সোমালিয়ায় শাবাব মুজাহিদিনের পৃথক অভিযানে ৩ অফিসার নিহত, আহত অন্তত ৬

হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন সোমালিয়ার রাজধানী মোগাদিশু এবং হিরান অঞ্চলে পশ্চিমা সমর্থিত সামরিক বাহিনীর বিরুদ্ধে ২টি পৃথক অভিযান পরিচালনা করেছেন। এতে অন্তত ৩ সামরিক অফিসার নিহত এবং আরও ৬ এরও বেশি শত্রু সৈন্য আহত হয়েছে।
আঞ্চলিক গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, হারাকাতুশ শাবাব মুজাহিদিন ১লা নভেম্বর শনিবার, রাজধানী মোগাদিশু এবং মার্কাকে সংযুক্তকারী উপকূলীয় এলাকা বুসলিয় একটি সামরিক অপারেশন পরিচালনা করেছেন। এসময় মুজাহিদদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয় উক্ত এলাকায় টহলরত মোগাদিশু বাহিনী সমর্থিত একটি মিলিশিয়া দল।
মুজাহিদদের এই অভিযানে এক মিলিশিয়া সদস্য ঘটনাস্থলেই নিহত হয়। সে মুহিয়াদিন নামে পরিচিত একটি দলের দায়িত্বেও ছিলো। বুসলি এলাকায় এই অভিযানের সময় মুজাহিদদের তীব্র বোমাবর্ষণে ঘটনাস্থলে আরও বেশ কিছু শত্রু সৈন্য এবং কর্মকর্তা হাতাহত হয়েছে।
এদিন হারাকাতুশ শাবাব মুজাহিদরা হিরান রাজ্যের বুলো-বুর্তী জেলাতেও মোগাদিশু বাহিনীর বিরুদ্ধে একটি অতর্কিত আক্রমণ চালিয়েছেন। মুজাহিদরা জেলাটিতে শত্রু নিয়ন্ত্রণাধীন একটি সামরিক পয়েন্ট লক্ষ্য করে শক্তিশালী বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণ ঘটান। এতে সামরিক পয়েন্টের দায়িত্বে থাকা ২ অফিসার নিহত হয় এবং আরও ৬ সৈন্য আহত হয়, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর ছিলো।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/4typ66ff


Comment