শিক্ষার্থীদের ইসলামী চেতনায় গড়ে তুলতে আফগানিস্তানের গজনী বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে নিয়মিত কোরআন শিক্ষা কর্মসূচি চলমান

বিশ্ববিদ্যলয় কর্তৃপক্ষের উদ্যোগে আফগানিস্তানের গজনী বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে শিক্ষার্থীদের জন্য নিয়মিত পবিত্র কোরআন অনুবাদ ও তাজবিদ শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ ও ইরশাদ বিভাগ কর্তৃক এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই কর্মসূচি শিক্ষার্থীদের দ্বীনি ইলম বৃদ্ধি ও সঠিকভাবে কোরআন পড়ার দক্ষতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করছে।
দাওয়াহ ও ইরশাদ বিভাগের প্রধান মোল্লা রহমত উল্লাহ খলিল হাফিযাহুল্লাহ এই প্রসঙ্গে বলেন, শিক্ষার্থীদের মধ্যে ইসলামী মূল্যবোধ ও দ্বীনি সচেতনতা বৃদ্ধিই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, আমরা চাই উচ্চশিক্ষার পাশাপাশি তরুণ প্রজন্ম যেন কোরআনের গভীর অর্থ অনুধাবন করে। ফলে তারা ইসলামী চেতনার সাথে সম্পৃক্ত হয়ে শিক্ষিত হয়ে উঠবে।
সপ্তাহে দুই বার সকাল- সন্ধ্যায় এই কোরআন শিক্ষা ক্লাস অনুষ্ঠিত হয়। এই দ্বীনি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। এটি তাদের ব্যক্তিগত ও শিক্ষাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে তারা মতামত জানান।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষাগত মানোন্নয়নের পাশাপাশি এই ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ে দ্বীনি পরিবেশ ও মূল্যবোধের বিকাশে অবদান রাখছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/mv8uzuvw



Comment