Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ || ২রা জুমাদাল উলা, ১৪৪৭ হিজরি|| ২৫ অক্টোবর, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ || ২রা জুমাদাল উলা, ১৪৪৭ হিজরি|| ২৫ অক্টোবর, ২০২৫ ঈসায়ী

    আফগানিস্তানে হেদায়েতের পথে পরিবর্তন হওয়া আরও ২১৯ জন কারাবন্দি মুক্ত এবং ৪৫০ জনের সাজা হ্রাস


    আমীরুল মু’মিনীনের নির্দেশ মোতাবেক আফগানিস্তানের নানগারহার প্রদেশে সম্প্রতি মোট ২১৯ জন কারাবন্দিকে ক্ষমা করে মুক্তি দেয়া হয়েছে, এছাড়া আরও ৪৫০ জন বন্দির সাজা হ্রাস করা হয়েছে। ইমারতে ইসলামিয়ার কারাগার বিষয়ক বিভাগ গত ২৩ অক্টোবর এই তথ্য প্রদান করেছে।

    কারা বিষয়ক বিভাগ আরও জানিয়েছে, কারাগারে চলমান আত্মশুদ্ধিমূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী বন্দিরা এই ক্ষমা ও সাজা হ্রাসের সুযোগ লাভ করেছে। বন্দিদের সংশোধনের লক্ষ্যে কারাগারে নিয়মিত দ্বীনি, আধুনিক শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ এবং অন্যান্য আত্মশুদ্ধিমূলক কর্মসূচি আয়োজন হয়ে থাকে।

    এই সকল কর্মসূচিতে অংশগ্রহণের ফলে অনেক বন্দিদের মধ্যে দ্বীনদারিতা ও নৈতিক উন্নতি সাধিত হয়, পাশাপাশি তারা বিভিন্ন কারিগরি বিদ্যায় দক্ষ হয়ে উঠে। এই সকল বন্দি নির্ধারিত সাজার মেয়াদের এক-তৃতীয়াংশ ভোগ করে থাকলে তাদের মুক্তি বা সাজা হ্রাসের ব্যাপারে বিবেচনা করা হয়।

    কারামুক্তির এই সুযোগের সদ্ব্যবহার করতে সদ্য মুক্তিপ্রাপ্তদের প্রতি নসিহত করেছেন প্রাদেশিক কারা বিভাগের পরিচালক মৌলভী সুহাইল সাঈদ হাফিযাহুল্লাহ। তিনি আরও বলেন, কারাগারে থাকাকালীন অর্জিত দ্বীনি, আধুনিক ও কারিগরি শিক্ষাকে আপনারা বাস্তব জীবনে প্রয়োগ করুন, একজন সুস্থ নাগরিক হিসেবে দেশের সেবায় নিয়োজিত হোন।

    তথ্যসূত্র:
    1. د ننګرهار ولایت د زندان (۶۶۹) تنه زندانیان له عفوې او تخفیفه برخمن شول
    https://tinyurl.com/5hyb3r4n
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    মানসিক রোগীর চিকিৎসা, যাদুটোনা দমন ও কেনাবেচায় সংশোধনে সপ্তাহজুড়ে ইমারতে ইসলামিয়ার কার্যক্রম



    ইসলামী মূল্যবোধের হেফাজত, নারী অধিকার রক্ষা, জাতিগত বিরোধ নিরসন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং নৈতিক সংস্কারের লক্ষ্যে একাধিক কার্যক্রম পরিচালনা করে চলেছে ইমারতে ইসলামিয়ার সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ বিষয়ক মন্ত্রণালয়।

    সেই ধারাবাহিকতায় বিগত সপ্তাহজুড়ে আফগানিস্তানের খোস্ত ও জাবুল প্রদেশে ২২২ জন মানসিক রোগী সংগ্রহ করেছেন মন্ত্রণালয়ের কর্মীগণ। চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তাদেরকে প্রাদেশিক সংশ্লিষ্ট বিভাগে হস্তান্তর করা হয়েছে।

    এছাড়া কুফরি ও কালোযাদু দমনের অংশ হিসেবে ৫ জন জাদুকরকে আটক করেছেন মন্ত্রণালয়ের কর্মীগণ। আটককৃতদের শরয়ী বিচারের জন্য বিচার বিষয়ক কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেছেন।

    একইসাথে ব্যবসায়ী ও দোকানিদের সাথে দেশজুড়ে ৮২টি বৈঠকের আয়োজন করেছে উক্ত মন্ত্রণালয়। এই সকলের বৈঠকের উদ্দেশ্য হল সুদ, পণ্য মজুদ, ওজন জালিয়াতি, মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের পণ্য বিক্রি নিয়ন্ত্রণ করা, এছাড়া ইসলামের বিধানের আলোকে ক্রয়-বিক্রয় কার্যক্রম সংশোধন করা।


    তথ্যসূত্র:
    1. د امر بالمعروف، نهی عن المنکر او شکایتونو اورېدلو وزارت په اونۍ کې
    https://tinyurl.com/42vhrzrv
    ​ৃ
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      আফগান-পাকিস্তান যুদ্ধবিরতি সংক্রান্ত পরবর্তী আলোচনার লক্ষ্যে তুরস্কে গিয়েছেন ইমারতে ইসলামিয়ার প্রতিনিধি দল



      ইমারতে ইসলামিয়ার স্বরাষ্ট্র উপমন্ত্রী রহমতুল্লাহ নাজিব হাফিযাহুল্লাহ’র নেতৃত্বে একটি প্রতিনিধিদল সরকারি সফরে তুরস্কে গিয়েছেন। এই সফরের উদ্দেশ্য হল, পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধবিরতি প্রসঙ্গে পরবর্তী আলোচনায় অংশগ্রহণ করা। ইমারতে ইসলামিয়ার মুখপাত্র মৌলভী জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ গত ২৪ অক্টোবর তার এক্স পোস্টের বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন।

      সূত্রমতে, আসন্ন বৈঠকে সম্ভাব্য আলোচ্য বিষয়গুলো হল:
      ১) পাকিস্তান ও আফগানিস্তান- পরস্পরের বিরুদ্ধে বৈরী কর্মকাণ্ড প্রতিরোধ করতে একটি তদারকি ব্যবস্থা গঠন করা;
      ২) উভয় দেশের সার্বভৌমত্বের প্রতি পরস্পরের শ্রদ্ধা নিশ্চিত করা, এই লক্ষ্যে বিদ্যমান আইন কঠোরভাবে পালন ও বাস্তবায়ন করা;
      ৩) বিগত ২ দশক ধরে পাকিস্তানের নিরাপত্তা চ্যালেঞ্জের মূল কারণসমূহ খুঁজে বের করা;
      ৪) উভয় দেশের বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করা;
      ৫) আফগান শরণার্থীদের জোরপূর্বক নির্বাসন বন্ধ করা;
      ৬) পাক-আফগান সীমান্ত রুট উন্মুক্ত রাখা’
      ৭) রাজনৈতিক উদ্দেশ্যে উপরে উল্লিখিত জাতীয় বিষয়াবলী ব্যবহার করা থেকে বিরত থাকা।

      তথ্যসূত্র:
      1. https://tinyurl.com/4ajdyrer
      2. IEA delegation travels to Turkey for truce talks, says Mujahid
      https://tinyurl.com/2thnxzhp
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        বিগত সপ্তাহে ৫৩টি নারী অধিকার সংক্রান্ত মামলা ও ২২টি সামাজিক বিরোধ সমাধান করেছে ইমারতে ইসলামিয়া প্রশাসন


        আমীরুল মু’মিনীনের নির্দেশ বাস্তবায়ন এবং একটি সুস্থ ইসলামী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত রেখেছে ইমারতে ইসলামিয়ার সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ বিষয়ক মন্ত্রণালয়।

        সেই ধারাবাহিকতায় বিগত সপ্তাহে নারী অধিকার সংক্রান্ত ৫৩টি মামলা নিষ্পত্তি করেছে ইমারতে ইসলামিয়ার এই মন্ত্রণালয়।

        এর মধ্যে পারিবারিক সহিংসতা সম্পর্কিত মামলা রয়েছে ২২টি, উত্তরাধিকার সংক্রান্ত মামলা ৯টি, অবৈধ বিবাহ সংক্রান্ত মামলা ১১টি, বিয়ের দেনমোহর সংক্রান্ত মামলা ৪টি, ভরণপোষণ (নাফাকা) সংক্রান্ত মামলা ২টি এবং তালাক সংক্রান্ত মামলা ছিল ৫টি।

        এছাড়া বিগত সপ্তাহে দেশজুড়ে ৫টি বড় ও ১৭টি ছোট সামাজিক বিরোধ সফলভাবে মীমাংসা করেছেন মন্ত্রণালয়ের কর্মীগণ। জাতিগত ও ভাষাগত বিভেদ প্রতিরোধ এবং নাগরিকদের মধ্যে ঐক্য জোরদারের লক্ষ্যে এই সকল কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করে যাচ্ছে উক্ত মন্ত্রণালয়।


        তথ্যসূত্র:
        1. د امر بالمعروف، نهی عن المنکر او شکایتونو اورېدلو وزارت په اونۍ کې
        https://tinyurl.com/42vhrzrv
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          রাশিয়ান 23-ZU আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল করল ইমারতে ইসলামিয়ার আর্টিলারি সেনা অফিসারগণ


          দুই শটবিশিষ্ট রাশিয়ান 23-ZU মডেল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল করেছে ইমারতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ৩১৩ তম কেন্দ্রীয় আর্মি কোর। উক্ত কোরের ১ম পদাতিক ব্রিগেডের অন্তর্গত আর্টিলারি সেনা কর্মকর্তাগণ এই সংস্কার কার্যক্রম পরিচালনা করেছেন। শত্রুর আক্রমণ মোকাবেলার লক্ষ্যে সচলকৃত এই প্রতিরক্ষা ব্যবস্থা কৌশলগত অবস্থানে স্থাপন করা হয়েছে।

          ইমারতে ইসলামিয়ার ৩১৩ তম সেন্ট্রাল আর্মি কোর তাদের এক্স পোস্টের বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

          দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন সেন্ট্রাল আর্মি কোরের সেনাসদস্যগণ। এই ধরনের উন্নত সামরিক অস্ত্রশস্ত্র ও যন্ত্রপাতি ক্রমাগত রক্ষণাবেক্ষণ করার গুরুত্ব তারা তুলে ধরেছেন। একইসাথে এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা দক্ষতার সাথে ব্যবহারের প্রতিও তারা গুরুত্বারোপ করেছেন।

          উল্লেখ্য যে, সাম্প্রতিক সময়ে ইমারতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী হয়ে উঠেছে। সম্প্রতি উল্লেখযোগ্য সংখ্যক রাশিয়ান সামরিক ট্যাংক ও ওরাগান ক্ষেপণাস্ত্র সচল করেছে ইমারতে ইসলামিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়। একইসাথে আর্টিলারি সামরিক অস্ত্র পরিচালনায় উল্লেখযোগ্য সংখ্যক সেনাসদস্য প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।


          তথ্যসূত্র:
          1. https://tinyurl.com/4es8udbn
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment

          Working...
          X