প্রদেশের নতুন গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছেন।

    জাবুল প্রদেশের সাবেক গভর্নর মৌলভী ইনায়াতুল্লাহ শুজা-কে সীমানা ও উপজাতি বিষয়ক মন্ত্রণালয়ের পরিদর্শন বিভাগের উপপ্রধান করা হয়েছে।

    অন্যদিকে, হেলমান্দ প্রদেশের সাবেক গভর্নর মৌলভী আবদুর রহমান কুন্দুজি এখন দায়কুন্দি প্রদেশের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন।


    তথ্যসূত্র:
    1. بر اساس حکم عالیقدر امیرالمؤمنین حفظه‌الله تعالی، تقرری‌های ذیل صورت گرفت:
    https://tinyurl.com/22xuy5sv
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      আফগানিস্তানে বিগত বছরের তুলনায় ডুমুরের ফলন বেড়েছে ৩৫ শতাংশ




      চলতি বছরে আফগানিস্তানে ডুমুর ফলের উৎপাদন আগের বছরের তুলনায় ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইমারতে ইসলামিয়ার কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্প্রতি এই সাফল্যের তথ্য জানিয়েছে।

      আফগানিস্তানে উৎপাদিত ডুমুর তার মিষ্টি স্বাদ ও উন্নত মানের জন্য বেশ বিখ্যাত। দেশটির শুকনো ফল রপ্তানি খাতে এই ফলের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

      মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, চলতি বছরে ডুমুরের ফলন হয়েছে ১,৫১,৭৫৪ মেট্রিক টন। আর বিগত বছর এই ফলন ছিল ১,১১,৭৭৪ মেট্রিক টন। সারাদেশে সাড়ে ১৭ হাজার হেক্টরের অধিক জমিতে এই ফল চাষ করা হয়েছে।

      এই বছরে আফগানিস্তানের বিশেষত জাবুল, কান্দাহার, হেরাত, উরুজগান ও হেলমান্দ প্রদেশের বাগানসমূহে উল্লেখযোগ্য পরিমাণ ডুমুর ফল উৎপাদিত হয়েছে।

      উল্লেখ্য যে, আফিম চাষ নিষিদ্ধকরণ এবং কৃষি খাতে ইমারতে ইসলামিয়ার একাধিক উদ্যোগ, অনুকূল আবহাওয়া প্রভৃতি নানাবিধ কারণে সাম্প্রতিক সময়ে আফগান কৃষি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে।


      তথ্যসূত্র:
      1.35% surg in Fig production this year
      https://tinyurl.com/k54w8xa2
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        কাতার ও তুরস্কের মধ্যস্থতায় পাকিস্তানের সাথে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইমারতে ইসলামিয়া


        দোহায় অনুষ্ঠিত সমঝোতা বৈঠকে এক দফা আলোচনা শেষে পাকিস্তানের সাথে তাৎক্ষনিক যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে উভয় পক্ষ একমত হয়েছে বলে বার্তায় উল্লেখ করা হয়েছে।

        এই যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতা করেছে কাতার ও তুরস্ক। যুদ্ধবিরতি অব্যাহত রাখা এবং তার বাস্তবায়ন নিশ্চিত করতে আগামীতে নিয়মিত বৈঠক হবে বলেও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

        উল্লেখ্য যে, আফগানিস্তানে পাকিস্তানের নির্মম আগ্রাসনের ফলেই দুই দেশের মধ্যে সাম্প্রতিক সীমান্ত সংঘাত শুরু হয়েছিল। এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় আফগানিস্তান প্রতিশোধমূলক সামরিক অভিযান শুরু করলে পাকিস্তানের পক্ষ থেকে প্রথম সংঘাত বন্ধের আলোচনা উঠে।


        তথ্যসূত্র:
        1. https://tinyurl.com/2s3dm8tk
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          দক্ষিণ ওয়াজিরিস্তানে ইত্তেহাদুল মুজাহিদিনের পাল্টা আক্রমণে ৩ শত্রু সৈন্য আহত



          পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে শত্রু সেনাবাহিনীর বিরুদ্ধে একটি পাল্টা আক্রমণ চালানোর সংবাদ নিশ্চিত করেছে ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তান (আইএমপি)। এতে শত্রু সেনবাহিনীতে নিশ্চিত হতাহতের ঘটনা ঘটেছে।

          প্রতিরোধ বাহিনী ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তান (আইএমপি) মুখপাত্র মাহমুদুল হাসান হাফিযাহুল্লাহ জানান, মুজাহিদিনরা গত ১৮ অক্টোবর, রাত ১২ টায়, পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা সীমান্তে একটি সামরিক অপারেশন পরিচালনা করেছেন। অভিযানটি সীমান্ত অঞ্চলের কালুশা করমজি স্টাফ এলাকায় অবস্থিত শত্রু সেনাবাহিনীর উপর পাল্টা আক্রমণ হিসাবে চালানো হয়। মুজাহিদদের এই আক্রমণের ফলে শত্রু সেনাবাহিনীর ৩ সৈন্য আহত হয়।


          তথ্যসূত্র:
          https://tinyurl.com/mr2eadd3
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            পাকিস্তানের সামরিক শাসকগোষ্ঠী স্বাধীনভাবে কাজ করে না, বরং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় তাদের কর্মকাণ্ড পরিচালিত হয়।
            তালিবান স্বরাষ্ট্র উপমন্ত্রীপ্রকৃত বাস্তবতা তুলে ধরেছেন মাশাআল্লাহ
            ‘যার গুনাহ অনেক বেশি তার সর্বোত্তম চিকিৎসা হল জিহাদ’-শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ.

            Comment

            Working...
            X