Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ || ২৯ রবিউল আখির, ১৪৪৭ হিজরি|| ২২ অক্টোবর, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ || ২৯ রবিউল আখির, ১৪৪৭ হিজরি|| ২২ অক্টোবর, ২০২৫ ঈসায়ী

    ইমারতে ইসলামিয়ার সেনাবাহিনীর অভিযানে বাগলান প্রদেশে উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ জব্দ



    আফগানিস্তানের বাগলান প্রদেশে এক অভিযানে উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে ইমারতে ইসলামিয়ার সেনাবাহিনীর ২১৭ তম ওমার কোরের সদস্যগণ। প্রদেশের পুল-ই-হেসার জেলার নামাক দারেহ গ্রামে এই অভিযান পরিচালিত হয়েছিল। ইমারতে ইসলামিয়ার গোয়েন্দা বিভাগের প্রদত্ত তথ্যের ভিত্তিতে উক্ত অভিযান চালায় ২১৭ তম ওমারি কোর।

    জব্দ করা অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে ৫ টি কালাশনিকভ রাইফেল, ২ টি ডিএসএইচকে মেশিনগান, ১টি পিকে মেশিনগান, ১টি মর্টার বেস, ১টি রকেট লঞ্চার, ১টি ৮২ মিমি কামান, ৫ বক্স জিকোয়াক গোলাবারুদ, ৮৬ রাউন্ড ৮২ মিমি গোলাবারুদ, ৩৩ বক্স ডিএসএইচকে গোলাবারুদ, ১৩১টি রকেট রাউন্ড, ৭৪টি মর্টার রাউন্ড, ১৪টি হ্যান্ড গ্রেনেড ও ৫টি অ্যান্টি-পার্সোনাল মাইন।


    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/3sy3839j
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    আফগানিস্তানের বাগলান প্রদেশে বিগত বছরের তুলনায় ধান উৎপাদন বেড়েছে প্রায় ৫ হাজার টন


    আফগানিস্তানের বাগলান প্রদেশে চলতি বছরে ১,২০,৬২৪ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে। যা বিগত বছরের তুলনায় প্রায় ৪,৭৩৮ মেট্রিক টন বেশি। বাগলান প্রদেশের কৃষি, সেচ ও প্রাণিসম্পদ বিভাগ এই তথ্য জানিয়েছে।

    কৃষি বিভাগ আরও জানিয়েছে, চলতি বছরে বাগলান প্রদেশের ২৮,৭২০ হেক্টর জমি ধান চাষ করা হয়েছে। এর বিপরীতে তুলনা করলে, নিগত বছর ২৭,৫৯২ হেক্টর জমিতে ধান চাষ হয়েছিল।

    আফগানিস্তানের বাগলান প্রদেশে প্রতি বছর বিভিন্ন জাতের ধান চাষ হয়ে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হল বাসমতি, মান্ডা, শালঙ্গি, ইরানি, কোল্ড বারা এবং ওয়ার্ম বারা। এর মধ্যে কোল্ড বারা জাতটি এটির উন্নত স্বাদের জন্য অত্যন্ত প্রসিদ্ধ।


    তথ্যসূত্র:
    1. Baghlan sees rise in rice harvest by nearly 5,000 tons from the previous year
    https://tinyurl.com/b2cbveyw
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      কান্দাহারের মাইওয়ান্দ জেলায় ২৯১,০০০ মার্কিন ডলার ব্যয়ে নির্মিত নতুন সেচ খাল উদ্বোধন


      আফগানিস্তানের কান্দাহার প্রদেশের মাইওয়ান্দ জেলার কিবাত এলাকায় সম্প্রতি একটি অত্যাধুনিক সেচ খাল নির্মাণ ও জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে। কান্দাহার কৃষি, সেচ ও পশুপালন বিভাগের উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে। ২৯১,০০০ মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এই খালটি এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

      ৭ কিলোমিটার দৈর্ঘ্যের এই সেচ খালের মধ্যে ৫.১ কিলোমিটার কংক্রিট দিয়ে মানসম্মতভাবে নির্মিত হয়েছে। খালটির নকশা এমনভাবে করা হয়েছে যে, এটি একসঙ্গে ৬৩০ হেক্টর জমিতে পানি সরবরাহ করতে সক্ষম। বর্তমানে এই খাল থেকে প্রায় ২,০৩৩টি পরিবার সরাসরি উপকৃত হচ্ছে।

      খালের পাশাপাশি হাইড্রোলিক কাঠামো, কালভার্ট, পার্শ্ব দেয়াল, ড্রপ, টার্নআউট এবং মুখবন্ধের মতো অবকাঠামোগত কাজও সম্পন্ন হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে মাইওয়ান্দ জেলার কৃষকরা তাদের জমিতে নিয়মিত ও পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিত করতে পারবেন, যা ফসলের উৎপাদন বৃদ্ধি এবং অর্থনৈতিক স্থিতিশীলতায় ইতিবাচক প্রভাব ফেলবে।

      মাইওয়ান্দ জেলায় নবনির্মিত এই সেচ খাল কান্দাহারের কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এটি স্থানীয় কৃষকদের জন্য কেবল পানির সহজলভ্যতাই নিশ্চিত করেনি, বরং তাদের জীবিকা ও অর্থনৈতিক স্বচ্ছলতার পথকে আরও প্রশস্ত করেছে। এ ধরনের উন্নয়নমূলক প্রকল্প ভবিষ্যতে আফগানিস্তানের কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।


      তথ্যসূত্র:
      1. د کندهار په میوند ولسوالۍ کي د «۲۹۱» زره امریکايي ډالرو په لګښت یو لوی کانال جوړ او ګټي اخیستني ته وسپارل سو
      https://tinyurl.com/6b5zyamv
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        আরো পাঁচটি ট্যাংক সম্পূর্ণরূপে মেরামত ও ব্যবহার উপযোগী করেছে ইমারতে ইসলামিয়া


        ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি ও প্রযুক্তিগত স্বনির্ভরতা অর্জনের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে, ২০৭ আল-ফারুক সেনা কোরের দক্ষ প্রযুক্তিবিদরা আবারও এক নতুন সাফল্য অর্জন করেছেন। তারা এবার আরও পাঁচটি সোভিয়েত আমলের ট্যাংক সম্পূর্ণরূপে মেরামত ও ব্যবহার উপযোগী করেছেন।

        ফারাহ প্রদেশে অবস্থিত ২০৭ আল-ফারুক সেনা কোরের প্রকৌশল বিভাগ ইতিপূর্বে কয়েক ডজন রুশ ট্যাংক ও সাঁজোয়া যান সফলভাবে মেরামত করেছিল। এবার তারা আরও পাঁচটি ট্যাংক মেরামত করে ব্যবহার উপযোগী করেছেন। এইসব ট্যাংক এখন ব্যবহারের জন্য পুরোপুরি প্রস্তুত।

        এসব ট্যাংক বহু বছর ধরে অচল অবস্থায় ছিল। ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে স্থানীয় সম্পদ ও কারিগরি দক্ষতা ব্যবহার করে এই পুনর্নির্মাণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

        ২০৭ আল-ফারুক সেনা কোরের এই ধারাবাহিক সাফল্য ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের সামরিক সক্ষমতা ও প্রযুক্তিগত উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। এই ধরনের স্বদেশীয় উদ্যোগ ভবিষ্যতে আফগান প্রতিরক্ষা বাহিনীকে আরও আত্মনির্ভর, আধুনিক ও শক্তিশালী করে তুলবে।

        তথ্যসূত্র:
        1. ترمیم پنج عراده تانک زرهی روسی در قول اردوی ۲۰۷ الفاروق
        https://files.fm/u/p46n7uw2gc
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          চলতি বছর আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে উৎপাদন বেড়ে ধানের ফলন ১,৭৭,৩৬৭ মেট্রিক টন



          চলতি বছরের আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে ধান উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে। এই বছরে দেশটির কুন্দুজ প্রদেশে ১ লক্ষ ৭৭ হাজার টনের অধিক ধান কাটা হয়েছে।

          কুন্দুজ প্রদেশের কৃষি, সেচ ও প্রাণিসম্পদ বিভাগের দেয়া তথ্যানুসারে, চলমান বছরে কুন্দুজ প্রদেশের ৪৮,২৭৭ হেক্টর জমি ধান চাষ হয়েছে, এর ফলে সর্বমোট ১,৭৭,৩৬৭ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে।

          উৎপাদন বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রণালয় জানায়, উন্নত বীজ ও রাসায়নিক সারের ব্যবহার, কৃষি জমি সম্প্রসারণ, ধান গাছের কীটপতঙ্গ ও রোগ নিয়ন্ত্রণ, সারি-সারি চারা রোপণ পদ্ধতির ব্যাপক প্রয়োগ প্রভৃতি নানাবিধ উদ্যোগ বর্ধিত ধান উৎপাদনে ভূমিকা রেখেছে।

          তথ্যসূত্র:
          1. https://tinyurl.com/3kbaw5tm
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment

          Working...
          X