ইমারতে ইসলামিয়ার উদ্যোগে লাগমান প্রদেশের অবহেলিত সড়কে উন্নয়নযাত্রা শুরু

প্রায় দীর্ঘ দুই দশক পর লাঘমান প্রদেশের নবগঠিত ফারশগান জেলার একটি গুরুত্বপূর্ণ সড়কের পুনর্নির্মাণকাজ শুরু হয়েছে। এ উদ্যোগের ফলে দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় থাকা স্থানীয় জনগণ নতুন করে উন্নয়ন ও আশার আলো দেখছেন।
লাঘমান প্রাদেশিক অর্থনীতি দপ্তরের তথ্যানুসারে, প্রাদেশিক কর্তৃপক্ষের নির্দেশে প্রযুক্তিবিদদের একটি দল দাওলত শাহ জেলা থেকে ফারশগান জেলার মঙ্গলপুর এলাকার সংযোগ সড়কটির পুনর্নির্মাণের জন্য জরিপ সম্পন্ন করেছে। জরিপে সড়কের ক্ষতিগ্রস্ত অংশসমূহ মেরামত, জনপরিবহন সুবিধা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের চলাচলের সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ প্রকল্পের আওতায় মঙ্গলপুর নদীর উপর ৫০ মিটার দীর্ঘ একটি ব্রিজ নির্মাণের পাশাপাশি ৮০ মিটার ওয়াশ, ৫০ মিটার রিটেইনিং ওয়াল, ৫০০ মিটার কংক্রিট চ্যানেল এবং ২০টি কালভার্ট নির্মাণের প্রস্তাব রাখা হয়েছে। এর পাশাপাশি সড়কটি প্রশস্ত করার কাজও পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রাদেশিক কর্মকর্তাদের মতে, ইমারতে ইসলামিয়া আফগানিস্তান পুনঃপ্রতিষ্ঠার পর থেকে ফারশগান জেলার মতো দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত এলাকাগুলোর প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং বর্তমানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। এরই ধারাবাহিকতায় এ সড়ক পুনর্নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর ফলে এলাকাবাসীর চলাচল সহজ হবে এবং তাদের সার্বিক জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র:
1. The long-neglected road in the newly established Farshghan district of Laghman province
– https://tinyurl.com/y45vtpnc






Comment