আফগানিস্তানে হেদায়েতের পথে পরিবর্তন হওয়া আরও ২১৯ জন কারাবন্দি মুক্ত এবং ৪৫০ জনের সাজা হ্রাস

আমীরুল মু’মিনীনের নির্দেশ মোতাবেক আফগানিস্তানের নানগারহার প্রদেশে সম্প্রতি মোট ২১৯ জন কারাবন্দিকে ক্ষমা করে মুক্তি দেয়া হয়েছে, এছাড়া আরও ৪৫০ জন বন্দির সাজা হ্রাস করা হয়েছে। ইমারতে ইসলামিয়ার কারাগার বিষয়ক বিভাগ গত ২৩ অক্টোবর এই তথ্য প্রদান করেছে।
কারা বিষয়ক বিভাগ আরও জানিয়েছে, কারাগারে চলমান আত্মশুদ্ধিমূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী বন্দিরা এই ক্ষমা ও সাজা হ্রাসের সুযোগ লাভ করেছে। বন্দিদের সংশোধনের লক্ষ্যে কারাগারে নিয়মিত দ্বীনি, আধুনিক শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ এবং অন্যান্য আত্মশুদ্ধিমূলক কর্মসূচি আয়োজন হয়ে থাকে।
এই সকল কর্মসূচিতে অংশগ্রহণের ফলে অনেক বন্দিদের মধ্যে দ্বীনদারিতা ও নৈতিক উন্নতি সাধিত হয়, পাশাপাশি তারা বিভিন্ন কারিগরি বিদ্যায় দক্ষ হয়ে উঠে। এই সকল বন্দি নির্ধারিত সাজার মেয়াদের এক-তৃতীয়াংশ ভোগ করে থাকলে তাদের মুক্তি বা সাজা হ্রাসের ব্যাপারে বিবেচনা করা হয়।
কারামুক্তির এই সুযোগের সদ্ব্যবহার করতে সদ্য মুক্তিপ্রাপ্তদের প্রতি নসিহত করেছেন প্রাদেশিক কারা বিভাগের পরিচালক মৌলভী সুহাইল সাঈদ হাফিযাহুল্লাহ। তিনি আরও বলেন, কারাগারে থাকাকালীন অর্জিত দ্বীনি, আধুনিক ও কারিগরি শিক্ষাকে আপনারা বাস্তব জীবনে প্রয়োগ করুন, একজন সুস্থ নাগরিক হিসেবে দেশের সেবায় নিয়োজিত হোন।
তথ্যসূত্র:
1. د ننګرهار ولایت د زندان (۶۶۹) تنه زندانیان له عفوې او تخفیفه برخمن شول
– https://tinyurl.com/5hyb3r4n



Comment